পছন্দের ক্রেতার খোঁজ পেলেন ডেকান চার্জার্সের মালিকেরা। জাতীয় স্টক এক্সচেঞ্জে সেই খবর আসার পরই তাদের শেয়ারের দর বেড়ে গেল। কিন্তু তাতেও স্বস্তি পেলেন কই ডেকান কর্তারা? ভেবেছিলেন, এবার অন্তত দলকে আইপিএলে খেলানো যাবে। কিন্তু আদালতের নির্দেশ অনুযায়ী শুক্রবার বিকেলের মধ্যে ১০০ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি না দিতে পারায় শেষ পর্যন্ত পরবর্তী আইপিএল থেকে ছাঁটাই হয়ে গেল ২০০৯-এর চ্যাম্পিয়ন ডেকান চার্জার্স।
শুক্রবার সকালেই নিজেদের মধ্যে আলোচনায় ফ্র্যাঞ্চাইজি বিক্রি করার সিদ্ধান্ত নেয় ডেকান ক্রনিকল হোল্ডিংস লিমিটেড। মুম্বইয়ের নামী রিয়েল এস্টেট সংস্থা কমলা ল্যান্ডমার্ক প্রায় এক হাজার কোটি টাকায় আইপিএলের দলটি কিনে নিতে রাজিও হয়ে যায়। যদিও টাকার অঙ্কটা সরকারি ভাবে জানাতে চাননি ডেকান কর্তারা। কিন্তু দুপুরে মুম্বই হাইকোর্ট তাঁদের আর্জি নাকচ করে দেওয়ায় শেষ পর্যন্ত আইপিএল ২০১৩-য় ডেকানের খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল।
ব্যাঙ্ক গ্যারান্টি দেওয়ার জন্য আরও তিন দিন সময় চেয়েছিলেন ডেকান ক্রনিকল হোল্ডিংসের কর্তারা। আগেও তাঁরা একবার সময় চেয়ে পেয়েছিলেন। এর আগের আবেদনে ৯ অক্টোবর থেকে সময়সীমা বাড়িয়ে শুক্রবার পর্যন্ত করেন মুম্বই হাইকোর্টের বিচারপতি এস জে কাঠাওয়ালা। তাই এদিন আর সময় চেয়েও পেলেন না ডেকান কর্তারা। তাঁদের এবারের আর্জি নাকচ করে দিল হাইকোর্ট। ফলে বিসিসিআই এবার ডেকানকে আইপিএল থেকে অনায়াসে ছেঁটে ফেলার সুযোগ পেয়ে গেল। আদালত আগেই জানিয়েছিল সে কথা।
গত মাসেই চেন্নাইয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলের জরুরি বৈঠকেই ডেকানকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে নালিশ জানান ডেকানের কর্তারা। আদালত বোর্ডের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করে। কিন্তু শর্ত দেয়, ৯ অক্টোবরের মধ্যে ১০০ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি দিতে না পারলে দল তুলে দিতে হবে তাঁদের। শেষ পর্যন্ত সেটাই হল। বাঁচার জন্য খড়কুটো পেলেও শেষ পর্যন্ত জীবন পেল না ডেকান। |