বাড়ি ভাঙচুরে কালনা থানার ওসি অভিযুক্ত |
ওসি-র বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, গালিগালাজ-সহ নানা অভিযোগ তুলে কালনার পুরপ্রধান তথা বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর কাছে স্মারকলিপি দিলেন শহরের ৫ নম্বর ওয়ার্ড কাঠিগঙ্গার বেশ কিছু বাসিন্দা। ওই স্মারকলিপিতে বাসিন্দারা অভিযোগ করেন, ৯ অক্টোবর রাত ১টা নাগাদ কালনা থানার ওসি অমিত মিত্রের নেতৃত্বে বেশ কিছু পুলিশকর্মী কাঠিগঙ্গা এলাকায় বাড়ি বাড়ি ভাঙচুর চালায়। ঘটনার সময়ে গালিগালাজ ও মহিলাদের শ্লীলতাহানি করা হয়। মহিলারা ঘটনাটির প্রতিবাদ করলে তাঁদের জেলে পাঠিয়ে দেওয়ার ও তাঁদের স্বামীদের মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়। সেই রাতেই ওসি-র নেতৃত্বে পুলিশ এলাকার পাঁচ জনকে থানা ভাঙচুরের মিথ্যা অভিযোগ তুলে গ্রেফতার করে। এই অবস্থায় নিরাপত্তার অভাব বোধ করছেন তাঁরা। কালনা থানার ওসি মন্তব্য করতে চাননি। তবে পুলিশের দাবি, ঘটনার দিন বিকেলে কাঠিগঙ্গা এলাকার এক ব্যবসায়ীর খুনে অভিযুক্তদের ধরার ব্যাপারে পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলে কালনা থানায় বিক্ষাভ ও পরে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন এলাকার কিছু বাসিন্দা। ওই বাসিন্দাদের বিরুদ্ধে এলাকায় বাড়ি ভাঙচুরেরও অভিযোগ ওঠে। কালনার বিধায়ক বলেন, “আমি বিষয়টি রাজ্যের মুখমন্ত্রী, বর্ধমানের পুলিশ সুপার, কালনার মহকুমাশাসক ও জেলাশাসকে জানাব।” এ বিষয়ে বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জার বক্তব্য, “লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে তদন্ত করা হবে।”
|
লক-আপে সিলিং ভেঙে পড়ে জখম দুই |
থানায় পুলিশ লক-আপের ভিতর ‘ফল্স সিলিং’ ভেঙে জখম হলেন দুই যুবক। শুক্রবার বিকেলে কেতুগ্রাম থানায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, আহতদের নাম দাউদ আলি হায়দার ও মধু দফাদার। বাড়ি কেতুগ্রামের মুড়গ্রামে। এ দিন একটি মারামারির ঘটনায় ধরে তাঁদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এক জনের অবস্থা গুরুতর। পুলিশ জানায়, লক-আপটির ওপরে একটি অ্যাসবেস্টসের ছাউনি রয়েছে। তার নীচে অ্যাসবেস্টস শিট দিয়ে ‘ফল্স সিলিং’ দেওয়া। বিকেল চারটে নাগাদ সেটি ভেঙে পড়ে। মুড়গ্রামের ওই দুই যুবক আহত হন। তাঁদের প্রথমে কেতুগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। সেখান থেকে তাদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। কেতুগ্রামের আইসি আব্দুর গফ্ফর বলেন, “থানার ভিতরের পরিকাঠামো অত্যন্ত খারাপ। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
|
দেওয়ানদিঘিতে সিপিএম নেতা প্রদীপ তা ও কমল গায়েন খুনে অন্যতম অভিযুক্ত ভূদেব গোস্বামীর জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। গত ২২ ফেব্রুয়ারি ওই হত্যাকাণ্ডের দিন ঘটনাস্থল থেকে যে চার জনকে পুলিশ ধরেছিল, ভূদেববাবু তাঁদের অন্যতম। অভিযুক্তের আইনজীবী বিশ্বজিৎ দাস বলেন, “হাইকোর্ট বুধবার ভূদেববাবুকে জামিন দিয়েছে। সেই জামিন সংক্রান্ত কাগজপত্র বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হলে এখান থেকে জামিন পান তিনি।” তবে আর এক অভিযুক্ত, স্থানীয় তৃণমূল নেতা পতিতপাবন তায়ের জামিনের আবেদন বুধবার হাইকোর্টে নামঞ্জুর হয়।
|
ধাত্রীগ্রামে ট্রেনের কামরা থেকে ধোঁয়া |
কামরা থেকে ধোঁয়া বেরোনোয় সকাল ১১টা নাগাদ কালনার ধাত্রীগ্রাম স্টেশনে দাঁড়িয়ে পড়ে হাওড়াগামী কাটোয়া লোকাল। ঘণ্টা খানেক পরে সেটি আবার রওনা দেয়। রেল সূত্রে জানা গিয়েছে, দু’টি চাকার ঘর্ষণের জন্যই ধোঁয়া বেরোচ্ছিল। ট্রেনটি ধাত্রীগ্রাম স্টেশনে পৌঁছলে রেলকর্মীরা যান। মেরামতির পরে ট্রেনটিকে হাওড়ার দিকে রওনা করিয়ে দেওয়া হয়। |