প্রতিশোধের ম্যাচ জিতে হঠাৎ সতর্ক লিয়েন্ডার
ধুর প্রতিশোধ! লিয়েন্ডার পেজ প্রথমে খানিকটা সে রকম ইঙ্গিত দিতে চাইলেও পরক্ষণেই কি নিজেকে সামলে নিলেন? স্বাভাবিক আবেগকে চাপা দিলেন সতর্ক পেশাদারি মন্তব্য করে!
অবশেষে সত্যের জয়! ভেস পেজ সরকারি ভাবে বলছেন, ওই ভাবে ব্যাপারটা এত দিন পরে তাঁরা আর দেখছেন না, অলিম্পিক-মহাবিতর্ক এখন অতীত। কিন্তু মহেশ ভূপতির হাতে ‘লাঞ্ছিত’ হওয়ার দুঃস্বপ্ন কি মাত্র তিন মাসেই ভুলে যাওয়া সম্ভব লিয়েন্ডার বা তাঁর বাবার পক্ষেও?
ডাবলস সঙ্গী বাছাই নিয়ে ম্যারাথন অলিম্পিক-কাজিয়ার পরে রবিবারই লি-হেশ প্রথম বার মুখোমুখি হয়েছিলেন কোর্টে। এবং সাংহাই মাস্টার্স ফাইনালে লিয়েন্ডার পেজ-রাদেক স্টেপানেক জুটি এক সেট পিছিয়ে পড়েও সুপার টাইব্রেকে ৬-৭ (৭-৯), ৬-৩, ১-০ (১০-৫) হারান মহেশ ভূপতি-রোহন বোপান্না জুড়িকে। যে দুই দেশজ সতীর্থ অলিম্পিকে তাঁর পার্টনার হতে সরাসরি অস্বীকার করেছিলেন। এবং ফেডারেশনকে রীতিমতো চাপ দিয়ে নিজেদের জুটির অলিম্পিক-টিকিট জোগাড় করে নিয়েছিলেন। লিয়েন্ডার মিক্সড ডাবলসে সানিয়া মির্জাকে সঙ্গী পেলেও ডাবলসে তাঁকে দুর্বল পার্টনার বিষ্ণু বর্ধনকে নিয়েই অলিম্পিকে খেলতে হয়েছিল।
বিজয়ী লিয়েন্ডার। পাশে সঙ্গী স্টেপানেক এবং মহেশ-বোপান্না। রবিবার। ছবি: রয়টার্স
“আজকে ম্যাচটা আমাদের তিন জন ভারতীয়ের মধ্যে খানিকটা ব্যক্তিগত লড়াই ছিল,” ম্যাচ শেষে লিয়েন্ডার প্রথমে বললেও পরক্ষণেই ব্যাপারটাকে হালকা করতে যোগ করেন, “তবে সেটা তো চার জন ডাবলস প্লেয়ারের মধ্যে তিন জন একই দেশের হলে সে রকম হয়েই থাকে। বরং রাদেক আমাদের তিন জনের ভেতর হাজির থেকে কোর্টে মজা, ম্যাচটাকে উপভোগ করার মশলা এনেছিল। রিল্যাক্সড রেখেছিল। জোক করেছে। হাসিয়েছে।”
টেনিসমহলে কেউ কেউ এমনও ভেবেছিল যে, এই ম্যাচে লিয়েন্ডার না মহেশ কিংবা বোপান্নার শরীর তাক করে একটা-দু’টো সার্ভিস করে বসেন। কারণ গত বছর ওয়ার্ল্ড টিম টেনিসে জন ম্যাকেনরোর সঙ্গে কোর্টে বিবাদের পরে টেনিস কিংবদন্তির শরীর লক্ষ করে একটা সার্ভিস করে আমেরিকায় তীব্র বিতর্ক তৈরি করেছিলেন লিয়েন্ডার। কলকাতার সেই ডাকাবুকো ৩৯ বছরের টেনিস তারকার বাবা ভেস পেজ মুম্বই থেকে মোবাইলে বললেন, “অলিম্পিক অনেক মাস হল হয়ে গিয়েছে। ওদের মধ্যে ঝগড়াও এখন অতীত। এটা ঠিক যে, ওদের মধ্যে আবার বন্ধুত্ব গড়ে ওঠা আর হয়তো কোনও দিন সম্ভব নয়। কিন্তু সত্যের জয় কিংবা প্রতিশোধ-টোধের মতো বাচ্চা-বাচ্চা, নাটকীয় কোনও বিশেষণ দেওয়ারও মানে হয় না লিয়েন্ডারের আজকের জয়কে।”
বিবাদ থেকে বদলা
১৫ জুন: অলিম্পিকে লিয়েন্ডারের সঙ্গে খেলব না: মহেশ

