|
|
|
|
পরে জামিনে মুক্ত |
শ্লীলতাহানির দায়ে ধৃত রানির ভাই |
প্রিয়াঙ্কা দাশগুপ্ত • কলকাতা |
আনন্দ নয়। পুজোর মুখে বিতর্কের আবহ ঘিরে ধরল মুখোপাধ্যায় পরিবারকে। এ বার ৬৫ বছরে পা দিল রানি মুখোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজো। আর দেবীপক্ষ শুরুর আগের দিনই বাড়ির ছেলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন এক অভিনেত্রী।
রানি মুখোপাধ্যায়ের ভাই প্রযোজক-পরিচালক রাজা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়া মিশ্র। প্রিয়ার অভিযোগ, রবিবার রাতে রাজাকে স্ক্রিপ্ট শোনাতে গিয়েছিলেন। তখনই রাজা গাড়ির
|
রানি |
ভিতর তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন। প্রিয়ার অভিযোগের ভিত্তিতে রাজাকে রবিবারই গ্রেফতার করে মুম্বই পুলিশ। সেই রাত থানাতেই কাটান তিনি। সোমবার রাজার ডাক্তারি পরীক্ষার পর তাঁকে আন্ধেরি কোর্টে তোলা হয়। পরে অবশ্য তিনি জামিনে মুক্তি পান।
এই সপ্তাহেই মুক্তি পেয়েছে রানির নতুন ছবি ‘আইয়া’। যদিও ছবিটি দর্শক বা সমালোচক, কারও মনেই তেমন দাগ কাটতে পারেনি। সব মিলিয়ে মুখোপাধ্যায় পরিবার এই ঘটনায় অন্য আঁতাঁতের গন্ধ পাচ্ছেন। অভিনেত্রী-বিধায়ক দেবশ্রী রায় মনে করছেন, “রানির কেরিয়ারটা নষ্ট করে দেওয়ার জন্যই এই সব চক্রান্ত চলছে।” তাঁর কথায়, “ফিল্ম ইন্ডাস্ট্রিতে খ্যাতির সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শত্রুর সংখ্যাও।
রানিকে তো কেউ কিছু করতে পারবে না। তাই রাজার ক্ষতি করে রানিকে বদনাম করার চেষ্টা চলছে। তবে পুলিশের উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। সত্যিটা খুব শিগ্গির সবার সামনে আসবে। আজ মহালয়া। তার মধ্যেই ওদের যে ভাবে ছোটাছুটি করতে হচ্ছে, সেটা ভেবেই খুব খারাপ লাগছে।”
দেবশ্রী আরও মনে করেন রানির নতুন ছবি, ‘আইয়া’র বাজার নষ্ট করতেই এ সব রটানো হচ্ছে। আমেরিকায় সফরে বেরিয়ে যাওয়ার আগে দেবশ্রী সোমবার জানান, “রাজা সরল ছেলে। তাই ওকে ফাঁসানো হয়েছে। কিন্তু খেয়াল রাখতে হবে বিনা দোষে যেন কেউ শাস্তি না পায়। রাজার স্ত্রী জ্যোতির কথা ভেবে আমার আরও খারাপ লাগছে।”
রাজার খুড়তুতো ভাই অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় এই ঘটনার কথা জানতে পারেন সোমবারই, মুম্বইয়ের বাড়ির পুজোর প্রতিমা আনতে যাওয়ার কিছু ক্ষণ আগে। তাঁর বক্তব্য, “ইট ওয়াজ শকিং। মেয়েটা নিশ্চয়ই জনপ্রিয়তা পাওয়ার জন্য এটা করেছে। আমার মনে হয়, ও রানিকে ওঁর পরের ছবির জন্য নিতে চায়, তাই রাজাকে ব্ল্যাকমেল করছে।” (প্রসঙ্গত, অভিযোগকারিণী একটি হিন্দি চ্যানেলে কার্যনির্বাহী প্রযোজক পদেও নিযুক্ত রয়েছেন)। তাঁর আরও প্রশ্ন, “কী করে একটা মেয়ে রাত দু’টোর সময় কোনও লোকের গাড়িতে থাকে? আর তাঁর শ্লীলতাহানি হলে কেউ জানতেও পারে না? সে আবার পুলিশে অভিযোগ জানাতে টিভি চ্যানেলের লোক জনকে সঙ্গে নিয়ে যায়। আমার তো পুরো ব্যাপারটা সাজানো বলেই মনে হচ্ছে। বাড়ির পুজোয় রাজা আমার ডান হাত। সেটা তো কিছুটা ক্ষতিগ্রস্ত হবেই। তবে আমি মনে করি রাজা নির্দোষ। ওর কোনও ক্ষতি হবে না।” বললেন সম্রাট। |
|
আদালতের পথে রাজা। ছবি: পিটিআই |
রাজার আর এক তুতোবোন সর্বাণী মুখোপাধ্যায়ও রাজার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ কিছুতেই মেনে নিতে পারছেন না। তাঁর কথায়, “আমি তো অবাক। সোমবারই আমরা শিবাজি পার্ক থেকে প্রতিমা নিয়ে এলাম। এটা আমাদের ৬৫তম দুর্গাপুজো। আমি এই অভিযোগ একটুও বিশ্বাস করি না। রাজার সময় কোথায়? ও তো ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’-এর শু্যটিং নিয়েই ব্যস্ত।”
পরিবারের লোক রাজার পাশে থাকলেও অভিযোগকারিণী নিজ অবস্থানে অনড়। তিনি বলেন, “প্রথম কোনও ছবি পরিচালনার কাজ করতে চলেছি। সেই ছবিতে রানিকে নায়িকা করতে চেয়েছিলাম। তাই স্ক্রিপ্ট শোনার জন্য আমাকে ডেকে পাঠিয়েছিলেন রাজা। তখনই গাড়ির মধ্যে তিনি আমার শ্লীলতাহানি করেন। ওর বাড়ির লোক আমার চরিত্র নিয়ে নানা ধরনের প্রশ্ন তুলছেন। এতে আমি এতটুকওু বিস্মিত হইনি। শুধু বলতে চাই, চল্লিশ বছর বয়স হয়ে গিয়েছে। এখন আর এই ধরনের অভিযোগ করে লোকের নজর কাড়ার কোনও দরকারই আমার নেই।”
এত সব বাধাবিঘ্নের মধ্যেও মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোর প্রস্তুতি থেমে নেই। পুজোর দিনের সাংস্কৃতিক উৎসবের মহড়াও চলছে পুরোদমে। এই প্রসঙ্গে সর্বাণী বললেন, “হেমা মালিনী আর প্রীতম পুজোর দিনে অনুষ্ঠান করবেন। পরিবারের সদস্যদের জন্য তোলা আছে পঞ্চমী। বাপি লাহিড়ি একটা ক্লাসিকাল নম্বর কম্পোজ করেছেন, আমি ওটায় পারফর্মও করব।”
পুজোর মুখেই এমন ঘটনায় এ বার মুখোপাধ্যায় বাড়ির পরিবারে পুজোর আনন্দ অনেকটাই ম্লান। তবু সকলের আশা দুর্গার আশীর্বাদে সব কিছু ফের আগের মতোই স্বাভাবিক হয়ে যাবে। বিতর্ক সরে গিয়ে ফিরে আসবে আনন্দ। |
|
|
|
|
|