টুকরো খবর |
বীরভদ্রকে ফের তোপ বিজেপির
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
প্রাক্তন কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী বীরভদ্র সিংহের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের জন্য বিশেষ দল গঠনের দাবি জানালেন বিজেপি নেতৃত্ব। মাস পোহালেই হিমাচল প্রদেশে বিধানসভা ভোট। রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতা হিসাবে প্রচার থেকে টিকিট বণ্টন-সব কিছুরই দায়িত্বে রয়েছেন বীরভদ্র। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে মূলধন করে ওই রাজ্যে সার্বিক ভাবে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানাতে চাইছে বিজেপি শিবির। বিজেপি নেতা অরুণ জেটলির বক্তব্য, সম্প্রতি একটি ইস্পাত নির্মাণকারী সংস্থার দফতরে সিবিআই হানা দেয়। জানা যায়, ওই সংস্থা বরাত পেতে ভিবিএস নামে এক ব্যক্তি-সহ ইস্পাতমন্ত্রকের বিভিন্ন পদাধিকারীদের ঘুষ দেয়। বিজেপির অভিযোগ, ভিবিএস-ই হলেন ইস্পাতমন্ত্রী বীরভদ্র সিংহ। বীরভদ্র দাবি করেন, তিনি নামের আদ্যক্ষর হিসাবে ভিএস লেখেন। ভিবিএস নয়। জেটলি বলেন, “উনি কী আদ্যক্ষর লেখেন সেটা জানার প্রয়োজন নেই। একটি তদন্তকারী দল গঠন করে দেখা উচিত ওই নির্মাণকারী সংস্থা ভিবিএস নামের কাকে ঘুষ দিয়েছিল।” |
রানওয়েতে দুর্ঘটনা, মৃত ৩
সংবাদসংস্থা • পানজিম |
কপ্টার দুর্ঘটনার মৃত্যু হল নৌ-বাহিনীর তিন কর্মীর। সরকারি সূত্রে খবর, মৃতদের মধ্যে দু’জনই নৌবাহিনীতে অফিসার পদে কাজ করতেন। সোমবার সকালে চেতক কপ্টারে চড়ে মুম্বই থেকে বেঙ্গালুরু যাচ্ছিলেন তিন জন। পথে জ্বালানি ভরতে দাবোলিমের নৌ ঘাঁটিতে অবতরণ করছিলেন তাঁরা। রানওয়েতে থাকাকালীন আচমকাই কপ্টারের ‘রোটর’ ভেঙে পড়ে। প্রায় সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় কপ্টারটিতে। দুর্ঘটনার কারণ জানতে এ দিন একটি বিশেষ তদন্তকারী বোর্ড গঠন করেছে নৌ-বাহিনী। তবে রানওয়েতে দুর্ঘটনা ঘটায় এ দিন সাধারণ বিমানযাত্রার সময়সূচিরও পরিবর্তন করতে হয়। |
জখম ১৫
সংবাদসংস্থা • রাঁচি |
সোমবার ভোরে রাঁচির জুমার পুলের কাছে বাস দুর্ঘটনায় জখম হয়েছেন ১৫ জন যাত্রী। পুলিশ জানায়, দু’জনের আঘাত গুরুতর। আহতদের রাঁচির রিমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাসটি বিহার থেকে আসছিল। পুলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়ানজুলিতে কাত হয়ে পড়ে। |
যাবজ্জীবন জেল
সংবাদসংস্থা • বডোদরা |
নাবালিকাকে ধর্ষণের জন্য যাবজ্জীবন জেল হল জয়কান্তজগ মন্ডল নামে এক ব্যক্তির। আঙ্কেলেশ্বরের ঘটনা। ধর্ষণে মদত দেওয়ার অভিযোগে জয়কান্তের বন্ধু মিথিলেশরামেরও ৩ বছর জেল হয়েছে। |
পুড়িয়ে খুন
সংবাদসংস্থা • মুজফ্ফরনগর |
পুরনো শত্রুতার জেরে ছেচল্লিশ বছরের এক মহিলাকে পুড়িয়ে মারল প্রতিবেশীরা। মহিলার নাম সোনা সিংহ। বিহারের নাওয়ালা গ্রামের ঘটনা। মূল ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। |
|