১৭ জুন:
একমাত্র মহেশের সঙ্গেই অলিম্পিক খেলব: বোপান্না

১৮ জুন:
অলিম্পিকে নিজেদের মধ্যে জুড়ি বেঁধে ছাড়া খেলবেন না জানিয়ে মহেশ-বোপান্নার চিঠি এআইটিএ-কে।

১৯ জুন:
বাধ্য হয়ে লন্ডনে দু’টো ডাবলস টিম পাঠাবার সিদ্ধান্ত ফেডারেশনের।

২০ জুন:
সানিয়াকে মিক্সড ডাবলস পার্টনার পেলেই একমাত্র ডাবলসে দুর্বল টিম নিয়ে অলিম্পিক খেলবেন, নচেৎ নয়, জানিয়ে লিয়েন্ডারের মেল এআইটিএ-কে।

২১ জুন:
ভেস পেজের অভিযোগ, বোপান্নাকে সঙ্গে নিয়ে মহেশের ষড়যন্ত্র জানুয়ারি থেকে শুরু হয়েছে লিয়েন্ডারের বিরুদ্ধে।

২২ জুন:
মহেশের পাল্টা বোমা, অলিম্পিক মিক্সড ডাবলস পাউরুটি-জ্যাম নয় যে ভাগ করে খেতে হবে।

অলিম্পিকে:
ডাবলসে লিয়েন্ডার-বিষ্ণু এবং মহেশ-বোপান্না দুই জুটিরই দ্বিতীয় রাউন্ডে বিদায়। মিক্সড ডাবলসে লিয়েন্ডার-সানিয়া জুড়ি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ওঠেন।

১৪ অক্টোবর:
অলিম্পিক-কাজিয়া উত্তর কোর্টে লি বনাম হেশ প্রথম যুদ্ধে লিয়েন্ডার জয়ী।
সিনিয়র পেজ আরও বললেন, “গতকাল ও এই ফাইনালটা নিয়ে ফোনে আমায় বলেছিল, ‘ওদের (মহেশ-বোপান্না) এ বছরটা মামুলি গেলেও সাংহাইয়ে খুব ভাল খেলছে। অনেক দিন পর কোনও মাস্টার্স ফাইনালে ওদের দেখতে পেয়ে ভালই লাগছে। লন্ডনে পরের মাসে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে নামার জন্য এই টুর্নামেন্টে খুব ভাল করাটা ওদের ভীষণ দরকার। কিন্তু আমার কাছে এটা আর একটা ম্যাচ ছাড়া কিছু নয়। আমরা (লিয়েন্ডার-রাদেক) তো লন্ডনের টিকিট আগেই পেয়ে গিয়েছি।’ লিয়েন্ডারের কথা শুনে তখনই বুঝেছিলাম, ও কোনও টেনশন নিয়ে ম্যাচটা খেলছে না।” ভেস পেজ নিজেও দাবি করলেন, অলিম্পিক-কাজিয়ার পরে লন্ডনে লিয়েন্ডারের ম্যাচ নিয়ে তিনি যতটা টেনশনে ছিলেন, সে রকম কোনও অবস্থা এ দিন তাঁর মোটেই ছিল না।
পিতা-পুত্রের এহেন কথাবার্তায় ভারতীয় টেনিসমহলে কেউ কেউ ভাবছেন, তা হলে কি লি-হেশ পেশাদারি সম্পর্ক আরও একবার জোড়া লাগতে পারে? যদিও সাংহাইয়ে এ দিনই লিয়েন্ডার ২০১৩-য় রাদেক স্টেপানেককে নিয়েই এটিপি সার্কিটে বছরভর ডাবলস খেলার কথা সরকারি ভাবে ঘোষণা করেছেন। পরের বছর মহেশেরও সার্কিটে নতুন পার্টনার হচ্ছেন ড্যানিয়েল নেস্টর। তবে জয়দীপ মুখোপাধ্যায়ের ব্যাখ্যা, “ডেভিস কাপ নির্বাচকেরা তরুণ প্রজন্মের দলই পরের বছরও রাখবে ঠিকই করে রেখেছে। লি-হেশ সেক্ষেত্রে ভারতীয় ডেভিস কাপ দলে পেনশনভোগী হয়ে গিয়েছে। এখন লি-হেশ ডেভিস কাপ নিয়ে অন্য কিছু ভেবে থাকলে আলাদা কথা।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.