শনিবার রাতে কলকাতা নাইট রাইডার্স। রবিবারের চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। দেশের পাটা উইকেট থেকে দক্ষিণ আফ্রিকার বাউন্সি পিচে পড়তেই ব্যাটিং লাইন-আপ ধসে পড়ছে গম্ভীর-ধোনি-সচিনদের টিমের। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে এ দিনের প্রথম ম্যাচে সিডনি সিক্সার্সের কাছে ১৪ রানে হেরে গেল ধোনি-রায়নাদের চেন্নাই সুপার কিংস। পরের ম্যাচে আবার সচিন তেন্ডুলকর-কায়রন পোলার্ডদের মুম্বই ইন্ডিয়ান্সকে আট উইকেটে উড়িয়ে দিল লায়ন্স।
প্রথমে ব্যাট হাতে ২৩ বলে ৪৯। পরে বল হাতে ২৩ রানে তিন উইকেট। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশে জন্মানো প্রাক্তন নাইট অলরাউন্ডার মোজেস এনরিকে একাই ধসিয়ে দিলেন চেন্নাইকে। সুরেশ রায়না ঝোড়ো হাফসেঞ্চুরি (৫৭) করে দলকে বাঁচাতে চেষ্টা করলেও বাকিদের কাছ থেকে সাহায্য পাননি। সিডনির ১৮৫ রানও পেরনো যায়নি। টস হেরে প্রথমে ব্যাট করতে নামা সিডনির ওপেনার শেন ওয়াটসন (৩০ বলে ৪৬) শুরু থেকেই ঝোড়ে মেজাজে খেলছিলেন। পরে স্মিথ-এনরিকের ৭৫ রানের পার্টনারশিপ সিডনিকে ১৮৫ রানে পৌঁছে দেয়। জবাবে প্রথম তিন ওভারে যখন চেন্নাই ৭-১, তখনই আন্দাজ পাওয়া যাচ্ছিল ম্যাচের ফল। ধোনিও মাত্র ৮ রান করে ফিরে যান।
অন্য ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫৭-৬ তুললে কী হবে, জেতার জন্য তা যথেষ্ট ছিল না। সচিন এ দিন ২৪ বলে ১৬ করে বোল্ড হন। মুম্বই মোটামুটি ভদ্রস্থ স্কোরে পৌঁছয় মিচেল জনসনের (২৯ বলে ৩০) সৌজন্যে। জবাবে সাত বল বাকি থাকতেই রান তুলে দেয় লায়ন্স। দে’কক অপরাজিত ছিলেন ৫১ রানে। ম্যাকেনজি অপরাজিত ৬৮। অথচ একটা সময় সাত ওভারে ৩৭ রানের মধ্যে দু’উইকেট চলে গিয়েছিল লায়ন্সের। |