|
|
|
|
ঘুষের অভিযোগ নিয়ে মামলার হুমকি বীরভদ্রের |
নিজস্ব প্রতিবেদন |
ঘুষের মিথ্যা অভিযোগের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন বীরভদ্র সিংহ। বীরভদ্রের দাবি, হিমাচলপ্রদেশে বিধানসভা ভোটের আগে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিরোধীরা।
ইস্পাত ইন্ডাস্ট্রিজের একটি নথিতে ২০০৯ সালের মে মাস থেকে ২০১১ সালের জানুয়ারির মধ্যে ভিবিএস নামে
|
বীরভদ্র সিংহ |
এক ব্যক্তিকে ২ কোটি ২৮ লক্ষ টাকা ঘুষ দেওয়ার কথা রয়েছে। সংবাদমাধ্যমের একাংশের দাবি, ভিবিএস প্রকৃতপক্ষে প্রাক্তন কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী বীরভদ্র সিংহ। ওই সময়েই ইস্পাত মন্ত্রকের দায়িত্বে ছিলেন তিনি।
বীরভদ্রের দাবি, ইস্পাত ইন্ডাস্ট্রিজকে তাঁর আমলে কোনও অন্যায্য সুযোগ-সুবিধা দেওয়া হয়নি। তিনি নিজের নাম সংক্ষেপে ভিবিএস হিসেবে লেখেনও না। পুরো বিষয়টিই রাজনৈতিক ষড়যন্ত্র।
প্রবীণ কংগ্রেস নেতা বীরভদ্র সরাসরি আঙুল তুলেছেন বিজেপি-র দিকে। তাঁর বক্তব্য, বিজেপি নেতা অরুণ জেটলি, বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন।
পাঁচ বার হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন বীরভদ্র। এখনও তাঁর রাজনৈতিক কাজকর্মের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে হিমাচলপ্রদেশ। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা প্রেম কুমার ধুমলের মতে, এই অভিযোগে ফের লজ্জায় পড়েছে দেশ। বিজেপিকে দোষ দিয়ে বীরভদ্র পার পাবেন না। বিশেষ তদন্তকারী দল গঠন করার দাবি করেছেন অনুরাগ ঠাকুর।
বীরভদ্র ইস্পাতমন্ত্রী থাকার সময়ে ইস্পাত ইন্ডাস্ট্রিজের প্রোমোটার ছিলেন বিনোদ মিত্তল। বিনোদ জানিয়েছেন, তিনি এখন বিদেশে। তাই বিষয়টি নিয়ে তিনি কিছু জানেন না। এখন ইস্পাতের প্রোমোটার জে এস ডব্লিউ গোষ্ঠী। প্রয়োজনে তাদের সঙ্গে কথা বলতে সংবাদমাধ্যমকে অনুরোধ করেছেন বিনোদ। জে এস ডব্লিউ গোষ্ঠী জানিয়েছে, ঘটনাটি তাদের ইস্পাত ইন্ডাস্ট্রিজ অধিগ্রহণের আগের। তাই আগের কর্তৃপক্ষই বিষয়টি ব্যাখ্যা করতে পারবেন। |
|
|
|
|
|