|
|
|
|
চন্দ্রকোনা বিদ্যাসাগর কলেজ |
প্রতিদ্বন্দ্বিতা সংগঠনেই, অস্বস্তিতে টিএমসিপি |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
বিরোধী রাজনৈতিক দলগুলি লড়াইয়ের ময়দানে না-থাকলেও চন্দ্রকোনা বিদ্যাসাগর কলেজে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে পারল না তৃণমূল ছাত্র পরিষদ। আগামী ১৭ অক্টোবর চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যলয়ের ছাত্রসংসদ নির্বাচন। এ বার ভোটে সিপি ও এসএফআই প্রতিদ্বন্দ্বিতা করছে না। তা সত্ত্বেও কলেজের মোট ২০টি আসনের মধ্যে ১৯টিতেই ভোট হচ্ছে।
টিএমসিপি সূত্রে জানা গিয়েছে, গত ৮ ও ৯ অক্টোবর মনোনয়নপত্র তোলার পর থেকেই দলের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। ২০টি আসনের জন্য মোট ৫০টি মনোনয়নপত্র তোলেন টিএমসিপি-র ছেলেরাই। ছাত্রদের মধ্যে কোন্দল বন্ধ করতে দলের চন্দ্রকোনা শহর ও ব্লক কমিটির নেতারা একাধিক বার বৈঠকও করেন। কিন্তু তাতে কোনও সমাধন হয়নি। গত ১১ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও বৈঠকে বসেছিলেন স্থানীয় নেতৃত্বেরা। বৈঠকে কার-কত জন প্রার্থী থাকবেতা নিয়ে নিজেদের মধ্যেই শুরু হয়ে যায় তুমুল গণ্ডগোল। শেষ পর্যন্ত হাল ছেড়ে দেন ব্লক নেতৃত্ব। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিএসসি তৃতীয় বর্ষের একটি আসনে এক প্রার্থী মনোনয়নপত্র তুলে নেন। ওই আসনেই শুধু ভোট হবে না। বাকিগুলিতে পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন টিএমসিপি-র প্রার্থীরা।
চন্দ্রকোনা কলেজে নিজেদের মধ্যে লড়াই হওয়ায় অস্বস্তিতে পড়েছেন তৃণমূল ও টিএমসিপি নেতৃত্ব। তবে, প্রকাশ্যে সবাই মুখে কুলুপ এঁটেছেন। তৃণমূল ছাত্র পরিষদের জেলা চেয়ারম্যান রমাপ্রসাদ গিরি বলেন, “কোনও গোষ্ঠী কোন্দল নেই। একটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জন্যই ভোট হবে। ছাত্র-ছাত্রীরা যাঁদের ভোট দেবেনতাঁদেরই আমরা মেনে নেব।” স্থানীয় নেতা তথা দলের শহর কমিটির সভাপতি অশোক পালোধি এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। আর ব্লক সভাপতি অমিতাভ কুশারী বলেন, “ছাত্র সংগঠনের দু’পক্ষের মধ্যে ভোট হবেকথাটি ঠিক। এখনই আর কিছু বলব না।” কলেজের অধ্যক্ষ মানস চক্রবর্তী জানান, নির্দিষ্ট দিনেই ভোট হবে। তার প্রস্তুতিও চলছে। ঘাটাল মহকুমায় নাড়াজোল রাজ কলেজেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জেলা নেতাদের হস্তক্ষেপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল ছাত্র পরিষদ জয়ী হয়। অন্য দিকে মনোনয়নপত্র তোলার পর ক্রমাগত হুমকি দেওয়ায় ঘাটাল কলেজে ছাত্র পরিষদ নির্বাচন বয়কট করেছে। এসএফআই সমর্থকদেরও একই হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। যদিও তাঁরা নির্বাচনে লড়ছে। ঘাটাল কলেজে ৪৬টি আসনের মধ্যে ২০টি আসনে ১৮ অক্টোবর ভোট হবে। |
|
|
|
|
|