মনোরঞ্জন ২...
বিদ্যাং দেহি কার্ভস দেহি
হাড়-জিরজিরে প্যাঁকাটির মতো চেহারা আর পোষাচ্ছে না। শরীরে চাই ‘কার্ভ’। উঁহু, মধুবালা বা মীনাকুমারীর মতো নয়। এক্কেবারে সানি লিওনের মতো। বুকে কাঁপন ধরানো!

ওয়ানা বি মাই ছম্মক ছল্লো
“ইমাঃ! চেহারা দেখেছ মেয়েগুলোর? হাত-পাগুলো কাঠি কাঠি। শাড়ি পরলে কী বিশ্রী লাগে!” মুখ বেঁকিয়ে বললেন বছর তিরিশের রতি গঙ্গোপাধ্যায়।
ঠিক এই কারণেই উঠে গেল সাইজ জিরো হওয়ার ‘টশন’। কিছু ওয়েস্টার্ন পোশাক ছাড়া কোনও কিছুতেই যে ভাল লাগত না। বিদ্যা বালনের ‘ডার্টি’ কার্ভস এক ঝটকায় বদলে দিল স্টাইল-ট্রেন্ড। অনশনকারীরা (পড়ুন ডায়েটকারীরা) আবার খাওয়া ধরলেন।
চাই স্পষ্ট বাস্টলাইন। উন্নত হিপলাইন। কিন্তু প্রবলেম বাঁধাল পেট। থুড়ি অ্যাবস! বাস্টলাইন-হিপলাইনের সঙ্গে যে টোনড্ অ্যাবস্টিও চাই।
তাই না খেয়ে ডায়েট করা চলবে না। খেতেও হবে। ঝরাতেও হবে।
হাতে আর মাত্র সাতটা দিন। এর মধ্যে ‘ছম্মক ছল্লো’ মার্কা চেহারা বানানো চাট্টিখানি কথা নাকি!
লক্ষ্য বডি টোনিং
আগের বছর ‘সাইজ জিরো’ হতে গিয়ে ক্র্যাশ-ডায়েট করে অনেকেই নিজেদের শরীরের বারোটা বাজিয়ে ফেলেছেন। কেউ কেউ তো প্রায় না খেয়েই থেকেছেন। কিন্তু এ বার হিড়িক কার্ভসের। বাস্টি অ্যান্ড সেক্সি।
কলেজ ছাত্রী শতরূপার খুব পছন্দ হয়েছিল একটা বডি-হাগিং ড্রেস। কিন্তু ডায়েট করে করে শরীরটাতে যে আর কিস্সু নেই। এখন উপায়?
শতরূপার মতোই আরও অনেকের মন-খারাপের দাওয়াই বাতলে দিলেন গুরু বন্দ্যোপাধ্যায়। গোগ্রাসে খাওয়া নয়। আন্তর্জাতিক খ্যাতি-সম্পন্ন এই প্রশিক্ষক ছকে দিলেন ‘এনভিয়েবল্ কার্ভি বডি’ পাওয়ার ডায়েট-চার্ট। গুরুর সাফ কথা-“ফিটনেস ইজ নট সিকনেস”। খেতে হবেই। তবে বুঝেশুনে।
তাই এবারের লক্ষ্য বডি টোনিং। পাখির চোখ ষষ্ঠীর সন্ধে। তার মধ্যে...?

রোম ওয়াজন্ট বিল্ট ইন আ ডে
“রাতারাতি বাজিমাত করা যাবে না,” জানিয়ে দিলেন সেলিব্রিটি ট্রেনার রণদীপ মৈত্র। “সারা বছর ধরে একবারও শরীরের খেয়াল রাখল না। এটা হাতের মোয়া নয়।”
তবে হ্যাঁ, চেষ্টা করলে তার ফল তো পাওয়া যাবেই। পুজোতে জেনিফার লোপেজ না হলেও চেহারায় চটক আনা যাবে! তার জন্য দরকার নিজের শরীর বুঝে সঠিক ব্যায়াম করা। সঠিক খাওয়া-দাওয়া করা।
রোগা যারা তারা খাওয়াটা বাড়ান, ব্যায়ামটা কমান। আর যারা মোটা, তারা ওজনটাকে কমিয়ে শরীরটা টোন করুন। একটা ওভার-অল টোনড্ লুক পেতে গেলে একটু ধৈর্য ধরতেই হবে।

