|
...ঢাকে পড়ল কাঠি |
মায়া সভ্যতায় দেবী
কোথাও পাখি বাঁচানোর বার্তা। কোথাও
অকাল বোধনের কাহিনি। দেখে এলেন আর্যভট্ট খান |
|
কপালিটোলা সর্বজনীন দুর্গোৎসব: ৪৭ বছরের পুরনো পুজো। চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে বৌবাজার থানার কাছের এই পুজোয় মণ্ডপ তৈরি হচ্ছে দক্ষিণ ভারতের মন্দিরের আদলে। ভিতরে থাকবে নানা কারুকার্য।
নাগরিক কল্যাণ সমিতি: এই পুজোর থিম মন-পাখি। লাটাই, ঘুড়ির মতো নানা খেলনা দিয়ে তৈরি হয়েছে নানা ধরনের পাখি। এমনকী তির-ধনুক দিয়েও তৈরি হচ্ছে পাখি। পাখিদের বাঁচিয়ে রাখার বার্তা দেওয়া হবে।
গোল্ডেন স্টার অ্যাথলেটিক ক্লাব: মহাজাতি সদনের কাছের এই পুজো সাবেক। ৪২ বছরের পুরনো এই পুজোর মণ্ডপ তৈরি হচ্ছে মন্দিরের অনুকরণে।
অকাল বোধন দুর্গোৎসব: চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের মহম্মদ আলি পার্কের কাছে এই পুজোয় অকাল বোধনের কাহিনিই থিম। অসুর থাকবে না। রামের দুর্গাপুজো নানা কোলাজে
দেখা যাবে।
জেলিয়াটোলা নবদুর্গা পুজো সমিতি: এই পুজো ৭৫ বছরে পা দিল। প্যাগোডার ধাঁচে মণ্ডপ। দুর্গার যোগিনী রূপ।
হিন্দু মহাসভা সর্বজনীন দুর্গোৎসব কমিটি: গিরিশ পার্ক এলাকার এই পুজো ৬৮ বছরে পা দিল। মণ্ডপ সিকিমের পদ্মভূষণ মন্দিরের আদলে তৈরি হচ্ছে। প্রবেশপথে ইন্ডিয়া গেটের অনুকরণ।
থিম: সত্যমেব জয়তে। ৩১ হাতের প্রতিমা।
|
|
|
কুমোরটুলি পার্ক সর্বজনীন |
শোভাবাজার সর্বজনীন দুর্গাপুজো |
|
আগন্তুক দুর্গোৎসব কমিটি: সাবেক পুজো। মণ্ডপের উপরের অংশ ছাতার মতো। মণ্ডপের ভিতরে থাকবে নানা কারুকার্য। ৬-এর পল্লি সাধারণ দুর্গোৎসব, পরিচালনায় বহ্নিশিখা: এই পুজো ৭৫ বছরে পা দিল। সাবেক প্রতিমা। মন্দিরের অনুকরণে মণ্ডপ। মণ্ডপ জুড়ে থাকবে
নানা কারুকার্য।
ভারতীয় তরুণ সঙ্ঘ: মানুষ তার নিজের স্বার্থে প্রকৃতিকে ধ্বংস করছে। এর কুপ্রভাব কী ভাবে পড়ছে তা দেখা যাবে এই মণ্ডপে। ঢোকার পথটি গুহার মতো। ঝর্না, গাছপালা পেরিয়ে প্রতিমা দেখা যাবে।
শোভাবাজার ৯-এর পল্লি: সাবেক পুজো। মণ্ডপ জুড়ে থাকবে শোলার নানা ধরনের কাজ।
রমেশ দত্ত স্ট্রিট সর্বজনীন: এই পুজোর থিম নেই। তবে থাকছে নানা সামাজিক সচেতনতার বার্তা। যেমন, মণ্ডপ ঘিরে রয়েছে এড্স নিয়ে সচেতনতার কথা। চালচিত্রের ছবি এঁকেছে স্থানীয় স্কুলের খুদেরা।
|
|
ভারতীয় তরুণ সঙ্ঘ |
শোভাবাজার মৈত্রী সঙ্ঘ: এ বারের থিম মায়া সভ্যতা। মায়া সভ্যতার ক্যালেন্ডার কেমন ছিল তা এই মণ্ডপে এলে দেখা যাবে। থাকছে সেই সময়ের মানুষ ও পশুপাখির নানা মডেল। মানুষের জীবিকা কেমন ছিল তা-ও দেখা যাবে।
হাটখোলা গোঁসাইপাড়া সর্বজনীন দুর্গোৎসব: মণ্ডপ জুড়ে থাকবে নানা ধরনের মাছের ছবি। থাকবে ফাইবারের তৈরি নানা ধরনের মডেল। আলতা, সিঁদুর দিয়ে মণ্ডপ সাজানো হবে। প্রতিমার সাজেও থাকবে অভিনত্ব।
কুমোরটুলি পার্ক সর্বজনীন: মণ্ডপে গুজরাতের শিল্প-সংস্কৃতিকে তুলে ধরা হবে। গুজরাতের সঙ্গে পশ্চিমবঙ্গের শিল্প-সংস্কৃতির মিল কোথায় তাও দেখা যাবে এখানে। মণ্ডপে হবে
গুজরাতি নাচ।
শোভাবাজার সর্বজনীন দুর্গাপুজো পরিচালনায় সংগ্রামী: ৪২ বছরে পা দিল এই পুজো। জ্যোতিষশাস্ত্রের নানা দিক তুলে ধরা হবে। থাকবে জ্যোতিষশাস্ত্রের বিবর্তনও। সূর্য, গ্রহ, নক্ষত্রের মডেলও থাকবে। |
ছবি: স্বাতী চক্রবর্তী |
|