পুজোর ফ্রেম |
|
তমলুক
নটিবয় ক্লাব |
|
ঠিকানা: পূর্ব মেদিনীপুরের তমলুক।
বয়স: ৪১তম বর্ষ।
ভিড় টানতে: রাজস্থানের জয়পুরের একটি মন্দিরের আদলে মণ্ডপ।
প্রায় ৬০ ফুট উঁচু ও ৩০ ফুট চওড়া মণ্ডপটি হবে ফাইবারের।
কৎ বেলের খোলা দিয়ে তৈরি প্রতিমায় বৈচিত্র্যের ছোঁওয়া।
তামাটে রঙের কুমোরটুলির মাটির প্রতিমা।
খরচাপাতি: প্রায় ৭ লক্ষ টাকা বাজেট। |
|
|
|
কোমর বেঁধে: প্রতি বছর মণ্ডপ ও প্রতিমায় নতুনত্বের ছোঁওয়া রাখার চেষ্টা করি। আমাদের এই প্রচেষ্টা মানুষকে আনন্দ দিতে পারলেই খুশি। আসা করছি এ বারও জেলাবাসীকে নিরাশ করব না।
বিশ্বজিৎ মণ্ডল
পুজো কমিটির সম্পাদক
|
|
নবীন চোখে: বছরভর অপেক্ষা করে থকি এই ক’টা দিনের জন্য। পাড়ার এই পুজোর উপরে আলাদা টান আছে। আত্মীয়-স্বজন, বন্ধুরা আসে। হইহুল্লোড় করে দিনগুলো কেটে যায়। অন্য কোথাও যাই না।
কুসুমিতা মোদক
স্কুল ছাত্রী |
|
|
|
প্রবীণ চোখে: পাড়ার পুজো হিসাবে একসময় শুরু হয়েছিল এই পুজো। তখন ক্লাবের গায়ে ছোট্ট জায়গায় পুজো হত। এখন বিশাল মণ্ডপ হয়, শৈল্পিক প্রতিমা। এ বারও সুন্দর কিছু দেখতে পাব আশা করি।
দ্বিজদাস ভট্টাচার্য
প্রাক্তন ফুটবলার |
|
|