বিশ্ব চ্যাম্পিয়নশিপের দৌড়ে ফের্নান্দো আলোন্সোকে পিছনে ফেলে এগিয়ে গেলেন সেবাস্তিয়ান ভেটেল। এ দিন কোরিয়ান গ্রাঁ প্রি জিতে নিলেন রেড বুলের চালক। মরসুম শেষ হতে বাকি চারটে রেস। এই পরিস্থিতিতে ২১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন গত বারের বিশ্বচ্যাম্পিয়ন ভেটেল। এক নম্বরের সিংহাসন ধরে রাখতে পারলে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার হ্যাটট্রিক হবে তাঁর। আলোন্সো এ দিন রেস শেষ করলেন তিন নম্বরে। তাঁর সংগ্রহে এখন ২০৯ পয়েন্ট। কোরিয়ায় দ্বিতীয় হলেন রেড বুলে ভেটেলের সতীর্থ মার্ক ওয়েবার। যাঁরা দু’জনেই এ দিন রেসের আগে কোমর দোলালেন ‘গাংনাম স্টাইল’ খ্যাত কোরিয়ান তারকা সাই-এর সঙ্গে।
নাচের যথেষ্ট কারণও আছে ভেটেলের। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার হ্যাটট্রিকের আগেই খেতাব জয়ের তিনে তিন করে তো কম কথা নয়। ভারতীয় গ্রাঁ প্রি শুরুর সপ্তাহদুয়েক আগে তিনি এখন ফেভারিট। পরপর তিনটে রেস জিতেছেন ২৫ বছরের জার্মান। ভেটেল-ভক্তরা যতটা খুশি, সম্ভবত ঠিক ততটাই হতাশ হবেন জেনসন বাটন সমর্থকেরা। |
কোরিয়ায় এমনিতেই খুব ভাল ফর্মে ছিলেন না ম্যাকলারেন চালক। তার উপর রেস শুরু হতে না হতেই কামুই কোবায়াশির গাড়ির ধাক্কায় তাঁর সাসপেনশন দফারফা হয়ে যায়। “কোবায়াশি এখনই আমাকে ধাক্কা মারল। ইডিয়ট একটা!” বিরক্ত বাটন টিম রেডিওয়ে ফেটে পড়েন।
এ দিকে, গ্রাঁ প্রি শুরুর আগে ফোর্স ইন্ডিয়ার চালক নিকো হুল্কেনবার্গকে নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। জল্পনা, এ দিন আট পয়েন্ট নিয়ে ছ’নম্বরে শেষ করা নিকো মরসুমের শেষে ফোর্স ইন্ডিয়া ছেড়ে দিতে পারেন। এর আগে ফেরারিতে যাওয়ার কথা হয়েছিল নিকোর। এখন শোনা যাচ্ছে, স্যবারে সই করতে পারেন তিনি। ২০১১ সালে টেস্ট এবং রিজার্ভ ড্রাইভার হিসেবে ভারতীয় টিমে এসেছিলেন নিকো। এই মরসুমেই তাঁকে রেস ড্রাইভারের ভূমিকায় দেখা যায়। ফোর্স ইন্ডিয়ার অন্য চালক পল ডি’রেস্টা ১২ নম্বরে শেষ করলেন। |