...ঢাকে পড়ল কাঠি

নাগেরবাজার বাপুজি কলোনি অধিবাসীবৃন্দ:
রাজস্থানের হাওয়ামহলের আদলে ফাইবার দিয়ে তৈরি হবে এ বারের পুজোমণ্ডপ। হাওয়ামহলের ভেতরের কারুকাজও মণ্ডপে অবিকল ফুটিয়ে তোলা হবে বলে উদ্যোক্তাদের দাবি।

অমরপল্লি অধিবাসীবৃন্দ: দক্ষিণ ভারতের মীনাক্ষী মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। ব্যবহার করা হচ্ছে থার্মোকল।

নাগেরবাজার ভগবতী পার্ক সবর্র্জনীন: এ বারের থিম নেপালের রাজবাড়ি। মণ্ডপের ভেতরে থার্মোকলের উপরে নানা কোলাজের আকারে থাকবে কাঁসা-পিতলের কারুকাজ।

কাজিপাড়া যুববৃন্দ: এ বছরের থিম ঝাড়গ্রামের চিল্কিগড়ের কনকদুর্গা মন্দির। জঙ্গলের ভিতরের গা-ছমছমে পরিবেশ থাকবে মণ্ডপ জুড়ে। নাগেরবাজার থেকে ক্লাইভ হাউস পর্যন্ত থাকবে আলোকসজ্জা।

নব রবিবাসর যুগীপাড়া: ৫৫ বছরের এই পুজোর অভিনবত্ব মণ্ডপসজ্জায় প্লাস্টিকের বোতলের ব্যবহার। দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি হবে মণ্ডপ। কিছু বোতলের ভেতরে অভ্র ভরে নানা রঙের আলো ফেলা হবে।

শেঠবাগান সর্বজনীন: এ বার ৬২ বছরের পুজোয় শেঠবাগানে উঠে আসবে এক টুকরো রাজস্থান। থাকবে রাজস্থানি ঘরানার খুঁটিনাটিও।

ফকিরবাগান সর্বজনীন: দমদম মধুগড় এলাকার এই পুজোয় কাজ করছেন স্থানীয় ডোমপাড়ার শিল্পীরা। বাঁশের তৈরি মণ্ডপে দেখা যাবে অভিনব শিল্পকর্ম।

মতিঝিল সবর্র্জনীন: সাবেকিয়ানা বজায় রেখে হবে এ বছরের পুজো। রোজ সাংস্কৃতিক অনুষ্ঠান।

নাগেরবাজার বাপুজি কলোনি অধিবাসীবৃন্দ নাগেরবাজার ভগবতী পার্ক সর্বজনীন

১১ পল্লি সুকান্তপল্লি সর্বজনীন:
সাবেক প্রতিমায় পুজো। রোজ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এয়ারপোর্ট সিটি আবাসিকবৃন্দ: তাইল্যান্ডের প্যাগোডার অনুকরণে মণ্ডপ। একচালার সাবেক প্রতিমা। সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাদরা অগ্রগামী: ৩৯ বছরের এই পুজোয় বজায় থাকবে সাবেকিয়ানা। রোজই নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

মলপল্লি সর্বজনীন: পুরনো কলকাতার চালচিত্র ফুটিয়ে তোলা হবে পুজোমণ্ডপ জুড়ে। এ বার এই পুজোর ৫২ বছর।

মল এনক্লেভ আবাসিকবৃন্দ: মহিলা পরিচালিত এই পুজোর বিশেষ আকর্ষণ আলোকসজ্জা। সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান।

গোরাবাজার বাণীসঙ্ঘ: প্রতিমার ডাকের সাজ। মার্বেলের মন্দিরের আদলে মণ্ডপ।

দমদম ক্যান্টনমেন্ট অনামী সঙ্ঘ: গোরাবাজার এলাকার বহু পুরনো এই পুজোর বিশেষত্ব সাবেকিয়ানা।

মলপল্লি সর্বজনীন নব রবিবাসর যুগীপাড়া

দমদম ক্যান্টনমেন্ট বারোয়ারিতলা সর্বজনীন:
সাবেক ঘরানার এই পুজোয় রোজই হবে নানা অনুষ্ঠান।

কয়লাবিহার বসুন্ধরা অধিবাসীবৃন্দ: ১২ বছরের এই পুজোর বৈশিষ্ট্যও সাবেকিয়ানা। পুজো ঘিরে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।

এয়ারপোর্ট ১ নং মতিলাল অধিবাসীবৃন্দ: ৬২ বছরে পা দিল এই পুজো। কাঁথির অভিনব মণ্ডপ ও কৃষ্ণনগরের প্রতিমা এই পুজোর বিশেষ আকর্ষণ।

ছবি: সুদীপ ঘোষ




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.