রং বদলানোয় বিতর্কে নিগম
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
ছিল লাল-নীল। হয়ে গেল সাদা-নীল। দোতলা বাসের এমন রঙ বদল নিয়ে বিতর্কের মুখে পড়ল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম কর্তৃপক্ষ। সোমবার মহালয়ায় কোচবিহারে দোতলা বাস পরিষেবা চালু করেন নিগম কর্তৃপক্ষ। সিপিএম, ফরওয়ার্ড ব্লক নেতা তো বটেই ওই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ। নিগমের বোর্ড সদস্য আবদুল জলিল আহমেদ বলেন, “মুখ্যমন্ত্রী নীল-সাদা রঙ পছন্দ করেন তাই দোতলা বাস ওই রঙে নতুন করে সাজা হয়েছে। এর মধ্যে বিতর্কের প্রশ্ন উঠেছে কেন সেটাই বুঝতে পারছি না। আগের সরকারও তো নিজেদের ইচ্ছামত রং করেছিল।” নিগমের ম্যানেজিং ডাইরেক্টর সি মুরুগণ বলেন, “সমস্ত বাস নির্দিষ্ট রঙে আনার ভাবনা থেকে দোতলা বাস রঙ করা হয়েছে।” |
অঞ্চল সভাপতির হার
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে হারলেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। কোচবিহার পুন্ডিবাড়ি ঘনশ্যাম দাস লাখোটিয়া গার্লস হাইস্কুলের নির্বাচন হয়। গত রবিবার ৬ আসনের মধ্যে সিপিএম ও তৃণমূল সমর্থিতরা ৩টি করে আসনে জয়ী হন। হেরে যান তৃণমূলের পুন্ডিবাড়ি অঞ্চল সভাপতি গোপালকৃষ্ণ দাস হেরে যান। দলের কোচবিহার-২ ব্লক সভাপতি পরিমল বর্মন বলেন, “অঞ্চল সভাপতির হার-সহ সামগ্রিক ফল পর্যালোচনার জন্য বুধবার একটি বৈঠক হবে।” |
ধর্ষণ করে খুন, ধৃত আরও এক কিশোর
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
এক শিশুকন্যাকে ধর্যণ করে খুনের ঘটনায় জড়িত সন্দেহে আরও এক কিশোরকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার বিকালে গোয়ালপোখর থানার পুলিশ পাঞ্জিপাড়া সাতভিটা এলাকা থেকে ওই কিশোরকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুরজ রাজভর। রবিবার সন্তোষ রাজভর নামের আরেক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকেই সুরজের নাম জানা যায়। গত শনিবার এক একটি বালিকা নিখোঁজ হয়ে যায়। পরের দিন তার দেহ ধান খেত থেকে উদ্ধার হয়। ওই কিশোরীর বাড়ির তরফে ধর্ষণ এবং খুনের মামলা রুজু করা হয়। |
মিষ্টির দোকানে মদ
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
মিষ্টির দোকানে মদ বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার সকালে মালদহের হরিশ্চন্দ্রপুরের ভালুকাবাজের ঘটনাটি ঘটেছে, ধৃতের নাম অনুপ চৌধুরী। পুলিশ ৬০টি বোতল উদ্ধার করে। |
গ্রেফতার ১১ জুয়াড়ি
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
জুয়ার ঠেকে হানা দিয়ে ১১ জন জুয়ারিকে পুলিশ গ্রেফতার করে। উদ্ধার হয়েছে ৪৩৩৪৫ টাকা। রতুয়ার রাজাপুর ফাটাকি মোড় এলাকায় ঘটনাটি ঘটে। |
পথ দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
ট্রাক ও ট্যাঙ্কারের সংঘর্যে এক জনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে চোপড়া থানার সুফলগছে ঘটনাটি ঘটে। মৃতের নাম বানেশ্বর ঘোষ (২৫)। |