এক দিন পরেও খোঁজ মিলল না ফুলশয্যার ভোরে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ নববধূর। শনিবার সকালে সেবকের করোনেশন সেতু থেকে তিস্তায় ঝাঁপিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবারও তিস্তায় তল্লাশি চালিয়েছে পুলিশ। ওই দিন সেতুতে তাঁর মোবাইল ফোন এবং ব্যাগ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, বধূর নাম গৌরী সরকার (৩০)। তাঁর বাড়ি শিলিগুড়ির সুভাষপল্লিতে। বৃহস্পতিবার রাতে গৌরী দেবীর বিয়ে হয়। শুক্রবার বউভাত হয়। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, সেতু থেকে ঝাঁপ দিয়ে তিস্তায় পড়েছেন তিনি। তাঁর খোঁজে নদীতে তল্লাশি শুরু করেছে পুলিশ। বিয়ের একদিনের মাথায় কি কারণে তিনি সেতু ঝাঁপ দেবেন তা তদন্ত করে দেখছে পুলিশ। দার্জিলিংয়ের পুলিশ সুপার কুনাল অগ্রবাল বলেন, “ওই বধূর এখনও খোঁজ পাওয়া যায়নি। তিস্তায় তল্লাশি চালানো হচ্ছে।” পুলিশ সূত্রের খবর, ডাবগ্রামের যুবক উত্তম সরকারের সঙ্গে সুভাষপল্লির তরুণী গৌরীর দুই পরিবারের সহমতেই বিয়ে হয়। বিয়ের আগে দু’জনের মধ্যে পরিচয় ছিল। উত্তমবাবু একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি কালীমন্দিরে বিয়ের পর স্বামী-স্ত্রী ডাবগ্রামে যান। শুক্রবার সারাদিন সেখানেই ছিলেন গৌরী দেবী। তাঁর দিদি স্বপ্না ভদ্র জানান, শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ হলুদ রঙের শাড়ি পড়ে সুভাষপল্লির বাড়িতে ফেরেন তিনি। সে সময় গৌরী দেবী কাঁদছিলেন। তিনি বলেন, “তাঁর সঙ্গে বার বার কথা বলার চেষ্টা করি। কাঁদার কারণ জিজ্ঞেস করি। কোনও সদুত্তর পাইনি। শুধু জানায় বাইরে তাঁর বর দাঁড়িয়ে আছে। গৌরী শাড়ি পাল্টে চুড়িদার পরে বাড়ি থেকে বেরিয়ে যায়।” পুলিশ জানায়, সকাল ৮টা নাগাদ এক অটোচালক গৌরী দেবীকে সেতু থেকে লাফিয়ে পড়তে দেখেন। তিনি ট্রাফিককে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। |