...ঢাকে পড়ল কাঠি

বেলেঘাটা নবমিলন:
এক দিকে জলের অভাবে সমাজজীবন, অন্য দিকে জলের প্রবাহ বজায় থাকলে সমাজ জীবনে তার প্রভাব এই দু’টি দিকই তুলে ধরা হবে এই পুজোর থিমে। ধরিত্রী মাতার আদলে তৈরি প্রতিমা। ৮১তম বর্ষে পুজোর দায়িত্বে মহিলারা।

৩৩-এর পল্লি সর্বজনীন: আদিম যুগের মাতৃআরাধনার ছবি ফুটে উঠবে এই পুজোয়। গুহার আদলে মণ্ডপের ভিতরে ও বাইরেও থাকবে কারুকার্য। পাইপ, অ্যালুমিনিয়ম, বেত, প্লাইয়ের মতো উপকরণ দিয়ে সাজানো হচ্ছে মণ্ডপ। ১১ ফুটের সনাতনী দেবী দুর্গা, অসুর মাত্র এক ফুটের। শুভ আর অশুভের পার্থক্য দেখাতেই এই পরিকল্পনা বলে দাবি কর্মকর্তাদের।

সন্ধানী: সংবাদ শিরোনামে থাকা জঙ্গলমহলের আদিবাসীদের জীবনযাত্রাকে তুলে ধরবেন উদ্যোক্তারা। ৪২তম বর্ষে প্রতিমাও সেই আদলে। বাঁশের কাজ ও গাছগাছালি দিয়ে সাজানো হচ্ছে মণ্ডপ। থাকবে জঙ্গলমহলের ২২ জনের একটি প্রতিনিধি দলও।

নারকেলডাঙা শীতলামন্দির সর্বজনীন: থিম নয়, ৮৬তম বর্ষে সাবেক রীতির মণ্ডপ ও প্রতিমা।

পূর্ব কলকাতা সর্বজনীন: ৬৭তম বর্ষে যামিনী রায়ের শিল্পকে কেন্দ্র করেই পুজোর ভাবনা। গুহার আদলে মণ্ডপ। শিল্পীর আঁকা দুর্গার আদলে প্রতিমা। মণ্ডপসজ্জাতে থাকছে শিল্পীর বিভিন্ন ছবির অনুকরণ।

নবজাগ্রত সঙ্ঘ মিত্র সঙ্ঘ পূর্ব কলকাতা সর্বজনীন

পূর্ব কলকাতা ছাত্র সমিতি:
৫৫তম বর্ষ। এ বারের ভাবনায় নাগাল্যান্ডের উপজাতি মানুষের জীবনযাত্রা। থিম অনুযায়ী মণ্ডপ
এবং প্রতিমা।

বিবেকানন্দ সঙ্ঘ: থিম ‘রুদ্রাক্ষে রুদ্রাণী’। দশ হাজার রুদ্রাক্ষ, নামাবলি, চট-সহ বিভিন্ন উপকরণে সেজে উঠবে মণ্ডপ ও প্রতিমা। মণ্ডপ সিংহাসনের আদলে।

বিজয়ী সঙ্ঘ: ১৪তম বর্ষে হরিদ্বারের একটি মন্দিরের আদলে মণ্ডপ। প্রতিমা সাবেক।

শুঁড়া যুবকবৃন্দ: ১৯তম বর্ষে মন্দিরের আদলে মণ্ডপ। একচালার সাবেক প্রতিমা।

শুঁড়া স্পোর্টিং ক্লাব: ৭১তম বর্ষে সাবেক রীতির মণ্ডপ ও একচালার মাটির প্রতিমা। প্রতিমার অলঙ্করণ খড়ের।

ধীরেন চারু স্মৃতি সঙ্ঘ: ৬২তম বর্ষে সাবেক মণ্ডপ ও প্রতিমা।

মিত্র সঙ্ঘ: ৫২তম বর্ষে থিম গোপাল ভাঁড়। মন্দিরের আদলে মণ্ডপ ও নদিয়ার সাবেক প্রতিমা। থাকছে হাত-পা নাড়া পুতুল।

৩৩-এর পল্লি সর্বজনীন বেলেঘাটা নবমিলন

মুক্তি সঙ্ঘ:
৫৫তম বর্ষে সাবেক প্রতিমা ও মন্দিরের আদলে মণ্ডপ।

খালপুল সংহতি: ৬৭তম বর্ষে সাবেক রীতির মণ্ডপ ও ডাকের সাজের প্রতিমা।

বেলেঘাটা অগ্রণী: ৪১তম বর্ষে আগ্রার ফতেপুর সিক্রির আদলে মণ্ডপ। সাবেক প্রতিমা। আলোকসজ্জায় থাকছে এলইডি-র ব্যবহার। পুজোর খরচ কমিয়ে তৈরি হচ্ছে দুঃস্থ ছাত্রছাত্রীদের বিদ্যালয়।

বেলেঘাটা প্রগতি সংসদ: ৪৯তম দক্ষিণ ভারতের মন্দিরের আদলে মণ্ডপ ও কৃষ্ণনগরের প্রতিমা। সাবেক ও থিমের মিশেল।

বালকবৃন্দ: ৮৯তম বর্ষে মাদুর, ঝুড়ি, কলসি, কুলো-সহ বিভিন্ন উপকরণে সেজে উঠছে কুলোর আদলে মণ্ডপ।

নবজাগ্রত সঙ্ঘ: ৪৬তম বর্ষে থিম আলাদিনের প্রাসাদ। থাকছে আশ্চর্য প্রদীপ-সহ আলাদিনের ব্যবহার্য বিভিন্ন উপকরণ। সাবেক রীতির সঙ্গে থিমের ভাবনার মিশেলে প্রতিমা।

গুরদাস পার্ক সর্বজনীন: ৪৯তম বর্ষে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আদলে মণ্ডপ। কৃষ্ণনগরের প্রতিমা।

কাদাপাড়া সর্বজনীন সন্ধানী

কাদাপাড়া সর্বজনীন: রেড ইন্ডিয়ান থেকে জারোয়া, আদিবাসীদের জীবনযাত্রা ও তাঁদের উৎসব এ বারের ভাবনায়। কষ্টিপাথরের মতো প্রতিমা, আটচালা মণ্ডপ। তাল, হোগলা, নারকেল ইত্যাদি পাতা থাকছে মণ্ডপসজ্জায়।

মানিকতলা বারোয়ারি দুর্গাপুজো কমিটি: স্বামী বিবেকানন্দের জন্মের সাধর্র্শতবর্ষে এই মণ্ডপে থাকবে বিবেকানন্দের বিশাল মূর্তি। বিবেকানন্দের শিকাগোর ঐতিহাসিক বক্তৃতা থেকে শুরু করে নানা কার্যকলাপ ফ্লেক্সের মাধ্যমে তুলে ধরা হবে।

২৯ পল্লি সর্বজনীন বাগমারি বাজার: ৬৫ বছরে পা দিল এই সাবেক পুজো। আলোকসজ্জায় থাকে অভিনবত্বের ছোঁয়া।

শীতলাতলা সর্বজনীন: বাগমারি এলাকার সাবেক এই পুজো ৮৬ বছরে পা দিল।

মানিকতলা হাউসিং এস্টেট অধিবাসীবৃন্দ: সাবেক পুজো। পুজোর পাঁচ দিনই চলে নানা অনুষ্ঠান।

পূর্ব বাগমারি সর্বজনীন: ৬৫ বছরে পা দিল সাবেক এই পুজো। থাকবে নানা অনুষ্ঠান।

ছবি: শৌভিক দে




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.