|
|
|
|
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই গণধর্ষণ বেঙ্গালুরুতে |
সংবাদসংস্থা • বেঙ্গালুরু |
বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে গণধর্ষণের অভিযোগ উঠল। পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগ করেছেন কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। তিনি নেপালের নাগরিক। তাঁর প্রেমিককে মারধর করা হয়েছে বলে অভিযোগ।
ওই ছাত্রী পুলিশকে জানিয়েছেন, কেরলের একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করেন তাঁর প্রেমিক। শনিবার প্রেমিকের গাড়িতে ঘুরতে বেরিয়েছিলেন তাঁরা। হঠাৎ রাস্তা আটকায় জনা আটেক মদ্যপ যুবক। তাঁদের গাড়ি থেকে নামিয়ে জোর করে বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের জ্ঞানভারতী ক্যাম্পাসের পিছনের জঙ্গলে নিয়ে যায় তারা। প্রথমে তাঁদের মোবাইল, আই-পড ছিনিয়ে নেওয়া হয়। তার পর তারা টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে। তাঁর প্রেমিক ওই মদ্যপদের জানান, টাকার ব্যাগ তাঁর সঙ্গে নেই। গাড়িতে রাখা আছে।
এর পর জোর করে তাঁর প্রেমিককে ওদের এক জনের সঙ্গে টাকার ব্যাগ আনতে পাঠানো হয়। প্রেমিক চলে গেলে ওই মহিলাকে ধর্ষণ করে বাকি যুবকরা।
পুলিশ জানিয়েছে, গাড়ির কাছে এক পুলিশকে দেখে ওই মদ্যপ পালিয়ে যায়। এর পর পুলিশকে নিয়ে প্রেমিকাকে খুঁজতে যান ওই যুবক। কিন্তু, যেখানে প্রেমিকাকে ফেলে এসেছিলেন সেখানে কাউকে খুঁজে পাননি। রাত একটা নাগাদ হঠাৎ তাঁর প্রেমিকার ফোন আসে। তখনই তিনি জানতে পারেন যে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণকারীরা তাঁকে হস্টেলের সামনে ফেলে রেখে গিয়েছে।
পুলিশ জানিয়েছে ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে তদন্ত শুরু হবে।
বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বলেন, “ কয়েক দিনআগেও ওই একই চত্বরে মাদক পাচার, চন্দনকাঠ পাচার এবং চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই ক্যাম্পাসে বিশেষ পুলিশি ব্যবস্থা নেওয়া উচিত।” |
|
|
|
|
|