ভিআইপি নিরাপত্তা থেকে সরলেন ৯০০ কম্যান্ডো
ভিআইপিদের নিরাপত্তার দায়িত্ব থেকে ৯০০ জন কম্যান্ডোকে সরিয়ে নিল ন্যাশনাল সিকিউরিটি গার্ডস (এনএসজি)। দু’দশকের মধ্যে এই প্রথম নিরাপত্তার দায়িত্ব থেকে সরলেন এনএসজি কম্যান্ডোরা। প্রকৃতপক্ষে সন্ত্রাস মোকাবিলার জন্য তৈরি হলেও এনএসজিকে ১৯৯২ সালে ভিআইপি নিরাপত্তার কাজে লাগানো শুরু হয়।
জঙ্গি কার্যকলাপ বেড়ে যাওয়ায় বেশ কিছু দিন ধরেই কিছু কম্যান্ডোকে ভিআইপি নিরাপত্তা থেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছিলেন এনএসজি কর্তৃপক্ষ। এখন মাত্র ১৫ জন ভিআইপিকে নিরাপত্তা দেয় ওই বাহিনী। ফলে, কিছু কম্যান্ডোকে নিরাপত্তার দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নেন এনএসজি কর্তারা।
এনএসজিতে মোট ৫টি ইউনিট রয়েছে। দু’টি স্পেশ্যাল অ্যাকশন গ্রুপ বা এসএজি ও তিনটি স্পেশ্যাল রেঞ্জার গ্রুপ বা এসআরজি। এসএজিতে সেনাবাহিনী থেকে অফিসার ও জওয়ানদের নিয়োগ করা হয়। ওই ইউনিটগুলি জঙ্গি দমনের কাজ করে। এসআরজিতে কর্মী নিয়োগ হয় আধাসেনা থেকে। ভিআইপি নিরাপত্তার কাজে এসআরজি ইউনিটকেই ব্যবহার করা হয়। প্রতি ইউনিটে ৯০০ জন কম্যান্ডো থাকেন। এখন একটি এসআরজি ইউনিটকে ভিআইপি নিরাপত্তার কাজ থেকে সরানো হয়েছে।
জঙ্গিদের কার্যকলাপ বাড়ায় এখন এসআরজি ইউনিটগুলিকেও এসএজি ইউনিটের মতোই সরাসরি জঙ্গি দমনে ব্যবহার করতে ইচ্ছুক কর্তৃপক্ষ। তাই নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া কম্যান্ডোদের মানেসরের ঘাঁটিতে প্রশিক্ষণ দেওয়া হবে। দায়িত্বে থাকবেন ফোর্স কম্যান্ডার ও আই জি (প্রশিক্ষণ)।
এনএসজি কর্তাদের বক্তব্য, মুম্বই হামলার মতো হামলা দেশের কয়েকটি প্রান্তে একসঙ্গে হলে অনেক কম্যান্ডোর প্রয়োজন হবে। তাঁদের আশা, ক্রমশ আরও বেশি ভিআইপি নিরাপত্তার দায়িত্ব নেবে সিআরপি, সিআইএসএফ-র মতো কেন্দ্রীয় বাহিনীগুলি। সে ক্ষেত্রে আরও একটি এসআরজি ইউনিটকে জঙ্গি দমনের কাজে সরাতে পারবে এনএসজি। তবে প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণনের মতে, এনএসজি-র কর্মীর সংখ্যা বাড়ালে তাঁদের মানও নামতে পারে। তাঁর বক্তব্য, এনএসজির গোয়েন্দা তথ্য সংগ্রহের নিজস্ব ব্যবস্থা ও বিমান থাকা দরকার।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.