টুকরো খবর |
স্টেশনে প্রসব, গাফিলতির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
স্টেশনে সন্তান প্রসবের পরে এক প্রসূতিকে সময়মতো হাসপাতালে পাঠানোর ব্যবস্থা না করার অভিযোগ উঠল রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার আসানসোল স্টেশনে। সাত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন সস্ত্রীক মনোজ মাঝি। তিনি দাবি করেন, ট্রেন আসার আগেই স্ত্রী রেখাদেবীর প্রসব যন্ত্রণা ওঠে। কিছুক্ষণ পরেই তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। মনোজবাবুর অভিযোগ, “স্ত্রী এবং সদ্যোজাতকে হাসাপাতালে নিয়ে যাওয়ার জন্য স্টেশন ম্যানেজারের কাছে আর্জি জানাই। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও স্টেশন কর্তৃপক্ষ কোনও রকম ব্যবস্থা না নেওয়ায় প্ল্যাটফর্মের অন্য যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। এর পরেই তড়িঘড়ি স্টেশন কর্তৃপক্ষ একটি অ্যাম্বুল্যান্স পাঠিয়ে প্রসূতি ও তাঁর সন্তানকে আসানসোল মহকুমা হাসাপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।” রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এ বিষয়ে তাঁদের কাছে কোনও অভিযোগ নেই। নির্দিষ্ট অভিযোগ জমা পড়লে খোঁজখবর নেওয়া হবে।
|
মালগাড়ি লাইনচ্যুত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মালগাড়ির একটি বগি লাইনচ্যুত হওয়ায় পূর্ব রেলের আসানসোল ডিভিশনে ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হয়। আসানসোল ডিভিশন সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে হাওড়া-দিল্লি মেন আপ লাইনের বিদ্যাসাগর স্টেশনের কাছে সিমেন্ট বোঝাই মালগাড়ির একটি বগি লাইনচ্যুত হয়। এর পরেই বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকে পড়ে। সীতারামপুর স্টেশনে দাঁড়িয়ে পড়ে যোশিডি-কলকাতা আপ লোকাল ট্রেন ও আপ পটনা-পুরী ট্রেন। রানিগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপ মোকামা ফাস্ট প্যাসেঞ্জার। অন্ডাল-যোশিডি ট্রেনটিও সীতারামপুরের আগে দাঁড়িয়ে যায়। পূর্ব রেলের আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক বিশ্বনাথ মুর্র্মু জানান, মালগাড়ির বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়েই আসানসোল থেকে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছায়। সকাল সাড়ে সাতটার মধ্যেই রেল চলাচল স্বাভাবিক হয়।
|
খনিকর্মীকে গুলি, ধৃত আরও তিন
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কাজে যাওয়ার পথে এক খনিকর্মীকে লক্ষ করে গুলি করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি (সেন্ট্রাল) সুরেশ কুমার জানান, মাস তিনেক আগে দক্ষিণ থানার থেমোমেন কোলিয়ারিতে রাতের পালিতে কাজ করতে যাচ্ছিলেন খনিকর্মী ধরমদাস মাজি। কোলিয়ারির কিছুটা দূরেই মোটরবাইকে আসা তিন দুষ্কৃতী খুব কাছ থেকে তাঁকে গুলি করে। সামান্য আহত হলেও প্রাণে বেঁচে যান তিনি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ব্যক্তিগত আক্রশ থেকেই তাঁকে গুলি করা হয়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই খনিকর্মীর এক প্রতিবেশীকে পুলিশ গ্রেফতারও করে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও কয়েক জনের নাম পায় পুলিশ। সোমবার আরও তিন জনকে গ্রেফতার করা হয়।
|
রাস্তায় মিলল দেহ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
এক ব্যক্তির দেহ উদ্ধার করে কুলটি থানার পুলিশ। সোমবার রাতে কুলটি থানার শীতলপুরের কাছে রাস্তার উপরেই মাথা থেঁতলানো অবস্থায় দেহটি পড়েছিল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গণেশ রায় (৪০)। বাড়ি শীতলপুরের সিআইএসএফ ক্যাম্প অফিসের পিছনের কলোনিতে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ওই দিন সন্ধ্যা রাতে ওই ব্যক্তি বন্ধুর বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেড়িয়েছিলেন। দীর্ঘক্ষণ পরেও ফিরে না আসায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন ও পুলিশে খবর দেন। পুলিশের অনুমান, সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হতে পারে। মঙ্গলবার দেহটির ময়না-তদন্ত হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
|
ধর্ষণের চেষ্টা
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল অন্ডালের রিয়েল জামবাঁধ এলাকায়। স্থানীয় এক বাসিন্দা অন্ডালের বনবহাল পুলিশ ফাঁড়িতে অভিযোগে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা নাগাদ তাঁর মেয়ে পাশের জঙ্গলে প্রাতঃকৃত্যে গিয়েছিল। তখন এক অপরিচিত যুবক তাকে ধর্ষণের চেষ্টা করে। কোনও রকমে পালাতে গিয়ে তাঁর মেয়ে পড়ে জখম হন। পুলিশ জানায়, অভিযুক্তের খোঁজ চলছে।
|
ভাতার দাবি
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
নানা দাবিতে পাণ্ডবেশ্বর ব্লকের ছোড়া পঞ্চায়েতে তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বিপিএল তালিকাভুক্তরা সব সুযোগ পাচ্ছেন না। বিধবা, বার্ধক্য ভাতা নিয়মিত মিলছে না। ইন্দিরা আবাস যোজনায় পক্ষপাত হয়েছে। তাঁরা প্রধানের হাতে একটি দাবিপত্র দেন। প্রধান সন্নাসী কোড়া জানান, দাবি খতিয়ে দেখা হচ্ছে।
|
কোথায় কী |
দুর্গাপুর
সূবর্ণজয়ন্তী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান। স্কুল প্রাঙ্গণ। সকাল সাতটা। উদ্যোগ: দুর্গাপুর প্রজেক্ট বয়েজ হাইস্কুল।
কাটোয়া
পৌর ফুটবল লিগ। টিএসি মাঠ। বিকাল ৩টা। উদ্যোগ: কাটোয়া পুর ক্রীড়া সংস্থা।
কেতুগ্রাম
ফুটবল প্রতিযোগিতা। রসুই। বিকাল ৩টা। তরুণ সঙ্ঘ। |
|