টুকরো খবর
পলাতক সেনারা ভারতে লুকিয়ে, সন্দেহ ঢাকার
বিডিআর বিদ্রোহে জড়িত কয়েক জন পলাতক সেনা ভারতে আশ্রয় নিয়েছে বলে সন্দেহ করছে বাংলাদেশ সরকার। ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসের ওই সেনা বিদ্রোহে কমপক্ষে ৭৮ জন প্রাণ হারিয়েছিলেন। যাঁদের মধ্যে ৫৮ জন ছিলেন আধাসামরিক বাহিনীর অফিসার। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রধান মেজর জেনারেল আনওয়ার হোসেন জানিয়েছেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে বিষয়টি নিয়ে তাঁরা সতর্কও করেছেন। তাঁর কথায়, “পলাতক বিদ্রোহীদের গতিবিধি সম্পর্কে আমরা নিশ্চিত নই। আমাদের সন্দেহ, তারা ভারতে লুকিয়ে আছে। আমাদের সন্দেহের বিষয়টি বিএসএফ-কে জানিয়েছি। আমরা অনুরোধ করেছি, তারা যেন ওই পলাতক সেনাদের খুঁজে বার করে আমাদের হাতে তুলে দেয়।” বিজিবি-র হিসেব অনুযায়ী, পিলখানা বিদ্রোহে জড়িত অন্তত ২০ জন এখনও পলাতক। তবে ভারত সরকারের তরফে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

আক্রমণাত্মক ওবামা
মঙ্গলবারের বিতর্কসভায় মিট রোমনির বিরুদ্ধে বেশ আক্রমণাত্মক মেজাজেই দেখা যাবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। আগের বির্তকে মার্কিন মুলুকের দুর্দশার প্রসঙ্গ টেনে ওবামাকে এক প্রকার কোণঠাসাই করে দিয়েছিলেন প্রতিদ্বন্দ্বী রোমনি। আগামি কাল রোমনিকে হারাতে তাই বদ্ধপরিকর ওবামা। মার্কিনদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতিই নির্বাচনী প্রচারে এখন তাঁর নতুন অস্ত্র। নিজের গদি টিকিয়ে রাখার বিষয়ে তাই যথেষ্টই আশাবাদী তিনি।

জঙ্গি হানা
তালিবানি জঙ্গি হামলায় নিহত হলেন ৬ পুলিশকর্মী। গুরুতর জখম আরও বারো জন। পাকিস্তানের পেশোয়ার শহরে এক পুলিশ ছাউনিতে শনিবার রাতে হানা দেয় ওই জঙ্গি দল। জঙ্গিদের সঙ্গে গুলির যুদ্ধে প্রাণ হারান কর্তব্যরত পুলিশেরা।

ন্যাটোর গুলিতে
ন্যাটো বাহিনীর গুলিতে মৃত্যু হল ৩ আফগান শিশুর। দক্ষিণ আফগানিস্তানের এক রাস্তায় মাইন পোঁতার চেষ্টায় ছিল ৩ তালিবান জঙ্গি। তাদেরকে লক্ষ্য করে গুলি চালায় ন্যাটোর বায়ুসেনা। সেই গুলি লেগেই মৃত্যু হল রাস্তার পাশে কাঠ কুড়োতে আসা ৩ শিশুর।

বরখাস্ত পাইলট
নিরাপত্তার তোয়াক্কা না করে ভুল জায়গায় যাত্রিবাহী বিমান অবতরণ করানোয় বরখাস্ত হলেন এক বিমানচালক। মিনানকাবাউ বিমানবন্দরের পরিবর্তে বিমানটি অবতরণ করে তাবিং এর বিমানঘাঁটিতে।

বিস্ফোরণে মৃত্যু
চিনের শান্দঙ্গ প্রদেশে একটি বাড়িতে গ্যাস লিক থেকে বিস্ফোরণে মারা গেলেন এক জন। জখম আরও ১০।

পায়ে পায়ে দেশ পাড়
ছবি: উমাশঙ্কর রায়চৌধুরী।
পায়ে পায়ে এক দেশ থেকে আর এক দেশে। আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে পদব্রজে ভারতে প্রবেশ করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজকুমার সিংহ ও বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব মঞ্জুর হোসেন। মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক। তার আগে, সোমবার দুই স্বরাষ্ট্রসচিব ঢাকা থেকে হেলিকপ্টারে উড়ে আসেন আখাউড়ায়। বাংলাদেশের দিকের হেলিপ্যাডে নেমে তাঁরা পায়ে পায়ে প্রবেশ করেন ভারতে। ঘন্টাখানেক তাঁরা ছিলেন ভারতে। ঘুরে দেখেন আখাউড়ার নির্মীয়মাণ আন্তর্জাতিক সীমান্ত চৌকির কাজ। বৈঠক করেন ত্রিপুরার মুখ্যসচিব ও ডিজির সঙ্গেও। কথা বলেন সাংবাদিকদের সঙ্গেও। দুই দেশের মধ্যে প্রত্যার্পণ চুক্তির খসড়া মঙ্গলবারের বৈঠকে চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেন মঞ্জুর হোসেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.