বাজার চলতি দামের চেয়ে দ্বিগুণ দরে গন্ডারের খড়্গ বেচতে চেয়েছিল কার্বি জঙ্গি সংগঠন কেপিএলটি। মাসের প্রথমে কার্বি আংলং ও নগাঁও জেলার সীমানায় তিনটি গন্ডার হত্যা করা হয়। এর মধ্যে দু’টি fগন্ডারের খড়্গ জীবন্ত অবস্থায় কেটে নেওয়া হয়েছিল। নিহত গন্ডারের দেহ থেকে মিলেছিল একে ৪৭-এর গুলি। তখনই বনকর্তা ও পুলিশরা দাবি করেন, গন্ডার শিকারের পিছনে কার্বি জঙ্গিদের হাত রয়েছে। গত কাল, নগাঁও ও কার্বি আংলং থেকে এক শিকারি ও ছয় খড়্গ বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ। এদের জেরা করে জানা গিয়েছে, একটি গন্ডারের খড়্গ এখনও জঙ্গিদের হাতে রয়েছে। পুলিশ জানায়, ছয় খড়্গ ব্যবসায়ীকে বকোলিয়া ঘাট এলাকায় ধরা হয়। তাদের নাম তেনজিং টেরন, বি জংখা, সুরেন্দ্রপ্রসাদ গুপ্ত, বাবু তিমুং, রবিন রং হাং, নানু দেব। শিকারি রাজেন ইংতিকে ধরা হয়েছে নগাঁওয়ের কাহানবস্তি থেকে। ধৃতদের জেরা করে জানা গিয়েছে, ১১ অক্টোবর, কেপিএলটির সেনাধ্যক্ষ রণ রংপির সঙ্গে হাঞ্চেগাঁওতে তাদের দেখা হয়। গন্ডারের খড়্গ বাবদ ৮০ লক্ষ টাকা দাবি করেন রণ। খড়্গ ব্যবসায়ীরা সর্বাধিক ৬০ লক্ষ টাকা অবধি দিতে রাজি হয়েছিল। কিন্তু, কেপিএলটি দাম কমাতে রাজি না হওয়ায় সওদা হয়নি। এদিকে, গতকাল, অগরাতলি রেঞ্জে সোহলা বিলের কাছে যে গন্ডারটিকে গুলি করে খড়্গ কেটে নেয় শিকারিরা, সেটির মৃত্যু হয়েছে বলে বন বিভাগের তরফে প্রথমে জানানো হলেও, পরে জানা যায়, গন্ডারটি মারা যায়নি। তার চিকিৎসা চললেও, বাঁচার আশা কম।
|
রাঁচির কালেক্টরেট দফতরে দীর্ঘদিনের জমা জঞ্জাল সাফাইয়ে শেষ পর্যন্ত নামতে হল খোদ সপার্ষদ ডেপুটি কমিশনারকে। রাঁচির ডেপুটি কমিশনার বিনয় চৌবের সঙ্গে আজ সকালে কালেক্টরেট সাফাই অভিযানে নামেন রাঁচির এসএসপি সাকেতকুমার সিংহ, রাঁচির পুলিশ সুপার (শহর) বিপুল শুক্ল-সহ পুলিশ এবং সাধারণ প্রশাসনের পদস্থ আধিকারিকেরাও।এতে দফতরের সাফাইকর্মীদের কর্ম সংস্কৃতি নিয়ে প্রশ্ন উঠছে। প্রশাসনের কর্তারা জানান, সর্বস্তরের মানুষের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস তৈরির উদ্দেশ্য নিয়েই এ দিনের সাফাই অভিযানৈ চালানো হয়েছে।
|
প্রায় ষাটটি হাতির বিরাট দল অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং জেলায় তাণ্ডব চালাচ্ছে। তাদের হামলায় মের গ্রামের বহু বাড়ি ও শস্যক্ষেত্রে ইতিমধ্যেই ধ্বংস হয়েছে। ডিএফও বি ডারাং হাতি তাড়ানোর জন্য বনকর্মীদের পাঠালেও তেমন লাভ হয়নি। আপাতত হাতি তাড়ানোর ছক কষতে ব্যস্ত বনকর্তারা।
|
সাপের ছোবলে মারা গেলেন এক কৃষিশ্রমিক। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে আরামবাগের বাদলকোনায়। পুলিশ জানায়, খেতে কীটনাশক ছড়াচ্ছিলেন রাজকুমার পাল (৫০) নামে ওই ব্যক্তি। সেই সময় তাঁকে সাপে ছোবল মারে। এলাকার লোক তাঁকে নিয়ে যান আরামবাগ মহকুমা হাসপাতালে। সেখানেই রাতে মারা যান রাজকুমারবাবু।
|