|
পুজোর ফ্রেম |
বাবুলাইন
সর্বজনীন দুর্গাপুজো |
|
ঠিকানা: বোগদা, খড়্গপুর।
বয়স: ৮৬তম বর্ষ।
ভিড় টানতে: প্যাগোডার আদলে মণ্ডপ। হিন্দু ও বৌদ্ধ ধর্মের মেলবন্ধন তুলে ধরা হবে।
প্রতিমা সাবেকী। আকর্ষণ, স্বাস্থ্য নিয়ে সচেতনতা শিবির ও পথশিশুদের বস্ত্র বিতরণ।
খরচাপাতি: প্রায় ১৪ লক্ষ টাকা বাজেট। |
|
|
|
কোমর বেঁধে: প্রতি বছর নতুন কিছু করার চেষ্টা করি। এ বারও তাই। দু’ধর্মের মেলবন্ধন দেখানো হবে। পরিবেশ ও স্বাস্থ্য নিয়ে কিছু কর্মসূচি থাকবে। মণ্ডপ তৈরিতে সুতির কাপড় ব্যবহার করা হচ্ছে।
দেবকুমার নন্দ, পুজো উদ্যোক্তা
|
|
নবীন চোখে: পুজো মানেই উৎসব। বাড়ির সামনেই মণ্ডপ। তাই এ ক’টা দিন বেশিরভাগই মণ্ডপে থাকি। অষ্টমীতে অঞ্জলি দিই। বান্ধবীরা আসে। আড্ডা, গল্প হয়। একসঙ্গে অন্য মণ্ডপে গিয়েও ঠাকুর দেখি।
নলিনী সিংহ, স্কুল ছাত্রী |
|
|
|
প্রবীণ চোখে: আগে এত জৌলুস ছিল না। তবে ভিড় ভালই হত। এক সপ্তাহ আগে থেকে মণ্ডপ তৈরির কাজ শুরু হত। এখন বাজেট বেড়েছে। জাঁকজমকও বেড়েছে। পুজোর ক’টা দিন ভালই লোক হয়।
নগেন্দ্রচন্দ্র পাল, পুস্তক বিক্রেতা |
|
|