|
|
|
|
সবংয়ে ফের সিপিই, খড়্গপুর সেই ত্রিশঙ্কু |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
খড়্গপুর কলেজের ছাত্রসংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেল না কেউই। ফলে সংসদ কার দখলে থাকবে, তা অস্পষ্ট। খড়্গপুরের পাশাপাশি শুক্রবার সবং, ডেবরা ও মেদিনীপুর মহিলা কলেজেও ছাত্রসংসদ নির্বাচন ছিল। সবং কলেজ ছাত্র পরিষদের (সিপি) দখলেই রয়েছে। মেদিনীপুর মহিলা কলেজ এসএফআইয়ের হাতছাড়া হয়েছে। এখানে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। ডেবরা কলেজ টিএমসিপি’র দখলেই থাকছে। মেদিনীপুর মহিলা কলেজে ৩২টি আসন ছিল। ১টি আসনে কোনও সংগঠনই প্রার্থী দিতে পারেনি। ১১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল টিএমসিপি। শুক্রবার ২০টি আসনে নির্বাচন হয়। সবক’টিতে জেতে টিএমসিপি’র প্রার্থীরা। তৃণমূলের ছাত্র সংগঠনের নেত্রী উপাসনা গুরুং বলেন, “ছাত্রছাত্রীরা এসএফআইয়ের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। নির্বাচনের ফলাফলই তার প্রমাণ।” গত বছরও মহিলা কলেজের ছাত্র সংসদ নিজেদের দখলে রাখতে পেরেছিল এসএফআই। মেদিনীপুরের এই কলেজে পরাজয়ের জন্য অবশ্য টিএমসিপি’র ‘সন্ত্রাসকে’ দুষছে সিপিএমের ছাত্র সংগঠন। এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত পণ্ডা বলেন, “এখানে সুষ্ঠ নির্বাচনের পরিবেশই ছিল না।” সবং কলেজের ছাত্রসংসদ সিপি’র দখলেই রয়েছে। ৩১টি আসনের মধ্যে আগেই ১১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল সিপি। এ দিন ২০টি আসনে নির্বাচন হয়। সবক’টিতে সিপি’র প্রার্থীরা জেতেন। ডেবরা কলেজে ২৩টি আসনের সবক’টি টিএমসিপি পেয়েছে। এই কলেজের ছাত্র সংসদ তৃণমূলের ছাত্র সংগঠনের দখলেই ছিল। খড়্গপুর কলেজের ছাত্র সংসদ নির্বাচনে গত বছরও কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলাফল ত্রিশঙ্কু হয়েছিল। পরে অবশ্য সংসদ গঠন করেছিল এসএফআই। এ বারও ফলাফল সেই ত্রিশঙ্কু। ৬৬টি আসনের মধ্যে টিএমসিপি পেয়েছে ৩০টি। এসএফআই ২৬টি। সিপি ও ডিএসও যথাক্রমে ৫টি করে আসন পেয়েছে। ফলে সংসদ কার দখলে থাকবে, টিএমসিপি না এসএফআই, তা সিপি এবং ডিএসও’র উপরই নির্ভর করছে। পরিস্থিতি দেখে সংসদ গঠনে ডিএসও’র সমর্থন পেতে ‘তৎপর’ হয়েছে তৃণমূলের ছাত্র সংগঠন। টিএমসিপি’র নেতা তাপস ভুঁইয়া বলেন, “ডিএসও সমর্থন করলে সংসদ গড়ব।” ডিএসও-র জেলা সম্পাদক ভীম মণ্ডল বলেন, “খড়্গপুরে ছাত্রসংসদ গঠনে আমাদের অবস্থান কী হবে, তা দলীয় স্তরে আলোচনা করে সিদ্ধান্ত হবে।” খড়্গপুরে কংগ্রেস-তৃণমূলের সম্পর্ক ‘মধুর’ নয়। এসএফআইও চেষ্টা করছে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সিপি’র সমর্থন নিয়ে সংসদ গঠন করতে। এসএফআইয়ের জেলা নেতা রাজীব মণ্ডল বলেন, “খড়্গপুরে কঠিন পরিস্থিতিতে লড়তে হয়েছে। সংসদ গঠনে কী হবে, এখনই বলা সম্ভব নয়।” |
|
|
|
|
|