পুজোর ফ্রেম |
|
প্রেমবাজার
সর্বজনীন দুর্গাপুজো |
|
ঠিকানা: প্রেমবাজার, খড়্গপুর।
বয়স: ৫৩তম বর্ষ।
ভিড় টানতে: বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে মণ্ডপ। কৃষ্ণের নানা রূপ তুলে ধরা হবে। থাকবে প্লাস্টার অফ প্যারিস ও থার্মোকলের কারুকাজ। মণ্ডপের আশপাশ সাজবে ফুলে। নবমীর দিন বস্ত্রদান।
খরচাপাতি: প্রায় ১৬ লক্ষ টাকা বাজেট। |
|
|
|
কোমর বেঁধে: প্রেম-প্রীতি-ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতেই এ বার প্রেম মন্দিরের আদলে মণ্ডপ-ভাবনা। দর্শকদের ভাল লাগলে সেটাই বড় প্রাপ্তি। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক কর্মসূচিও হবে।
চিরঞ্জিৎ রায়, পুজো উদ্যোক্তা
|
|
নবীন চোখে: পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিই। খুব আনন্দে কাটে এ ক’টা দিন। বান্ধবীরা আসে, গল্প করি। তবে পাড়ার মণ্ডপেই বেশিটা থাকি। সকলে মিলে ঘুরে ঘুরে ঠাকুর দেখার মজাটাই আলাদা।
অর্পিতা ঘোষ, স্কুল ছাত্রী |
|
|
|
প্রবীণ চোখে: আগে বসতি কম ছিল। কেউ বিকেলের পরে ঠাকুর দেখতে আসতেন না। জৌলুসও এত ছিল না। তবে দিন বদলের সঙ্গে বদলেছে সবই। এখন বড় মণ্ডপ হচ্ছে, রাত পর্যন্ত ঠাকুর দেখার ভিড় থাকে।
প্রবীরকুমার ঘোষ, অবসরপ্রাপ্ত রেলকর্মী |
|
|