চাষের জন্য রিভার পাম্প থেকে জল দেওয়ার ক্ষেত্রে চাষিদের কাছ থেকে বেশি টাকা চাওয়ার অভিযোগ উঠল বাগদা ব্লকের মথুরা গ্রামে। এই বিষয়ে অভিযোগ জানিয়ে চাষিরা বৃহস্পতিবার বাগদার বিডিও খোকনচন্দ্র বালার কাছে স্মারকলিপি জমা দেন। বিডিও বলেন, “চাষিদের অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” চাষিদের দাবি, ইছামতী নদী থেকে সরকারি রিভার পাম্পের মাধ্যমে খেতে জল দেওয়া হয়। আমন চাষের জন্য একর প্রতি জমিতে জল বাবদ পাম্প কর্তৃপক্ষ ২০৪ টাকা করে বিল দিচ্ছে। অথচ চাষিদের থেকে দাবি করা হচ্ছে ৯০০ টাকা। চাষিদের আরও অভিযোগ, অতিরিক্ত টাকা দিতে রাজি না হওয়ায় তাঁদের খেতে জল দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পাম্পটি একটি কমিটির মাধ্যমে পরিচালনা করা হয়। ওই কমিটির সম্পাদক মশিয়ার ধাবক বলেন, “মেশিন খারাপ হলে মেরামতি, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং কর্মীদের বেতন দেওয়ার জন্যই এই অতিরিক্ত টাকা চাওয়া হচ্ছে। তবে চাষিদের সমস্যাও খতিয়ে দেখা হচ্ছে।” বিধায়ক এমন কথা বললে সাধারণ মানুষ অবশ্য পুলিশের উপরে আস্থা রাখতে পারছেন না।
|
গত দু’দিন নিঁখোজ থাকার পর এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল তাঁরই বাড়ির কাছের একটি মেছোভেড়ি থেকে। শুক্রবার ঘটনাটি ঘটেছে মিনাখাঁ থানার চাপালি গ্রাম পঞ্চায়েতের চাপালি আবাদ গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বুড়ো সর্দার (২৬)। দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। নিহতের বাবা শ্রীদাম সর্দার বলেন, “ছেলে যখন যে কাজ পেত ছেলে সেই কাজই করত। বুধবার একটু আসছি বলে বাড়ি থেকে বেরানোর পর তাঁর আর খোঁজ পাওয়া যায়নি।” শুক্রবার সকালে গ্রামবাসীরা মেছোভেড়িতে তাঁর দেহ ভাসতে দেখেন।
|
রান্নার গ্যাসের দাম বাড়ানো, সারের মূল্যবৃদ্ধি এবং এফডিআই বিলের প্রতিবাদে শুক্রবার বাদুড়িয়ার রামচন্দ্রপুরের নারকেলবেড়িয়া গ্রামে প্রতিবাদ সভা করল তৃণমূল। সভায় বক্তব্য রাখেন তৃণমূলের পঞ্চায়েত সেলের আহ্বায়ক নারায়ণ গোস্বামী, তুষার সিংহ, রমেন সর্দার প্রমুখ। সভায় বাদুড়িয়ার শতাধিক কংগ্রেস কর্মী তৃণমূলে যোগ দেন। রবিবার, কেন্দ্রের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাসনাবাদ থেকে বাদুড়িয়া পর্যন্ত মোটর সাইকেল র্যালিতে যোগ দেবেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, অনগ্রসর শ্রেণি ও কল্যাণ দফতরের মন্ত্রী উপেন বিশ্বাস, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বসিরহাটের সাংসদ নুরুল ইসলাম প্রমুখ।
|
এক কিশোরকে গুলি করার অভিযোগে গ্রেফতার হল এক দুষ্কৃতী। শুক্রবার, আগড়পাড়ায়। পুলিশ জানায়, পাড়ার মাঠে রাহুল রায় নামে ওই কিশোরকে গুলি করে স্থানীয় দুষ্কৃতী গোপাল পাল। স্থানীয়েরা গোপালকে পুলিশে দেন। রাহুল হাসপাতালে ভর্তি। |