|
|
|
|
খুরশিদকে পাল্টা প্রমাণ দেখালেন কেজরিওয়াল |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
প্রমাণের পাল্টা প্রমাণ।
গত কাল অরবিন্দ কেজরিওয়ালদের অভিযোগ মিথ্যা প্রমাণ করতে সাংবাদিক বৈঠকে ছবি দেখিয়েছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী সলমন খুরশিদ ও তাঁর স্ত্রী লুই। এ দিন খুরশিদ দম্পতির দাবিকে উড়িয়ে দিতে কেজরিওয়ালরা পাল্টা সাংবাদিক বৈঠক করলেন। প্রমাণ হিসেবে তাঁরা নিয়ে আসেন পঙ্কজ কুমার নামে এক প্রতিবন্ধীকে। কেজরিওয়ালের অভিযোগ, খুরশিদ দম্পতির স্বেচ্ছাসেবী সংস্থা দাবি করেছে পঙ্কজকে সাহায্য করা হয়েছে। কিন্তু তিনি ওই সংস্থা থেকে কোনও সাহায্য পাননি। সেই সঙ্গে উত্তরপ্রদেশে খুরশিদ দম্পতির বিরুদ্ধে যে তদন্ত শুরু হয়েছে, তা-ও নিরপেক্ষ হবে না বলে অভিযোগ কেজরিওয়ালের।
এ দিনও খুরশিদের ইস্তফার দাবিতে যন্তরমন্তরে বিক্ষোভ দেখান ইন্ডিয়া এগেইনস্ট করাপশন (আইএসি)-এর কর্মীরা। সেখানেই পঙ্কজ কুমারকে দেখিয়ে কেজরিওয়াল বলেন, “সরকারের কাছে খুরশিদ দম্পতি পরিচালিত ট্রাস্ট যে রিপোর্ট পাঠিয়েছে, সেখানে বলা হয়েছে, পঙ্কজ কুমারকে কানে শোনার যন্ত্র দেওয়া হয়েছে। কিন্তু পঙ্কজবাবুর সমস্যা পায়ে। তাঁকে কোনও কানে শোনার যন্ত্রও দেওয়া হয়নি।”
অভিযোগ, উত্তরপ্রদেশের প্রতিবন্ধী কল্যাণের জন্য খুরশিদ দম্পতি পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা ৭১ লক্ষ ৫০ হাজার টাকা কেন্দ্রীয় অনুদান নয়ছয় করেছে। প্রতিবন্ধীদের কল্যাণে কোনও শিবিরের আয়োজন না করেই সংস্থাটি শিবিরের ভুয়ো রিপোর্ট পাঠিয়েছে সরকারকে। অনুদান পেতে উত্তরপ্রদেশ সরকারের এক আমলার সই জাল করারও অভিযোগ উঠেছে সংস্থার বিরুদ্ধে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখা এই ব্যাপারে তদন্ত শুরু করেছে। কিন্তু কেজরিওয়ালের অভিযোগ, “খুরশিদের বিরুদ্ধে প্রচুর প্রমাণ রয়েছে। কিন্তু প্রশ্ন হল কে তাঁর বিরুদ্ধে তদন্ত করছে। অখিলেশ যাদব? তাঁর বাবা মুলায়মের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলা ঝুলে রয়েছে। তাই কেন্দ্রীয় আইনমন্ত্রী মুলায়মকে বাঁচাবেন আর অখিলেশ বাঁচাবেন খুরশিদকে।”
তবে যে বেসরকারি চ্যানেলের ‘স্টিং অপারেশনের’ জন্য এই দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই চ্যানেলের বিরুদ্ধে লন্ডন এবং ভারতে মামলা করবেন খুরশিদ। এ দিন তাঁর পাশে দাঁড়ান অম্বিকা সোনি এবং গুলাম নবি আজাদও। তাঁরা জানিয়েছেন, খুরশিদকে সরকারের মধ্যে কোণঠাসা করা বা তাঁর পদত্যাগ করার প্রশ্নই নেই। কেজরিওয়াল পাল্টা বলেন, “খুরশিদের সংস্থাকে কংগ্রেস আড়াল করছে কেন? এটা খুরশিদের সংস্থা না কংগ্রেসের? আমি নিশ্চিত এই দুর্নীতির সঙ্গে কংগ্রেসও জড়িত।” |
|
|
|
|
|