পুজোর ফ্রেম |
|
ছোটবাজার
সর্বজনীন দুর্গাপুজো |
|
ঠিকানা: ছোটবাজার/ মেদিনীপুর।
বয়স: ৬৯তম বর্ষ।
ভিড় টানতে: থিম ‘ছোটা ভীম’। ছোটদের আনন্দের কথা ভেবেই এই
পরিকল্পনা। মণ্ডপ ঢোলকনগরের রাজপ্রাসাদের আদলে। সাবেক প্রতিমা।
একমেড়ে। মণ্ডপে লাড্ডু দেওয়া হবে ছোটদের।
খরচাপাতি:প্রায় ৬ লক্ষ টাকা বাজেট। |
|
|
|
কোমর বেঁধে: প্রতি বছরই নতুন কিছু করার চেষ্টা করি। ‘ছোটা ভীম’ এখন বেশ জনপ্রিয়। তাই থিম হিসাবে এটা বেছে নেওয়া হয়েছে। প্রতি বারের মতো সাংস্কৃতিক অনুষ্ঠান, বস্ত্র বিলির কর্মসূচি এ বারও রয়েছে।
অরুণ চৌধুরী
পুজো উদ্যোক্তা |
|
নবীন চোখে: পুজোর ক’টা দিন অধিকাংশ সময় পাড়ার মণ্ডপে থাকি। বন্ধুদের সঙ্গে খেলি, গল্প করি। সন্ধের পরে অন্য মণ্ডপে ঠাকুর দেখতে যাই। বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে যাওয়ার মজাই আলাদা। সঙ্গে পেটপুজো।
জানেশার আলম
স্কুল ছাত্র |
|
|
|
প্রবীণ চোখে: আগে এত জাঁকজমক করে পুজো হত না। এখন বাজেট বেড়েছে। বড় মণ্ডপ হচ্ছে। মাঠে স্টলও বসে। প্রচুর লোকজন আসেন। দিনভর হইহুল্লোড়। বসে-বসে উপভোগ করি পুরোটা।
গীতা বন্দ্যোপাধ্যায়
গৃহবধূ |
|
|