নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সিনিয়র-বিতর্কের ‘ড্যামেজ কন্ট্রোলে’ শেষ পর্যন্ত নেমে পড়ল সিএবি। ঘরোয়া চ্যালেঞ্জার ট্রফিতে ডেকে নেওয়া হল বাংলার সিনিয়র পেসার শিবশঙ্কর পালকে।
বাংলার যে পাঁচ সিনিয়রকে ব্রাত্য করা নিয়ে তীব্র অশান্তি ছড়িয়েছিল সিএবি-র বিভিন্ন মহলে, তার মধ্যে শিবশঙ্করও ছিলেন। স্থানীয় ক্রিকেটে ভাল বল করলেও প্রথমে তাঁকে বাংলার প্রাথমিক দলে রাখা হয়নি। কিন্তু ঘটনা হল, বাংলার পেসার সামি আহমেদের পিঠের চোট। আর সেটা এতটাই গুরুতর যে রঞ্জি ট্রফির প্রথম তিন ম্যাচে তাঁকে পাওয়ার সম্ভাবনা নেই। অন্য দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে জাতীয় দলে ডাক পাওয়ার ভাল সম্ভাবনা আছে অশোক দিন্দার। সিএবি-র পক্ষ থেকে বলা হচ্ছে, দিন্দা-সামি দু’জনেই না থাকলে বাংলার পেস-অ্যাটাকের অভিজ্ঞতায় টান পড়বে। সেই কারণেই শিবকে ডেকে নেওয়া হল। নির্বাচক প্রধান দীপ দাশগুপ্ত এবং সিএবি-র যুগ্ম সচিব সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেন সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া। শনিবার শিবকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হল, ঘরোয়া চ্যালেঞ্জার ট্রফিতে যোগ দিতে। বাংলা ‘এ’ দলের বিরুদ্ধে সিনিয়র টিমের হয়ে নামবেন শিব। যা শোনার পর শিবশঙ্কর বললেন, “সুযোগ পেয়েছি। এ বার সেটাকে কাজে লাগাতে হবে। যা এত দিন করে এসেছি। তিন বছর আগে শেষ খেলেছিলাম দলীপ ট্রফি। উত্তরাঞ্চলের বিরুদ্ধে পাঁচ উইকেট ছিল।” শিবের পাশাপাশি একই সঙ্গে চ্যালেঞ্জারে বর্তমান স্পিনারদের হাল বুঝে সৌরশিস লাহিড়িকেও ডাকা হবে বলে খবর।
এ দিকে, আইপিএল সিক্সে ইডেনের সতেরোটি গেটে ‘ইলেকট্রনিক টিকিট চেকিং’ যন্ত্র বসতে চলেছে। গোটা দেশে একমাত্র রাজস্থান এবং ইডেনে এ জিনিস ছিল না। এ বার চালু হচ্ছে। |