এক সময় কোতুলপুরে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সিপিএম-বিরোধী প্রার্থী পাওয়া যেত না। সেই কোতুলপুরের সিহড় হাইস্কুলের মাঠ শনিবার তৃণমূলের কর্মী-সমর্থকদের ভিড়ে ভরে গেল। পুলিশের হিসেবে যুব তৃণমূলের আয়োজিত ওই সভায় ভিড় হয়েছিল প্রায় ৩০ হাজার। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, সংখ্যাটা ৪০ হাজারের বেশি। অন্য দিকে, সিপিএম নেতৃত্বের দাবি, মোটেই অত ভিড় হয়নি। সিপিএমের বিরুদ্ধে বার বার সিহড়, গোপীনাথপুর প্রভৃতি এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগ তুলেছে তৃণমূল। শনিবার সেই সিহড়ে জনসভায় তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী অভিযোগ তুললেন, “চমকাইতলা থেকে শুরু করে কোতুলপুরে সিপিএমের দুষ্কৃতীরা একের পর এক আমাদের নেতা-কর্মীদের খুন করেছে। এসবের নেতৃত্বে ছিলেন গড়বেতার সুশান্ত ঘোষ। এখন তারা ফের মাথা তোলার চেষ্টা করলে আপনারা রুখে দাঁড়ান।” এ দিন লরিতে-ট্রেকারে-বাসে হাজার হাজার মানুষ ভিড় জমান। যা দেখে উছ্বসিত তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি অরূপ চক্রবর্তী বলেন, “৩৪ বছরের বাম অপশাসনের কথা মানুষ ভুলতে পারছেন না বলেই জনস্ত্রোত এসে সভা উপচে দিয়েছে।” তবে সিপিএমের জেলা সম্পাদক অমিয় পাত্র দাবি করেছেন, “একটা স্কুল মাঠে কত লোক ধরে! ৭০০০ লোকের ভিড় হয়েছিল বলে শুনেছি। বেশির ভাগ লোকই লাগোয়া হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আনা হয়েছিল।”
|
এক বধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ইন্দাস থানার বহলালপুর গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম শ্রাবন্তী দালাল (২৫)। রবিবার সকালে শ্বশুরবাড়িতে মৃত অবস্থায় পড়ে থাকা ওই বধূটির দেহ পুলিশ উদ্ধার করে। এ দিন মৃতার মা স্বপ্না কোনার ইন্দাস থানায় জামাই রবিরঞ্জন দালাল-সহ ৯ জনের বিরুদ্ধে তাঁর মেয়েকে বাড়িতে শ্বাসরোধ করে মেরে ফেলার অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। তাঁদের খোঁজা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় সাত বছর আগে ইন্দাসের বহলালপুর গ্রামের বাসিন্দা, পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক রবিরঞ্জন দালালের সঙ্গে বিয়ে হয়েছিল ওই থানারই শালিকোনা গ্রামের শ্রাবন্তীর। তাঁদের ৫ বছরের এক ছেলে রয়েছে। মৃতা মায়ের অভিযোগ, “শ্বশুরবাড়িতে সাংসারিক নানা কারণে এবং পণের দাবিতে বিয়ের পর থেকেই শ্রাবন্তীর উপরে অত্যাচার চলছিল। জামাই-সহ শ্বশুরবাড়ির লোকজন শনিবার রাতে আমার মেয়েকে খুন করেছে। তাই ঘটনার পরেই ওরা পালিয়েছে।” জেলা পুলিশের এক আধিকারিক জানান, ওই বধূর গলায় কালশিট রয়েছে। তবে কী ভাবে তাঁর মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে।
|
খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি লগ্নির পক্ষে জেলা জুড়ে প্রচারে নামার প্রস্তুতি শুরু করল কংগ্রেস। রবিবার পুরুলিয়া শহরের শ্যাম ধর্মশালা হলে জেলা কংগ্রেস সেবাদলের পক্ষ থেকে এ ব্যাপারে একটি প্রশিক্ষণ শিবিরের আযোজন করা হয়। জেলা সেবাদলের মুখ্য সংগঠক সন্দীপ গোস্বামী জানান, শিবিরে জেলার ২০টি ব্লক ও ৩টি পুরএলাকার দলের কর্মীরা যোগ দিয়েছিলেন। পুজোর পরে খুচরো ব্যবসায় এফডিআইয়ের পক্ষে প্রচারে নামা হবে।
|
রবিবার মানবাজারের জিতুঝুড়ি গ্রামে একদিনের কৃষক সচেতনতা শিবির হল। স্টেট এগ্রিকালচার টেকনোলজিস্ট সার্ভিস অ্যাসোসিয়েশনের পুরুলিয়া জেলা শাখার আয়োজন করেছিল। সংগঠনের রাজ্য সম্পাদক গৌতম ভৌমিক জানান, কিষান ক্রেডিট কার্ড, কৃষি পেনশন-সহ বিকল্প চাষ পদ্ধতি নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের স্বনিযুক্তি ও স্বনির্ভর গোষ্ঠী দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাতো, স্থানীয় বিধায়িকা সন্ধ্যারানি টুডু প্রমুখ।
|
বাস থেকে পড়ে এক যাত্রী জখম হলেন। রবিবার পুঞ্চা থানার লৌলাড়া গ্রামের দুর্ঘটনাটি ঘটে। আহতকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। |