আজ কোর্টে লি বনাম হেশ
নিজস্ব প্রতিবেদন |
অলিম্পিক ডাবলসে সঙ্গী বাছাই নিয়ে তীব্র ‘বাগযুদ্ধে’র পর কোর্টে বহুপ্রতীক্ষিত লি-হেশ প্রথম দেখা যাবে রবিবার, সাংহাই ওপেন ফাইনালে। এমনকী অ্যান্ডি মারে-ম্যাজিকের কাছে ফেডেরারের ফের হারে সিঙ্গলস ফাইনাল জকোভিচ বনাম মারে হলেও ভারতীয় টেনিসপ্রেমীরা ডাবলস ফাইনালের দিকেই তাকিয়ে। শনিবার সেমিফাইনালে লিয়েন্ডার-স্টেপানেক জুটি চিলিচ-মেলোকে ৬-০, ৬-২ হারিয়ে ফাইনালে (টোকিও ওপেনের পরে) উঠলেন। ভূপতি-বোপান্না সেমিফাইনালে সুপার টাইব্রেকে হারান ফ্লেমিং-হাচিন্সকে ৬-৭ (৪-৭), ৬-৩, ১-০ (১০-৮)। অলিম্পিকে ভূপতি, বোপান্না দু’জনই লিয়েন্ডারের পার্টনার হতে অস্বীকার করলেও এ মরসুমে সার্কিটে লিয়েন্ডার-স্টেপানেকের ঝুলিতে অস্ট্রেলীয় ওপেন সহ তিনটে খেতাব। যুক্তরাষ্ট্র ওপেনে ফাইনালিস্ট। সেখানে মহেশ-বোপান্না দুবাই ওপেন ছাড়া কিছু পাননি।
|
|
কোর্টে নয়, দর্শক। দিল্লিতে শনিবার জাতীয়
টেনিস টুর্নামেন্টে সানিয়া। ছবি: পিটিআই |
|
প্র্যাক্টিস-বিভ্রাটে পূর্বাঞ্চল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এক দিকে, মৃত্যুঞ্জয়ী যুবরাজ সিংহের টেস্ট দলে প্রত্যাবর্তনের যুদ্ধ। অন্য দিকে, গত বারের দলীপ জয়ী পূর্বাঞ্চল মাঠে নামার আগেই সমস্যার মুখোমুখি। রবিবার দলীপ ট্রফির সেমিফাইনাল শুরুর প্রাক-লগ্নে দু’টো ঘটনাই থাকল। হায়দরাবাদে মধ্যাঞ্চলের মুখোমুখি যুবরাজের উত্তরাঞ্চল। যার আগে হায়দরাবাদি বিরিয়ানি খেয়ে মুগ্ধ যুবরাজ টুইট করেছেন, “প্যারাডাইসের বিরিয়ানির স্বাদই আলাদা!” বিশাখাপত্তনমে আবার দক্ষিণাঞ্চলের মহড়া নিচ্ছে পূর্বাঞ্চল। একেই দক্ষিণাঞ্চলে রবিন উথাপ্পা, মণীশ পাণ্ডে, অভিনব মুকুন্দরা আছেন। তার উপর প্র্যাক্টিস উইকেট ভিজে থাকায় ম্যাচের আগে ব্যাটিং প্র্যাক্টিসই হল না। অশোক দিন্দা নিয়েও হালকা অস্বস্তি রয়েছে। তাঁর পায়ে চোট। যদিও দিন্দার খেলা নিয়ে বিশেষ অনিশ্চয়তা নেই বলেই জানাচ্ছে টিম ম্যানেজমেন্ট।
|
ম্যাকাউয়ে খেতাব তাড়া গগনজিতের
সংবাদসংস্থা • ম্যাকাউ |
এশীয় ট্যুরে আরও একটা খেতাবের সামনে গগনজিৎ ভুল্লার। ভেনেশিয়ান ম্যাকাউ ওপেনে তৃতীয় রাউন্ডের শেষে দুই শটে এগিয়ে তিনি। গত তিন দিনের ফর্ম ধরে রাখতে পারলে শেষ দিন কোনও অঘটন না ঘটলে চলতি মরসুমে দ্বিতীয় খেতাব জিতবেন গগনজিৎ। গত সেপ্টেম্বর তাইওয়ানে ইয়াংদর টুর্নামেন্ট প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপও জিতেছিলেন তিনি। ম্যাকাউয়ে অন্য ভারতীয়দের মধ্যে শিব কপূর এক-আন্ডার ৭০ স্কোর করে পনেরো থেকে উঠে এসেছেন বারো নম্বরে। |