শুধু মুখ্যমন্ত্রীই নন, বিভিন্ন দফতরের আধিকারিকেরাও সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতে চাইছেন না। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বসিরহাট-১ এ বিডিও দফতরের সামনে অবস্থান বিক্ষোভে এমনই অভিযোগ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সমাদ্দার। একই সঙ্গে তিনি জানান, এরকম চলবে না। সাধারণ মানুষের কথা না শুনলে বিডিওকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হবে।
এ দিন বিকেলে বৃষ্টি মাথায় করেই দলীয় পতাকা, ফেস্টুন নিয়ে দলে দলে কংগ্রেস কর্মী-সমর্থকেরা বসিরহাট-১ এর বিডিও অফিসের সামনে জড়ো হন। মহিলাদের নিরাপত্তা ও সামাজির সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের ব্যর্থতা, বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মীদের উপরে তৃণমূলের আক্রমণ নিয়ে সরব হন তাঁরা। |
একই সঙ্গে বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি দ্রুত রূপায়ণের জন্য দাবি তোলা হয়। বার্ধক্য-বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিপিএল তালিকা প্রকাশ, সরকারি কাজে স্বচ্ছতা, ১০০ দিনের কাজের প্রকল্পে দুর্নীতি বন্ধ করা-সহ ১৭ দফা দাবিতে বিডিও বিপ্লব মণ্ডলের কাছে স্মারকলিপি দেওয়া হয়। প্রসঙ্গত, দিন কয়েক আগে একই জায়গায় সভা করে তৃণমূলের পক্ষ থেকে কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতিকে উৎখাতের কথা বলা হয়েছিল। তারই পাল্টা হিসাবে এ দিন বিডিওর বিরুদ্ধে কংগ্রেসের এই জমায়েত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এ দিন সমাবেশে উপস্থিত ছিলেন এআইসিসি-র সদস্য অসিত মজুমদার, বসিরহাট-১ পঞ্চায়েত সমিতির সভাপতি রজ্জাক বৈদ্য প্রমুখ। |