পুজোর ফ্রেম |
|
দিঘা আদি
সর্বজনীন দুর্গোৎসব |
|
ঠিকানা: পুরাতন দিঘার দিশারি মাঠ।
বয়স: ৬৭তম বর্ষ।
ভিড় টানতে: ওড়িশার ধবলগিরি মন্দিরের আদলে ৬৫ ফুট উচ্চতার মণ্ডপ। মন্দিরের গায়ে ঝিনুকের কারুকাজ। মণ্ডপের সামনে ২০ ফুট উচ্চতার বুদ্ধ মূর্তি। সাবেক বাংলা ছাঁচের প্রতিমা।
খরচাপাতি: প্রায় ১০ লক্ষ টাকা বাজেট। |
|
|
|
কোমর বেঁধে: প্রাচীন এই পুজোয় স্থানীয় বাসিন্দারা ছাড়াও দিঘার পর্যটকেরা ভিড় করেন। চার দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সামাজিক সচেতনতা বাড়াতে প্রদর্শনী ও বস্ত্র বিলির আয়োজন রয়েছে।
সুশান্ত পাত্র, পুজো কমিটির সম্পাদক
|
|
নবীন চোখে: পুজোর চারটে দিন কী করব, কিছুতেই আগে থেকে ঠিক করে উঠতে পারি না। তারপর কোথা দিয়ে পুজো কেটে যায় টেরও পাই না। তবে, বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখা, আড্ডা তো রয়েছেই।
প্রিয়াঙ্কা পাল, কলেজ ছাত্রী |
|
|
|
প্রবীণ চোখে: এখন আর মণ্ডপে-মণ্ডপে ঘোরা হয়ে ওঠে না। বরং বাড়ির কাছে এই মণ্ডপের সামনে বসে লোকজনদের দেখি। পুরনো বন্ধুবান্ধবদের সঙ্গেও দেখা হয়ে যায়। গল্প করে সময় কাটে।
অর্ধেন্দুশেখর দাস, প্রাক্তন সরকারি আধিকারিক |
|
|