|
|
|
|
পুজোর ফ্রেম |
|
আমলাশুলি
দুর্গোৎসব কমিটি |
|
ঠিকানা: গোয়ালতোড়, আমলাশুলি।
বয়স: ২৬তম বর্ষ।
ভিড় টানতে: মন্দিরের আদলে মণ্ডপ। ৭০ ফুঁট উঁচু মণ্ডপে বাঁশ ও কাঠের ফ্রেমের উপর পাটকাঠির কাজ। খড়-মাটির কাঠামোর উপরে পাটের গুঁড়ো দিয়ে অপরূপ সাজের প্রতিমা।
খরচাপাতি: প্রায় ১৮ লক্ষ টাকা বাজেট। |
|
|
|
কোমর বেঁধে: জঙ্গল সংলগ্ন এই এলাকায় আমরাই প্রথম উদ্যোগী হয়ে পুজো শুরু করি। এখন এলাকার অনেকেই পুজোর প্রস্তুতিতে সামিল হন। নরনারায়ণ সেবা, বস্ত্র বিলি, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
বরেন মণ্ডল, পুজো কমিটির সম্পাদক
|
|
নবীন চোখে: পুজোর প্রতিদিনই বিভিন্ন রকমের প্রতিযোগিতা হয় মণ্ডপ প্রাঙ্গণে। সব কিছুতে যোগ না দিলেও দেখতে ভাল লাগে। মণ্ডপের সামনে মেলা বসে।
বন্ধু-বান্ধবীরা আসে। হইচই করে বেশ কাটে।
প্রিয়াঙ্কা দাস মোহান্ত, একাদশ শ্রেণির ছাত্রী |
|
|
|
প্রবীণ চোখে: চোখ ধাঁধানো আলো, বিশাল মণ্ডপ আর বাহারি প্রতিমার সাজে মন ভরে যায়। ঢলে-ঢলে লোকজন আসেন। কাজকর্ম ভুলে আমি সেই সবই দেখি। অধিকাংশ সময়
মণ্ডপেই কেটে যায়।
রণজিৎ দত্ত, হোমিওপ্যাথি চিকিৎসক |
|
|
|
|
|
|