বলা হত, মেসি-ম্যাজিক শুধু দেখা যায় বার্সেলোনার জার্সিতে! তুলনায় আর্জেন্তিনার হয়ে লিওনেল মেসির পারফরম্যান্স সাদামাঠা। কিন্তু চলতি বছরটা অন্য রকম ভাবে ভেবেছেন ‘এলএম টেন’। ২০১২-য় আর্জেন্তিনার নীল-সাদা জার্সি গায়ে সাত ম্যাচে ১২ গোল হয়ে গেল মেসির। মোট ৭৪ ম্যাচে ৩০ গোল। সর্বশেষ দু’টি গোল এল শনিবার ঘরের মাঠে উরুগুয়ের বিরুদ্ধে ২০১৪ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে। আর্জেন্তিনা জিতল ৩-০। |
অধিনায়ক মেসি মেন্ডোজার আর্জেন্তিনা-ভক্তদের আচরণে এতটাই খুশি যে আবেগাপ্লুত গলায় বলেছেন, “আর্জেন্তিনাবাসীর ভালবাসায় আমি উচ্ছ্বসিত। বার্সেলোনার ফ্যান আমাকে যে রকম ভালবাসে ঠিক সে রকমটাই ভালবাসা পাচ্ছি এখন দেশেও।” ভক্তরা ব্যবহার পাল্টেছেন। মেসিও পাল্টাচ্ছেন। আরও ধারালো করছেন ফ্রি-কিক। দিন কয়েক আগে ‘এল ক্লাসিকো’য় রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে যেমন ছিল, তেমনই উরুগুয়ের বিরুদ্ধে দলের তিন নম্বর গোলটিও এল মেসির অসাধারণ ফ্রি-কিকে। মেসি ও আর্জেন্তিনার প্রথম গোলটি ছিল দি’মারিয়ার পাস থেকে। মাঝে ২-০ করেছিলেন আগুয়েরো। লাতিন আমেরিকার বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে আর্জেন্তিনা আট ম্যাচে একটিও না হেরে ১৭ পয়েন্টে টেবিলের শীর্ষে। ১৬ পয়েন্টে কলম্বিয়া ও ইকুয়েডর যুগ্ম দ্বিতীয়। আর্জেন্তিনায় যেমন অধিনায়ক মেসি, ইংল্যান্ডে তেমনই অধিনায়ক ওয়েন রুনি জোড়া গোল করে প্রাক-বিশ্বকাপ ম্যাচে বড় জয় আনলেন দলের। ওয়েম্বলিতে সান মারিনোর বিরুদ্ধে ইংল্যান্ড জিতল ৫-০। আয়ার্ল্যান্ডে গিয়ে আইরিশদের ৬-১ বিধ্বস্ত করল জার্মানি। বেলারুশের বিরুদ্ধে স্পেনের ৪-০ জয়ে হ্যাটট্রিক করেন পেদ্রো। আর্মেনিয়াকে ৩-১ হারিয়েছে ইতালি। মঙ্গলবার স্পেনের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স ফ্রেন্ডলিতে জাপানের কাছে ম্যান ইউ মিডফিল্ডার কাগাওয়ার গোলে ০-১ হারল। |