স্বামী-সহ গ্রেফতার ৩
নিজস্ব সংবাদদাতা • পাত্রসায়র |
বধূ নির্যাতনের অভিযোগে স্বামী, ভাসুর ও দেওরকে গ্রেফতার করল পুলিশ। পাত্রসায়র থানার বলরামপুর গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, সরস্বতী বারি নামে ওই বধূটি বুধবার থানায় তাঁর স্বামী-সহ শ্বশুরবাড়ির পাঁচ জনের বিরুদ্ধে মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ দায়ের করেন। সেই রাতেই বধূটির স্বামী হরপ্রসাদ বারি, ভাসুর নবকুমার বারি, দেওর বাদল বারিকে গ্রেফতার করা হয়। বছর দুয়েক আগে পাত্রসায়রের নেত্রখণ্ড গ্রামের সরস্বতীর সঙ্গে বলরামপুর গ্রামের হরপ্রসাদের বিয়ে হয়। সরস্বতীর অভিযোগ, বিয়ের পর থেকে নানা কারণে অশান্তির জেরে তাঁর উপর শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার করছে। সম্প্রতি তাঁকে মারধর করে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার ধৃতদের বিষ্ণুপুর আদালতে হাজির করানো হয়।
|
নতুন ফাঁড়ি
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
চন্দ্রকোনা রোড স্টেশনে জিআরপি-র একটি ফাঁড়ির উদ্বোধন হল বুধবার। উদ্বোধন করেন রেলপুলিশের এডিজি অমলকান্তি সরকার। একজন এএসআই, ৪ জন কনস্টেবল ও ৫ জন হোমগার্ড নিয়ে এই ফাঁড়ি চালু হল। এত দিন মেদিনীপুরের পরে বাঁকুড়ায় জিআরপি-র থানা ছিল। কিন্তু মেদিনীপুর স্টেশন থেকে কিছুটা দূরে তাঁতিগেড়িয়া লেভেলক্রসিং থেকে বাঁকুড়া জেলার ঝাঁটিপাহাড়ি পর্যন্ত খড়গপুর-আদ্রা লাইনের ১৭টি স্টেশন দেখাশোনা করতে হত বাঁকুড়া জিআরপি থানার কর্মীদের। বাঁকুড়া জিআরপি-র ওসি সুভাষচন্দ্র জানা বলেন, “জনসাধারণের স্বার্থে ওই ফাঁড়ি চালু করা হয়েছে। ওখানেও অভিযোগ জমা করা যাবে।”
|
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারায় মৃত্যু হল মোটরবাইক চালকের। গুরুতর জখম হলেন মোটরবাইকের দুই আরোহী। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটে সারেঙ্গা থানার বীরভানপুর মোড়ের কাছে, পিড়রগাড়ি-সারেঙ্গা রাস্তায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুজয় সোরেন (৩০)। তাঁর বাড়ি তালড্যাংরা থানার লালবাঁধ ধাদকিডাঙা গ্রামে। তাঁর সঙ্গী সিমলাপাল থানার ভাদুলডোবা গ্রামের বাসিন্দা লক্ষী টুডু ও গোতকানালির বাসিন্দা সিদ্ধার্থ হেমব্রমকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। |