দোটানা ছিলই। দেশে না বিদেশে, কোথায় চিকিৎসা হবে পাক কিশোরী মালালা ইউসুফজাইয়ের? তেমন কোনও ভাল খবরও দিতে পারছিলেন না ডাক্তাররা। এ অবস্থায় তাঁকে বিদেশে নিয়ে যাওয়া কি আদৌ ঠিক হবে? গত কয়েক দিন ধরে এমন নানাবিধ প্রশ্ন উঠে এসেছিল। অবশেষে ব্রিটেন নিজেই এগিয়ে এল সাহায্যে। চিকিৎসার জন্য সে দেশে নিয়ে যাওয়া হল মালালাকে।
সেই সঙ্গে নতুন করে প্রশ্নচিহ্ন দেখা দিল? মালালার গুরুতর অবস্থার কথা মাথায় রেখে কিছু দিন আগেই চিকিৎসকেরা জানিয়েছিলেন, এখনই তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে না। তা হলে হঠাৎ কেন সিদ্ধান্ত বদল? কেমন আছে মালালা? এই লড়াইয়ে সে জিততে পারবে তো?
এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন চিকিৎসকেরাও। মালালা এখন কেমন আছে, কিছুই বলতে চাইছেন না তাঁরা। সংযুক্ত আরব আমিরশাহির রাজ পরিবারের তরফে পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্সে রীতিমতো লুকিয়ে-চুরিয়েই মালালাকে নিয়ে ব্রিটেন পাড়ি দিল পাক-ডাক্তারদের দলটি। গোপনীয়তার অন্যতম কারণ তালিবান। কিছু দিন আগেই তারা হুমকি দিয়েছিল, মালালার উপরে ফের হামলা চালানো হবে। অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিক এ দিন জানান, সেনা এবং প্রশাসন যুগ্ম ভাবে মালালাকে ব্রিটেনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, “আমরা ঠিক করেই রেখেছিলাম, পাকিস্তানের মাটি ছাড়ার আগে, এ কথা কাউকে জানানো হবে না।”
গত মঙ্গলবার স্কুলবাস থামিয়ে মালালাকে লক্ষ্য করে গুলি চালায় তালিবান জঙ্গিরা। আহত হয় তার দুই বন্ধুও। এ ঘটনার পর থেকেই মৃত্যুর সঙ্গে লড়ে যাচ্ছে ১৪ বছরের কিশোরীটি। মেয়েদের পড়াশোনোর অধিকার নিয়ে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাওয়া প্রতিবাদী এই মেয়েটি এখন অতি পরিচিত মুখ। তার জন্য ইতিমধ্যেই মুখ খুলেছেন বহু রাষ্ট্রপ্রধান। আজ মালালা-প্রসঙ্গে ব্রিটেনের বিদেশমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, “পাকিস্তানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।” সাংবাদিকদের উপরেও নয়া ফতোয়া জারি করেছে তালিবান। তাদের হুমকি, মালালার খবরে বেশি উৎসাহ দেখালেই মৃত্যু অবধারিত। তাই সাংবাদিকদের জন্যও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
“মালালার ঘটনাটা শুনে কেঁদে ফেলেছিলাম।” লস অ্যাঞ্জেলেসের এক অনুষ্ঠানে ১৮ হাজার দর্শকের সামনে এ কথা বললেন ‘মেটেরিয়াল গার্ল’ ম্যাডোনা। শুধু তাই নয়, মঞ্চে দাঁড়িয়ে মালালার গল্পও শোনালেন ভক্তদের।
মেয়েদের শিক্ষার জন্যও গলা ফাটালেন ম্যাডোনা। বললেন, “যাঁরা মেয়েদের পাশে দাঁড়ায়, আমাদেরও উচিত তাঁদের পাশে দাঁড়ানো।” আর তার পর মালালাকে উৎসর্গ করে মঞ্চে ঝড় তুললেন তাঁর বিখ্যাত গান ‘ভেগ’-এ। কান পাতলে তার মধ্যেও তখন শোনা যাচ্ছে, ‘মালালা’, ‘মালালা’, ‘মালালা’...। |