|
|
|
|
দিঘার পথে নিখোঁজ কিশোর |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
আত্মীয় ও প্রতিবেশীদের সঙ্গে বাসে দিঘা বেড়াতে যাওয়ার পথে নিখোঁজ হয়েছে মানসিক ভারসাম্যহীন এক কিশোর। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কাছে রাস্তার ধারে হোটেলে বাসযাত্রীরা খাওয়ার সময় নিখোঁজ হয়ে যায় সে। সপ্তাহ দুয়েক আগে ঘটনাটি ঘটে। কিন্তু জামিরুল খান নামে মুর্শিদাবাদের ওই কিশোরের খোঁজ মেলেনি এখনও। তমলুকের এসডিপিও পারিজাত বিশ্বাস বলেন, “তদন্ত চলছে।”
২৭ সেপ্টেম্বর মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার হরিহরপাড়া গ্রাম থেকে ৬০ জন পর্যটক নিয়ে একটি বাস কলকাতা রওনা দেয়। বছর সতেরোর কিশোর জামিরুল আত্মীয়, প্রতিবেশীদের সঙ্গে ওই বাসেই ছিল। ২৮ সেপ্টেম্বর সকালে কলকাতা পৌঁছে ঘোরাঘুরির পর সন্ধ্যায় দিঘা রওনা দেয় বাসটি। রাত সাড়ে ১০টা নাগাদ কোলাঘাটে হলদিয়া মোড়ের কাছে জাতীয় সড়কের পাশে একটি হোটেলে খাওয়া-দাওয়ার জন্য নামেন সকলে। জামিরুল কিছু না খেয়ে হোটেলের বাইরে বেরিয়ে আসে। খাওয়া শেষে অন্যরা হোটেল থেকে বেরিয়ে এসে আর জামিরুলকে দেখতে পাননি। আশপাশে দাঁড়িয়ে থাকা বাস ও ওই এলাকায় খোঁজাখুঁজির পরও জামিরুলের সন্ধান না পেয়ে ৩০ সেপ্টেম্বর কোলাঘাট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। জামিরুলের জ্যেঠতুতো দাদা ফিরোজ খান বলেন, “ও ছোটবেলা থেকেই মানসিক ভাবে দুর্বল। পড়াশোনা করতে পারেনি। নিজের নাম ও বাবার নাম ছাড়া কিছু বলতে পারে না। আমাদের সঙ্গেই ছিল। কোথায় যে হারিয়ে গেল বুঝতে পারছি না। দুশ্চিন্তায় আছি।” জামিরুলের বাবা রিয়াজুল খান ভ্যান চালক। মা বাড়িতেই থাকেন। তিন মেয়ে ও এক ছেলে জামিরুলকে নিয়ে পরিবার। কোলাঘাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থাও জামিরুলের সন্ধানে এলাকায় জোরকদমে খোঁজাখুঁজি করছে। ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা অসীম দাস বলেন, “মানসিক ভারসাম্যহীন ওই কিশোরের সন্ধানে আমরাও বেরিয়ে পড়েছি।” |
|
|
|
|
|