ম্যাজিক ইকোয়েশন
“ওয়েট-ট্রেনিংটা মাস্ট,” জানিয়ে দিলেন ফিটনেস এক্সপার্ট চিন্ময় রায়।
তবেই পাওয়া যাবে বাস্টলাইন আর ওয়েস্টলাইনের ম্যাজিক ইকোয়েশনটা। কিন্তু অনেক মহিলাই ডাম্বেল জাতীয় ভারী বস্তু নিয়ে ব্যায়াম করতে ভ্রু কোঁচকান। বছর পঁচিশের শতাব্দী তো বলেই দিলেন, “ওসব করলে যদি ছেলেদের মতো চেহারা হয়ে যায়?” চিন্ময় খুব সায়েন্টিফিকালি বুঝিয়ে দিলেন যে এই ‘ছেলেদের মতো চেহারা’ একমাত্র স্টেরয়েডস নিলেই হয়।
সুতরাং এ বার পুজোয় ‘টোনড কার্ভস’ পেতে গেলে শুধু কার্ডিও দিয়ে হবে না। করতে হবে কয়েকটা নির্দিষ্ট ব্যায়াম।
‘সার্কিট সিস্টেম’-এ । অর্থাৎ পরপর অনেকগুলো ব্যায়াম একসঙ্গে করা। এতে শরীরের বেশ ক’টা জায়গায় একসঙ্গে কাজ হয়। ফলটা তাড়াতাড়ি পাওয়া যায়।
প্রথমেই ওয়ার্ক-আউটকে দু’ভাগে ভেঙে নিন। একটা সেট শরীরের উপরের অংশকে কাজ করাবে। আর একটা নীচকে। ‘আপার বডি’র সার্কিটে বেঞ্চ প্রেস-টোন ডাম্ববেল রো-পুশ আপ-পুল আপ-ডায়গনাল উড চপ- ডাম্ববেল কার্ল অ্যান্ড প্রেস।
‘লোয়ার বডি’র সার্কিটে ডাম্ববেল স্টেপআপ-ওয়ান লেগ লিফ্ট-ডাম্ববেল ওয়াকিং লাঞ্জ-ওয়ান লেগ হিপ এক্সটেনশন-ক্ল্যাম শেল-বল স্কুইজ।
ব্যায়ামগুলো করতে হবে পরপর। না থেমে।

টাইম-ক্রাঞ্চ
কিন্তু এই যে টোনিং, ট্রেনিং, হেন-তেন। এসবের জন্য তো টাইম দরকার। যাদের টাইম-ক্রাঞ্চ, তাঁরা কী করবেন?
আপনারাও পারবেন।
এই তো হোমমেকার রূপসা চট্টোপাধ্যায়। কাজের চাপে জিম যাওয়া হয় না। “তাই বাড়িতেই দু’হাতে দু লিটারের জলের বোতল নিয়ে এক্সারসাইজ করি হাতের জন্য।’’ কাঁধ আর পিঠ ‘টোন’ করতে বছর কুড়ির বিদিশা জানলার গ্রিলে দড়ি আটকে ‘রেস্ট্রিকটেড রানিং’ করছেন। দেবযানী ব্যালান্সড্ ডায়েটের সঙ্গে বাড়িতেই ‘বেঞ্চ প্রেস’, ‘চেস্ট প্রেস’ করছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আফরিন ‘ফিটনেস ফ্রিক’। ট্রেডমিলে দৌড়নোর সময় না হলে বিশ্ববিদ্যালয়ের সিঁড়ির সদ্ব্যবহার করেন!
ঢাকে কাঠি পড়ল বলে। এবার মন্ত্র- বালজি নয় বাস্টি। ফ্ল্যাব নয় ফ্যাব। লক্ষ্য: কার্ভি কাঁপন।
কলকাতার মহিলা-মহল কিন্তু ইতিমধ্যেই রণং দেহি বলে মাঠে নেমে পড়েছেন।
আপনি তৈরি তো?
ভাঁজে-ভাঁজে

বডি-হাগিং গাউনে স্কারলেট
জোহানসনের ‘এঞ্জেলিক কার্ভস’

‘ডান্স এগেন’ ট্যুরে জেনিফার
লোপেজের কিলার কার্ভস

সাইজ জিরো করিনা কপুরও
এখন কার্ভি ‘ছম্মক ছল্লো’

পঞ্চমন্ত্র ৭ দিনে ২ কিলো
চটজলদি শেপে আসতেঃ
• ডাম্ববেল পুশ আপ অ্যান্ড কোর রো: বুক আর পিঠের জন্য।
• স্টেপ আপ অ্যান্ড টুইস্ট: থাই ও পায়ের পেশি টোন করার জন্য।
• টি পুশ আপস: অ্যাবস আর সাইডের জন্য।
• সুইস বল ডাম্ববেল চেস্ট প্রেস: বাস্টলাইনকে সুঠাম করতে এর জুড়ি নেই।
• টিউব রেজিস্টেড হিপ এক্সটেনশন: কোমর ও হিপকে টোন করে।
কোনও ডায়েট সাপ্লিমেন্ট বা হেল্থ ড্রিঙ্কের বিজ্ঞাপন নয়। ডায়েটিশিয়ান ডা. বিজয়া অগ্রবাল জানালেন, “একটা হেলদি ব্যালান্সড ডায়েট মানলে পুজোর আগে অন্তত আড়াই থেকে তিন কিলো ওজন তো কমানো যায়ই।” তার জন্য-
• খাবারে নুনটা কমিয়ে দিন।
• সারাদিনে অল্প অল্প করে অনেকবার খান। কখনও পেট খালি রাখবেন না।
• ভাত-রুটি খাওয়া বন্ধ না করে পরিমাণটা কমিয়ে দিন। প্রত্যেকদিন অন্তত একটা করে লো-ক্যাল ফল খান।
• জল খাওয়াটা বাড়িয়ে দিন। এতে শরীর ও ত্বক দু’ই ভাল থাকবে।
• ‘ডায়েট কোক’ বা ‘ডায়েট পেপসি’ খাবেন না। ক্যালরি কম থাকলেও এগুলো শরীরকে ডিহাইড্রেটেড করে দেয়। আর ক্যাফিন ফ্যাটকে গলতে দেয় না।

ছবি: দেশকল্যাণ চৌধুরী


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.