কেন্দ্রীয় সরকার অনুমতি না দেওয়ায় রায়গঞ্জের কুলিক পক্ষিনিবাসে রাজ্য সরকার ‘ডিয়ার পার্ক’ গড়ে তুলতে পারেনি বলে অভিযোগ তুললেন বনমন্ত্রী হিতেন বর্মন। রবিবার রায়গঞ্জের ইনস্টিটিউট মঞ্চে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের ‘এসসি-এসটি’ সেলের প্রথম জেলা সম্মেলনের পর সাংবাদিক সম্মেলন করেন বনমন্ত্রী। তিনি বলেন, “তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত সেন্ট্রাল ‘জু অথরিটি’র কাছে কুলিক পক্ষিনিবাসে ‘ডিয়ার পাকর্’ তৈরির প্রস্তাব পাঠিয়ে অনুমতি চাওয়া হয়েছিল। কেন্দ্রীয় সরকার অনুমতি না দেওয়ায় ওই রাজ আটকে গিয়েছে। তাই পর্যটন কেন্দ্র হিসেবেও কুলিক পক্ষিনিবাস কয়েক ধাপ পিছিয়ে পড়েছে।” মন্ত্রী জানান, কুলিক পক্ষিনিবাসে বছরে ছয় মাস পরিযায়ী পাখি থাকে। সেই সময় রাজ্যের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা সেখানে ভিড় জমান। পাখি চলে যাওয়ার পর পর্যটকদের দেখা মেলে না। বন দফতরের আয় কমে যায়। সারা বছর পর্যটকদের কুলিকমুখী করতে মালদহের ‘আদিনা ডিয়ার পার্কে’র মতো একটি ‘ডিয়ার পার্ক’ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছিল। তিনি বলেন, “কুলিক পক্ষিনিবাসকে পুরোপুরি পর্যটন কেন্দ্র গড়ে তুলতে কি কি করণীয় সেই ব্যাপারে বন দফতরের কর্তাদের কাছে একটি প্রস্তাব চাওয়া হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আর্থিক বরাদ্দে কুলিক পক্ষিনিবাসের পরিকাঠামোরও উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি, পরিবেশের ভারসাম্য ও পরিযায়ী পাখিদের খাবার সংগ্রহ করতে যাতে কোনও সমস্যা না হয় সে জন্য কুলিক নদী সংস্কার করা হচ্ছে।” এ ছাড়াও কুলিক নদীর দূষণ ঠেকাতে বন দফতরের কর্তাদের নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন মন্ত্রী। বনমন্ত্রী ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি শীতলকুমার সর্দার, সেলের রাজ্য বিধানসভার স্থায়ী কমিটির চেয়ারম্যান সত্যেন্দ্রনাথ রায়, তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ, জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য সহ দলের প্রদেশ ও জেলা কমিটির শীর্ষ নেতারা। আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তফশিলি জাতি, উপজাতি ও সংখ্যালঘুদের গুরুত্ব দেওয়া হবে বলে এদিন বনমন্ত্রী জানান। তিনি সম্মেলনে বলেন, “উত্তর দিনাজপুর জেলায় তৃণমূলের নেতা-কর্মীদের একাংশের মধ্যে দীর্ঘদিন ধরে ভুল বোঝাবুঝি রয়েছে বলে জানতে পেরেছি। পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে দলের স্বার্থে সবাইকে সে সব মিটিয়ে ফেলে এক হয়ে কাজ করার অনুরোধ করেছি।” |