অলিম্পিক পদক হয়তো বেঁচে যাচ্ছে আর্মস্ট্রংয়ের
সংবাদসংস্থা • লুসান |
শুধু ত্যুর দ্য ফ্রাঁ নয়। সিডনি অলিম্পিকে ব্রোঞ্জও জিতেছিলেন লান্স আর্মস্ট্রং। ডোপিং-বিতর্কে জড়িয়ে পড়ায় সেই পদক কাড়া হবে কি না তা নিয়ে জল্পনা এখন সাইক্লিং-বিশ্বে। শুক্রবার, ইন্টারন্যাশানাল অলিম্পিক কমিটির তরফ থেকে জানানো হয়েছে, ইউএস অ্যান্টি ডোপিং এজেন্সির রির্পোট তারা খুঁটিয়ে দেখবে, তার পরই সিদ্ধান্তে পৌঁছবে। পাশাপাশি আর্মস্ট্রংয়ের ব্রোঞ্জ পদক কেড়ে নেওয়া হবে কি না সেটা নিয়েও এই মুহূর্তে কোনও রকম মন্তব্য করতে রাজী নন আইওসি-র কর্তারা। তবে, আমস্ট্রংয়ের ব্রোঞ্জ পদক না-ও কাড়া হতে পারে বলে সূত্রের খবর।
|
প্রাক বিশ্বকাপে রোনাল্ডোরা হারলেন রাশিয়ার কাছে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গোল নষ্ট করার পর রোনাল্ডো। ছবি: এএফপি |
ক্লাবের হয়ে দুরন্ত ফর্মে থাকলেও প্রাক বিশ্বকাপ ম্যাচে দেশকে জেতাতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুক্রবার মস্কোতে ইউরোপ পর্বের গ্রুপ ‘এফ’-এ ফাবিও কাপেলোর দলের কাছে তাঁরা হারল ০-১ গোলে। এদিন, ম্যাচের ছয় মিনিটেই পর্তুগাল রক্ষণের ভুলের সুযোগ নিয়ে গোল করে যান রাশিয়ার আলেকজান্দার কার্জাকভ। তিন ম্যাচে নয় পয়েন্ট পেয়ে এই গ্রুপের শীর্ষে রইল রাশিয়ানরা। ছয় পয়েন্ট পেয়ে আপাতত গ্রুপে দ্বিতীয় রোনাল্ডোর দেশ।
|
শেষ চারে লিয়েন্ডার, মহেশরা
সংবাদসংস্থা • সাংহাই |
শুক্রবার সাংহাই মাস্টার্স ওপেনে সেমিফাইনালে পৌঁছে গেল লিয়েন্ডার-স্টেপানেক আর ভূপতি-বোপান্না জুটি। কোয়ার্টার ফাইনালে চতুর্থ বাছাই পেজ-স্টেপানেক জুটি ৬-৪, ৬-৪ হারাল সাম কুরি-কেভিন অ্যান্ডারসন জুটিকে। সেমিফাইনালে লিয়েন্ডারদের প্রতিপক্ষ যুর্গেন মেলজার-মিলস রাউনিক জুটি। দ্বিতীয় বাছাই ম্যাক্স মিরনি-ড্যানিয়েল নেস্টরকে ৭-৬ (৭), ৬-৪ হারালেন সপ্তম বাছাই ভূপতি-বোপান্না জুটি। সেমিফাইনালে ভূপতি-বোপান্না মুখোমুখি হবেন ব্রিটিশ জুটি কলিন ফ্লেমিং-রস হাটচিনসের।
|
বড় জয় পেল ডেম্পো, ড্র সালগাওকরের
সংবাদসংস্থা • মারগাঁও |
আই লিগে নিজেদের ছন্দে ডেম্পো। শুক্রবার পাঁচ গোলে স্পোটির্ং ক্লুব দ্য গোয়াকে উড়িয়ে দিল আর্মান্দো কোলাসোর দল। জোড়া গোল ক্লিফোর্ড মিরান্ডার। এ ছাড়া গোল করেছেন অ্যান্থনি পেরেরা, সুয়োকা এবং কোকো। প্রথম ম্যাচে চার্চিল বধের পর এ বার স্পোর্টিং বধ। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গতবারের চ্যাম্পিয়ন দল। শিলংয়ে আই লিগের অন্য ম্যাচে লাজংয়ের সঙ্গে ১-১ ড্র করল সালগাওকর। পৈলান অ্যারোজ, প্রয়াগ ইউনাইটেডও দু’টি করে ম্যাচ জিতে লিগ শীর্ষে।
|
প্রত্যাবর্তনে গোল কাকার
সংবাদসংস্থা • মালমো |
দু’বছর পর জাতীয় দলে কাকার প্রত্যাবর্তন হল গোল করে। ব্রাজিল আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচে জিকোর ইরাককে ৬-০ হারাল। জোড়া গোল করেন অস্কার। কাকা ৩-০ করার পর বাকি গোলগুলি করেন হাল্ক, নেইমার ও লুকাস। |