অশান্ত গড়বেতায় কাল সভা মুকুল ও শুভেন্দুর
বিক্ষিপ্ত অশান্তি চলছেই গড়বেতায়। রবিবার সকালে বনকাটা গ্রামে গোলমাল বাধে। তৃণমূল ও সিপিএম কর্মী-সমর্থকরা বচসায় জড়িয়ে পড়েন। সিপিএমের পতাকা তোলাকে কেন্দ্র করেই গোলমালের সূত্রপাত। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বও চলছে পাল্লা দিয়ে। শুক্রবার গড়বেতার হাবলায় তৃণমূল কর্মী মনোজ লাহাকে মারধর করার ঘটলায় দলেরই এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত অনুপ ওরফে বাচ্চু কুমারকে রবিবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হয়। ৪ দিন পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, “নির্দিষ্ট অভিযোগেই একজনকে গ্রেফতার করা হয়েছে। গড়বেতার পরিস্থিতি নিয়ন্ত্রণে।”
এই পরিস্থিতিতে গড়বেতায় সভা করতে আসছেন তৃণমূল সাংসদ মুকুল রায়, শুভেন্দু অধিকারী প্রমুখ। কাল, মঙ্গলবার গড়বেতা সদরে এই সভা হবে। গত বৃহস্পতিবার থেকে উত্তেজনা ছড়িয়েছে গড়বেতার বিভিন্ন এলাকায়। রাজ্যে পালাবদলের পর ওই দিনই প্রথম গড়বেতার ৫টি এলাকায় দলের শাখা কমিটির অফিস খুলেছিলেন সিপিএমের কর্মী-সমর্থকেরা। মূল্যবৃদ্ধির প্রতিবাদ-সহ বেশ কয়েকটি দাবিতে মিছিলও হয়েছিল। এরপরই পাল্টা বাইক-মিছিল করে তৃণমূল। শুক্রবার সকালে সিপিএমের ধাদিকা লোকাল কমিটির সম্পাদক কিরীটি হাজরা’র বাড়িতে ‘হামলা’ চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। গুলিবিদ্ধ হয়ে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি হন কীরীটিবাবুর বৌদি ঝর্না হাজরা। ওই দিন দুপুরে চিত্তরঞ্জন রক্ষিত নামে এক সিপিএম সমর্থকের অস্বাভাবিক মৃত্যু হয়ে বড়মুড়ায়। সিপিএমের অভিযোগ, ওই সমর্থককে পিটিয়ে মারা হয়েছে। তৃণমূলের লোকজনই এ ঘটনা ঘটিয়েছে। তৃণমূলের দাবি, গাছ থেকে পড়েই ওই সিপিএম কর্মীর মৃত্যু হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে বনকাটায় দলের পতাকা তোলেন কিছু সিপিএম কর্মী-সমর্থক। এরপরই ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিছিল করে তৃণমূলের লোকজনও দলের পতাকা তোলেন। দু’পক্ষের মধ্যে বচসা হয়। এই সময় এক সিপিএম কর্মীর মোটর বাইকে আগুন ধরানো হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গড়বেতায় তৃণমূলের ‘সন্ত্রাসের’ প্রতিবাদে আজ, সোমবার জেলার বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল করার ডাক দিয়েছে জেলা সিপিএম।
দলের জেলা সম্পাদক দীপক সরকারের অভিযোগ, “গড়বেতার বিভিন্ন এলাকায় তৃণমূলের সশস্ত্র লোকজন ঘুরে বেড়াচ্ছে। দলীয় কর্মী-সমর্থক, এমনকী সাধারণ মানুষের উপর অত্যাচার করছে। অথচ, অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ করছে না।” ওই এলাকায় কী অশান্তি জিইয়েই থাকবে? দীপকবাবুর জবাব, “এটা নির্ভর করছে যারা সরকার চালাচ্ছে, তাদের উপর। আর পুলিশের উপর। স্থানীয় মানুষই বৃহস্পতিবার কয়েকটি এলাকায় মিছিল করেছিলেন। তারপর থেকে তৃণমূলের লোকজন নতুন করে সন্ত্রাস শুরু করে।” অভিযোগ উড়িয়ে জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ বলেন, “সিপিএমের সশস্ত্র বাহিনীই নতুন করে অশান্তির চেষ্টা করছে।”
গত শুক্রবার বাড়ি ফেরার পথে দলেরই লোকজনদের হাতে আক্রান্ত হয়েছিলেন মনোজ লাহা নামে এক তৃণমূল কর্মী। হাবলা এলাকায় তাঁকে মারধর করা হয়। এই ঘটনায় জড়িত অভিযোগে শনিবার রাতে বাচ্চু কুমারকে ধরে পুলিশ। পুলিশ হেফাজতের মেয়াদ শেষে আগামী বুধবার ফের তাঁকে মেদিনীপুর আদালতে হাজির করা হবে। দলীয় কর্মীর গ্রেফতার প্রসঙ্গে তৃণমূলের জেলা কার্যকরী সভাপতির মন্তব্য, “দলের এক স্বঘোষিত কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে শুনেছি।”
তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার জেলার ৩টি এলাকায় সভা হবে। খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদ সহ নানা দাবিতে এই সভার আয়োজন। সভা হবে গড়বেতা, মেদিনীপুর ও খড়্গপুরে। ৩টি সভাতেই উপস্থিত থাকবেন মুকুল রায়, শুভেন্দু অধিকারী বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যে সভার প্রস্তুতিও শুরু হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.