টুকরো খবর
পলাতক বন্দি গ্রেফতার ফের
পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে পালিয়েও শেষরক্ষা হল না। রবিবার রাতেই ফের পুলিশের জালে ধরা পড়লেন হলদিয়া উপসংশোধনাগারের বিচারাধীন বন্দি শেখ কুদ্দুস মোল্লা। শনিবার বুকে-পেটে যন্ত্রণার কারণে হলদিয়া উপ-সংশোধনাগার থেকে হাসপাতালে পাঠানো হয়েছিল কুদ্দুসকে। রবিবার রাতে হলদিয়া মহকুমা হাসপাতালে পাহারায় নিযুক্ত পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যান কুদ্দুস। জেলার প্রতিটি থানায় খবর যায় সঙ্গে সঙ্গে। রাতেই চণ্ডীপুর থানার এএসআই প্রবীর সাহা কুদ্দুসকে কয়ালচক গ্রাম থেকে পাকড়াও করেন। এ দিকে, হাসপাতালে পাহারার দায়িত্বে থাকা পুলিশ ভূতু মাণ্ডি ও শিবু হেমব্রমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিক অমিতাভ মাইতি বলেন, “কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে দুর্গাচক থানার কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছি।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ধোলাহাট থানার বৈকণ্ঠপুর গ্রামের বাসিন্দা কুদ্দুস মোল্লার বিরুদ্ধে নিজের শ্যালিকাকে সুতাহাটা থেকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করার অভিযোগ রয়েছে। গত ৩০ অগস্ট কলকাতার তারাতলা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে সুতাহাটা থানার পুলিশ। হলদিয়া মহকুমা আদালতের নির্দেশে জেলহাজতে ছিলেন কুদ্দুস।

ফুটবলে জয়ী ডিয়ার পার্ক
ঝাড়গ্রামে ফুটবল। —নিজস্ব চিত্র।
ঝাড়গ্রামের ‘প্লেয়ার্স কর্নার’-এর উদ্যোগে স্থানীয় কুমুদকুমারী মাঠে তিনদিনের সুপার কাপ নক আউট ফুটবল টুর্নামেন্ট শেষ হল সোমবার। শনিবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল রাজ্যের ৮টি ফুটবল-দল। সোমবার বিকেলে ফাইনালে মেদিনীপুরের হাবিবপুর বঙ্গশ্রী অ্যাথলেটিক ক্লাবকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে বিজয়ী হয় ঝাড়গ্রাম ডিয়ার পার্ক দল। সমাপ্তি দিনে উপস্থিত ছিলেন বিশিষ্ট বল-জাগলার মির কামালউদ্দিন। মাথায় বল নিয়ে মোটর বাইক ও সাইকেল চালানোর পাশাপাশি, সঙ্গীতের সঙ্গে বল নিয়ে জাগলিং দেখান তিনি। পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের এসপি ভারতী ঘোষ, শিক্ষাব্রতী অমলেন্দু জানা, পুরপ্রধান প্রদীপ সরকার প্রমুখ।

স্কুল ভোটে জিতল তৃণমূল
রামনগরের তিনটি স্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জিতল তৃণমূল। রবিবার রামনগর ১ ব্লকের যশতেঘরি ষড়ানন-ত্রিলোচন গার্লস স্কুল, রামনগর ২ ব্লকের মাধবপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ ও দেউলী আদর্শ বিদ্যাপীঠের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল। এই তিনটিতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছেন। অন্য দিকে, কাঁথি ১ ব্লকের জুনবনি রবীন্দ্র বিদ্যাভবনের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে সিপিএমের প্রার্থীরা জয়ী হয়েছেন। কাঁথি ১ ব্লকের নয়াপুট অঞ্চলের বলিয়ারপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতিও এ বছর নিজেদের দখলেই রেখেছে সিপিএম।

ধৃতদের জেলহাজত
মহকুমাশাসকের আসবাব নামাতে জুলুমবাজি ও পুলিশকে মারধরের ঘটনায় ধৃত ৪ জনকে সোমবার ৪২ দিনের জেল হাজতে পাঠাল হলদিয়া মহকুমা আদালত। রবিবার বিকেলে হলদিয়ার সদ্য দায়িত্বপ্রাপ্ত মহকুমাশাসক শঙ্কর নস্করের বাড়ির আসবাব নামানো নিয়ে ৫ হাজার টাকা দাবি করেন এলাকার ভ্যানচালকরা। গণ্ডগোল বাধলে পুলিশ আসে। পুলিশ ও ভ্যানচালকদের মধ্যে ধস্তাধস্তি হলে আহত এক ভ্যানচালককে নিয়ে বিক্ষোভ দেখায় ভ্যানচালকদের সংগঠন। জুলুমবাজি ও পুলিশকে মারধরের অভিযোগে হলদিয়া থানার পুলিশ রাজু বেরা, মঙ্গল আড়ি, বাপন মান্না ও পিন্টু পাত্রকে আটক করে থানায় আনে। পরে গ্রেফতারও করা হয়। ধৃতদের ২৬ নভেম্বর পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দেন হলদিয়া মহকুমা আদালতের এসিজেএম দেবকুমার সুকুল।

শ্লীলতাহানি, ধৃত
কাঁথি দেশপ্রাণ ব্লকের গোপালপুরে এক মহিলা আইসিডিএস কর্মীকে শ্লীলতাহানি করার অভিযোগে রবিবার কাথি থানার পুলিশ দেবেন্দ্র শাসমল নামে এক যুবককে গ্রেফতার করেছে। গত বুধবার টিয়াখোয়া গ্রামের ওই আইসিডিএস কর্মী বিডিও অফিস থেকে সাইকেলে বাড়ি ফেরার পথে গোপালপুরের কাছে অভিযুক্ত যুবক সাইকেলের পেছন থেকে ধাক্কা মারে বলে অভিযোগ। মাটিতে পড়ে গেলে ওই যুবক শ্লীলতাহানি করে বলে কাঁথি থানায় অভিযোগ জানান ওই মহিলা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.