খুনে যাবজ্জীবন মহিলা-সহ ৮ জনের |
খুনের অভিযোগে এক মহিলা সহ আট জনকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিলেন কৃষ্ণনগক জেলা আদালতের তৃতীয় ফাস্ট ট্রাক আদালতের বিচারক ফতেমা ইয়াসমিন। শুক্রবার তিনি এই সাজা ঘোষনা করেন। সাজাপ্রাপ্তরা হল চাপড়ার তালু হুদা গ্রামের বাসিন্দা রশিদ মোল্লা, তার স্ত্রী নিছারণ বিবি ও দুই ভাই খবির মোল্লা ও শামসুর মোল্লা। এ ছাড়াও তিন আত্মীয় নুর হোসেন মোল্লা, জানদার মোল্লা ও নিয়ত মোল্লা। এ ছাড়াও এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে পাশের হাটরা গ্রামের হোসেন শেখকেও একই সাজা দেন বিচারক।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালের ২১ মে তালুহুদা ভজা পাড়ায় বাজারের ভিতরে একটি কাপড়ের দোকানের সামনে কুপিয়ে খুন করা হয় আব্দার শেখকে (৪৫)। ঘটনাস্থলেই দাঁড়িয়ে ছিল তাঁর ছেলে নাজমুল শেখ।
নাজমুলই ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে তদন্তে নেমে পুলিশ হোসেন শেখের জড়িয়ে থাকার কথা জানতে পারে।
সরকার পক্ষের আইনজীবী অশোক মুখোপাধ্যায় বলেন, “নিহত আব্দার শেখ ও মূল অভিযুক্ত রসিদ মোল্লা দু’জনই সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিল। ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোলের জেরে ২০০৭ সালেও রশিদ আব্দারকে খুনের চেষ্টা করেছিল। জেলা আদালতে সেই মামলার বিচারও চলছিল। আব্দারের আদালতে সাক্ষ্য দেওয়ার কথা ছিল। তা বন্ধ করার জন্যই তাকে খুন করে রসিদ মোল্লা।”
|
সালিশিসভা বসিয়ে এক রেশন ডিলারের ৩ লক্ষ টাকা জরিমানা করার রায় দেন গ্রামবাসীরা। সামশেরগঞ্জ থানার চাচন্ডায় শুক্রবার দুপুরে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। উদ্ধার করে রেশন ডিলারকে। ওই ডিলারের বিরুদ্ধে অভিযোগ তিনি রেশনদ্রব্য গ্রামবাসীদের না দিয়ে কালোবাজারে বিক্রি করছেন। দিন তিনেক আগে পাচারের সময় গ্রামবাসীরা তার দোকান থেকে ১৬ বস্তা আটা আটক করে। পুলিশ এসে বস্তাগুলিকে একটি বাড়িতে সিল করে রাখে। শুক্রবার এই ঘটনাকে সামনে রেখে গ্রামবাসীরা ওই রেশন ডিলারের বাড়ির পাশের একটি মাঠে সালিশীসভা বসায়। তখনই ওই জরিমানা করা হয়। ওই রেশন ডিলার হুমায়ুন রেজা বলেন, “এত টাকা আমি দিতে পারব না। দরকারে রেশন ডিলার ছেড়ে দেব।” হঠাৎ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। ওই ডিলার পুলিশের কাছে সালিশীসভার রায়ের ব্যাপারে কোনও অভিযোগ জানাতে চাননি। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, ‘‘কেউ অন্যায় করলে তার জন্য পুলিশের কাছে অভিযোগ জানাতে হবে। নিজেরাই আইন হাতে তুলে নিয়ে বিচার করবেন তা মানা যাবে না। এ ব্যাপারে অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
|
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের ঘটনায় জুয়েল শেখ নামে এক যুবককে শুক্রবার ১০ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন জঙ্গিপুরের তৃতীয় ফাস্ট ট্রাক আদালতের বিচারক বিদ্যুৎকুমার রায়। আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৭ ডিসেম্বর রাতে জুয়েল ফরাক্কার ইমামনগরের ওই কিশোরীকে ধর্ষণ করে। বিয়ের প্রতিশ্রুতিও দেয়। পরে তার একটি সন্তানও হয়। বাবা-মা হারা ওই কিশোরী দাদু, দিদিমার কাছেই মানুষ। জুয়েল পরে বিয়ে করতে অস্বীকার করলে ওই কিশোরী তার নামে জঙ্গিপুর মহকুমা আদালতে মামলা করে। আদালতের নির্দেশে ফরাক্কা থানার পুলিশ একটি এফআইআর রুজু করে ওই যুবককে গ্রেফতারও করে। পরে জামিনে ছাড়াও পায় সে। এ দিন তার সাজা ঘোষণা করা হয়। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।
|
শিয়ালমারিতে শুক্রবার দুপুরে এক বালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক প্রৌঢ়ের বিরুদ্ধে। তিনি অবশ্য পলাতক।
|
সকালে বাড়ির পাশে পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল সামিম শেখ (৮) নামে এক বালকের। শুক্রবার রঘুনাথগঞ্জ থানার কৃষ্ণশাইল গ্রামের ঘটনা। |