টুকরো খবর |
তৃণমূল নেতার বাড়ি থেকে বোমা
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
তৃণমূল নেতার বাড়ির উঠোন থেকে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। শনিবার সকালে দাঁতন থানা এলাকার তুকারুই গ্রামের ঘটনা। খবর পেয়ে পুলিশ এসে বোমাটি নিষ্ক্রিয় করে। পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে বাড়ির উঠোনে সিঁড়ির কাঠের পাটাতনের নিচে বোমাটি দেখতে পান তৃণমূলের তুকারুই বুথ সভাপতি নগেন্দ্রনাথ জানা। তাঁর চিৎকার শুনে লোকজন ছুটে আসে। আসে পুলিশও। রবিবার থানায় অভিযোগ দায়ের করে নগেন্দ্রবাবু বলেন, “মোটর সাইকেল নিয়ে সিঁড়ি দিয়ে নামলেই বোমাটি ফাটত। সিপিএমের লোকেরাই আমাকে খুনের চক্রান্ত করে বোমাটি রেখেছিল।” পুলিশ জানিয়েছে, দিন পনেরো আগে ওই নেতারই বাড়ির গেটে একটি বোমা পাওয়া গিয়েছিল। একের পর এক বোমা পাওয়ার ঘটনায় আতঙ্কিত নগেন্দ্রনাথবাবু ও তাঁর পরিবার। অভিযোগ অস্বীকার করে সিপিএমের দাঁতন জোনাল কমিটির সম্পাদক অনিল পট্টনায়ক বলেন, “দলীয় গোষ্ঠীদ্বন্দ্বকে চাপা দিতেই আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে।”
|
শ্লীলতাহানির নালিশ খড়্গপুরে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কিছুদিন আগেই রেলশহরের মথুরাকাটিতে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। এ বার এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠল খড়্গপুরে। অভিযুক্ত স্থানীয় এক যুবক। রবিবার খড়্গপুর লোকাল থানার সাদাতপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ জানিয়েছে ওই কিশোরীর পরিবার। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কলাইকুন্ডার পাঁচরুলিয়ায়। সন্ধ্যায় বাড়ির কাছেই মুদি দোকানে যাচ্ছিল বছর পনেরোর মেয়েটি। সেই সময়ই ভানু নায়েক নামে ওই যুবক তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত যুবক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে।
|
জিতল টিএমসিপি
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
বিনা প্রতিদ্বন্দ্বিতায় দাঁতন ভট্টর কলেজে জিতল তৃণমূল ছাত্র পরিষদ। অধ্যক্ষ পবিত্রকুমার মিশ্র জানান, এ বছর নির্বাচনে টিএমসিপি’র তরফে প্রায় ৫০টি মনোনয়নপত্র তোলা হয়। কিন্তু জমা দেওয়া হয় ১৯টি। ছাত্র সংসদে মোট আসন ১৯টিই। অন্য কোনও দল মনোনয়নপত্র না তোলায় টিএমসিপিকেই জয়ী বলে ঘোষণা করা হয়েছে। এসএফআই সন্ত্রাস করে মনোনয়ন তুলতে না দেওয়ার অভিযোগ করেছে টিএমসিপি’র বিরুদ্ধে। পুলিশ অবশ্য এমন কোনও অভিযোগ পায়নি বলেই জানিয়েছে। |
|