মিলল নিখোঁজ কিশোরীর দেহ
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
ভাগীরথীতে স্নান করতে গিয়ে নিখোঁজ কিশোর পুষ্পিতা দে-র মৃতদেহ উদ্ধার হল মঙ্গলবার। পূর্বস্থলীর পাটুলিতে নবম শ্রেণির ছাত্রী পুষ্পিতার দেহ মেলে বেলেরহাটের ন’পাড়া এলাকায়। গত রবিবার পাটুলির নারায়ণপুর গ্রামে ভাগীরথীর ভগতপাড়া ঘাটে স্নান করতে গিয়ে চার কিশোর-কিশোরী তলিয়ে যায়। সোমবার তাদের মধ্যে তিন জনের দেহ উদ্ধার করেছিলেন ডুবুরিরা। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভগতপাড়া থেকে প্রায় তেরো কিলোমিটার দূরে স্থানীয় বাসিন্দারা বছর চোদ্দর পুষ্পিতার দেহ ভাসতে দেখেন। খবর পাঠানো হয় পুলিশের কাছে। পুষ্পিতার বাবা রঞ্জিত দে গিয়ে দেহ শনাক্ত করেন। তবে মৃতদেহ ময়না-তদন্ত করানো নিয়ে কয়েক ঘণ্টা ধরে টানাপোড়েন চলে কালনা মহকুমা হাসপাতালে। ময়না-তদন্তের দায়িত্বে থাকা এক চিকিৎসক দেহটি পচাগলা অবস্থায় রয়েছে দাবি করে বর্ধমান মেডিক্যালে পাঠাতে চান। মৃতের পরিবারের লোকজন তাতে রাজি হননি। বিকেল ৩টে নাগাদ হাসপাতাল সুপার অভিরূপ মণ্ডলের হস্তক্ষেপে কালনা হাসপাতালেই ময়না-তদন্ত হয়।
|
কুয়োয় মিলল দেহ
নিজস্ব সংবাদদাতা • কালনা |
নিজের বাড়ির কুয়ো থেকে এক ব্যক্তির দেহ মিলল কালনা ২ ব্লকের তেহাট্টা গ্রামে। মৃতের নাম রবীন্দ্রনাথ ঘোষ (৪৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্রনাথবাবু গত দু’বছর ধরে অসুস্থ ছিলেন। সোমবার বিকেলে কুয়ো থেকে জল তুলতে যান তিনি। বেশ কিছুক্ষণ পরেও না ফেরায় বাড়ির লোকজন কুয়োতলায় যান। পরিবারের সদস্যদের দাবি, কুয়োর জলেই রবীন্দ্রনাথবাবুর দেহ পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শরীরের ভারসাম্য রাখতে না পেরেই তিনি কুয়োয় পড়ে যান।
|
মদ উদ্ধার, ধৃত
নিজস্ব সংবাদদাতা • কালনা |
একটি বাড়িতে অভিযান চালিয়ে কালনার ডাঙাপাড়া এলাকায় সোমবার গভীর রাতে ৫০০ বোতল মদ উদ্ধার করল পুলিশ। বেআইনি ভাবে মদ বিক্রির অভিযোগে বাড়ির মালিক রহিম শেখকে গ্রেফতার করা হয়েছে। |