|
...ঢাকে পড়ল কাঠি |
কনকদুর্গার সন্ধানে
প্লাস্টিকের বোতলের মণ্ডপ থেকে নেপালের রাজবাড়ির
দেবী।
থিমের নতুনত্ব খুঁজে দেখলেন আর্যভট্ট খান |
|
নাগেরবাজার বাপুজি কলোনি অধিবাসীবৃন্দ: রাজস্থানের হাওয়ামহলের আদলে ফাইবার দিয়ে তৈরি হবে এ বারের পুজোমণ্ডপ। হাওয়ামহলের ভেতরের কারুকাজও মণ্ডপে অবিকল ফুটিয়ে তোলা হবে বলে উদ্যোক্তাদের দাবি।
অমরপল্লি অধিবাসীবৃন্দ: দক্ষিণ ভারতের মীনাক্ষী মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। ব্যবহার করা হচ্ছে থার্মোকল।
নাগেরবাজার ভগবতী পার্ক সবর্র্জনীন: এ বারের থিম নেপালের রাজবাড়ি। মণ্ডপের ভেতরে থার্মোকলের উপরে নানা কোলাজের আকারে থাকবে কাঁসা-পিতলের কারুকাজ।
কাজিপাড়া যুববৃন্দ: এ বছরের থিম ঝাড়গ্রামের চিল্কিগড়ের কনকদুর্গা মন্দির। জঙ্গলের ভিতরের গা-ছমছমে পরিবেশ থাকবে মণ্ডপ জুড়ে। নাগেরবাজার থেকে ক্লাইভ হাউস পর্যন্ত থাকবে আলোকসজ্জা।
নব রবিবাসর যুগীপাড়া: ৫৫ বছরের এই পুজোর অভিনবত্ব মণ্ডপসজ্জায় প্লাস্টিকের বোতলের ব্যবহার। দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি হবে মণ্ডপ। কিছু বোতলের ভেতরে অভ্র ভরে নানা রঙের আলো ফেলা হবে।
শেঠবাগান সর্বজনীন: এ বার ৬২ বছরের পুজোয় শেঠবাগানে উঠে আসবে এক টুকরো রাজস্থান। থাকবে রাজস্থানি ঘরানার খুঁটিনাটিও।
ফকিরবাগান সর্বজনীন: দমদম মধুগড় এলাকার এই পুজোয় কাজ করছেন স্থানীয় ডোমপাড়ার শিল্পীরা। বাঁশের তৈরি মণ্ডপে দেখা যাবে অভিনব শিল্পকর্ম।
মতিঝিল সবর্র্জনীন: সাবেকিয়ানা বজায়
রেখে হবে এ বছরের পুজো। রোজ
সাংস্কৃতিক অনুষ্ঠান।
|
|
|
নাগেরবাজার বাপুজি কলোনি অধিবাসীবৃন্দ |
নাগেরবাজার ভগবতী পার্ক সর্বজনীন |
|
১১ পল্লি সুকান্তপল্লি সর্বজনীন: সাবেক প্রতিমায় পুজো। রোজ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এয়ারপোর্ট সিটি আবাসিকবৃন্দ: তাইল্যান্ডের প্যাগোডার অনুকরণে মণ্ডপ। একচালার সাবেক প্রতিমা। সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাদরা অগ্রগামী: ৩৯ বছরের এই পুজোয় বজায় থাকবে সাবেকিয়ানা। রোজই নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
মলপল্লি সর্বজনীন: পুরনো কলকাতার চালচিত্র ফুটিয়ে তোলা হবে পুজোমণ্ডপ জুড়ে। এ বার এই পুজোর ৫২ বছর।
মল এনক্লেভ আবাসিকবৃন্দ: মহিলা পরিচালিত এই পুজোর বিশেষ আকর্ষণ আলোকসজ্জা। সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান।
গোরাবাজার বাণীসঙ্ঘ: প্রতিমার ডাকের সাজ। মার্বেলের মন্দিরের আদলে মণ্ডপ।
দমদম ক্যান্টনমেন্ট অনামী সঙ্ঘ: গোরাবাজার এলাকার বহু পুরনো এই পুজোর বিশেষত্ব সাবেকিয়ানা।
|
|
|
মলপল্লি সর্বজনীন |
নব রবিবাসর যুগীপাড়া |
|
দমদম ক্যান্টনমেন্ট বারোয়ারিতলা সর্বজনীন: সাবেক ঘরানার এই পুজোয় রোজই হবে
নানা অনুষ্ঠান।
কয়লাবিহার বসুন্ধরা অধিবাসীবৃন্দ: ১২ বছরের এই পুজোর বৈশিষ্ট্যও সাবেকিয়ানা। পুজো ঘিরে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।
এয়ারপোর্ট ১ নং মতিলাল অধিবাসীবৃন্দ: ৬২ বছরে পা দিল এই পুজো। কাঁথির অভিনব মণ্ডপ ও কৃষ্ণনগরের প্রতিমা এই পুজোর বিশেষ আকর্ষণ। |
ছবি: সুদীপ ঘোষ |
|