ম্যাকাউ ওপেন জিতলেন ভুল্লার
ক মাসেরও কম সময় দুটো খেতাব জিতে নিলেন গগনজিৎ ভুল্লার। এ দিন ভেনেশিয়ান ম্যাকাউ ওপেন জিতলেন ভারতীয় গল্ফ আকাশের নতুন নক্ষত্র। ভারতের জন্য আরও সুখবর, টুর্নামেন্টে দেশের আর এক প্রতিনিধি শিব কপূর শেষ করলেন পাঁচ নম্বরে। বাকি দুই ভারতীয় হিম্মত রাই ৩৮ এবং অজিতেশ সাধু ৪৭তম স্থানে রয়েছেন।
টুর্নামেন্টে প্রথম থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন গগনজিৎ। রবিবার ট্রফি যে তাঁর হাতেই উঠবে, শেষ দিনের খেলার আগেই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল। দিনের শুরুতে ব্যাক-নাইন স্লাম্প কাটিয়ে উঠে শেষ পর্যন্ত থ্রি-আন্ডার ৬৮ করে খেতাবে নিজের নাম লিখে রাখলেন ভারতীয় গল্ফার। চার দিন মিলিয়ে তাঁর স্কোর ১৬-আন্ডার ২৬৮। খেতাবের পাশাপাশি প্রায় এক লক্ষ কুড়ি হাজার মার্কিন ডলার জিতে নিলেন ভুল্লার।
দ্বিতীয় স্থানে থাকা মার্কিন গল্ফার জোনাথন মুরের চেয়ে দুটো শট এগিয়ে টুর্নামেন্ট শেষ করে ভুল্লার বলেছেন, “সত্যিই যে খেতাব জিতেছি, বিশ্বাস করতে অনেক সময় লাগবে।”
চ্যাম্পিয়ন হয়ে ভূল্লার। ছবি: এএফপি
ট্রফি জয়ের সত্যটা উপলব্ধি করতে সময় লাগলেও টুর্নামেন্টে নিজের ফর্ম নিয়ে দ্বিধায় নেই ভুল্লার। “বলটা দারুণ হিট করছিলাম। একদম আদর্শ ছন্দে ছিলাম। আর সবচেয়ে বড় ব্যাপার হল, নিজের উপর বিশ্বাসটা সব সময় ছিল,” বলছেন ভুল্লার। সঙ্গে যোগ করেছেন, “এটাই আমার প্রথম ওয়্যার-টু-ওয়্যার এশীয় ট্যুর খেতাব। আমার কাছে চ্যালেঞ্জ ছিল নিজের কাছে নিজে প্রমাণ করা যে, আমিও প্রথম শ্রেণির গল্ফার। নিজের উপর বিশ্বাস রাখাটা খুব জরুরি ছিল। শেষ পর্যন্ত খেতাব জিতে খুব ভাল লাগছে। এই মুহূর্তটা খুব স্পেশ্যাল।”
এই নিয়ে চারটে এশীয় ট্যুর খেতাব জিতলেন ২৪ বছরের ভুল্লার। বাকি তিনটে খেতাব এসেছে ২০০৯ ইন্দোনেশীয় প্রেসিডেন্ট আমন্ত্রণী টুর্নামেন্ট, তাইল্যান্ডে ২০১০ এশীয় ট্যুর ইন্টারন্যাশনাল এবং চিনা তাইপেইয়ে ২০১২ ইয়ংডার টুর্নামেন্ট প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপ থেকে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.