চমকে দেওয়া স্বীকারোক্তি আওয়েনের
দুই বিশ্বকাপে পেনাল্টি আদায় ‘ডাইভ’ দিয়ে
সংবাদসংস্থা • লন্ডন |
২০০২ বিশ্বকাপে আর্জেন্তিনার বিরুদ্ধে সেই ডাইভ। ছবি: গেটি ইমেজেস |
বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ মঞ্চেও ‘ডাইভ’ দিয়ে পেনাল্টি আদায় করেছিলেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার মাইকেল আওয়েন। বুধবার রাতে এই বিষয়ে এক আলোচনা সভায় নিজেই স্বীকার করেন। যে আলোচনার বিষয়ই ছিল অভিনয় করে পড়ে পেনাল্টি আদায়। যা এখন ইংলিশ প্রিমিয়ার লিগে প্রধান আলোচ্য। স্টোক সিটির কোচ টনি পুলিস লিভারপুলের লুইস সুয়ারেজের নিন্দা করেছেন তাদের বিরুদ্ধে ‘ডাইভ’ দেওয়ার জন্য। নিজের ‘ডাইভ’ দেওয়ার কথা স্বীকার করলেও আওয়েন মনে করেন, বর্তমান পরিস্থিতিতে এই প্রবণতা আরও ভয়াবহ হয়ে উঠেছে। আর ইপিএলে এত বেশি ‘ডাইভিং’ হচ্ছে লাতিন আমেরিকা, ইতালি ও স্পেনের ফুটবলাররা বেশি করে খেলতে আসার জন্য। ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপে দুই ক্ষেত্রেই ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল আর্জেন্তিনা। আওয়েনের কথায়, “আমি দোষী ছিলাম। ’৯৮-এ আর্জেন্তিনার বিরুদ্ধে সেই ম্যাচে খুব জোরে দৌড়চ্ছিলাম। একটা ছোট্ট ধাক্কা লাগল, আর পড়ে গেলাম। হয়তো দাঁড়িয়ে থাকতে পারতাম।” চার বছর পর জাপানে ফের একই কাজ করেন তিনি। আওয়েন নিজেই বলেন, “সে বারও যে রকম ট্যাকল হয়েছিল তাতে না-ও পড়তে পারতাম।” পরের ক্ষেত্রে রেফারি ছিলেন ইতালীয় পিয়ারলুইগি কলিনা। তিনি মনে করেন, যদি কেউ নকল করে পড়ে যায় তা হলে সেটা ঠকানো। শুধু রেফারিকে নয়, বিপক্ষকেও।
|
ইংল্যান্ডের নেতৃত্বে রুনি
সংবাদসংস্থা • লন্ডন |
রুনি-হজসন নতুন জুটি। ছবি: এএফপি |
জন টেরি অবসর নিয়েছেন। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের হাঁটুতে চোট। স্টিভেন জেরার খেলতে পারবেন না কার্ড-সমস্যায়। ইংল্যান্ডের অধিনয়াকত্বের গুরুদায়িত্ব তাই বর্তাচ্ছে তারকা স্ট্রাইকার ওয়েন রুনির কাঁধে। শুক্রবার সান মারিনোর বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে। এর আগে ২০০৯-এ এক বারই রুনি ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন ব্রাজিলের বিরুদ্ধে। সেটাও তখনকার অধিনায়ক টেরি না থাকায়। ০-১ হেরেছিলেন রুনিরা। তবে এই ম্যাচে অবশ্য ইংল্যান্ডের অত ভয়ের কিছু নেই। কারণ, প্রতিপক্ষ সান মারিনোর সর্বকালের রেকর্ড১১৪ ম্যাচে মাত্র একটি জয়। “আমার কাছে খুব বড় চ্যালেঞ্জ। দারুণ উত্তেজিত লাগছে। আশা করছি, ভাল ভাবেই জিতব,” বলেছেন রুনি। এ দিকে ল্যাম্পার্ডের সঙ্গে চেলসির আর এক ফুটবলার রায়ান বার্ট্র্যান্ডও অসুস্থতার জন্য এই ম্যাচে খেলতে পারছেন না।
|
রোনাল্ডিনহোর শাস্তি
সংবাদসংস্থা • রিও দে’জেনিরো |
খেলার সময় বিপজ্জনক ভাবে পা তোলার জন্য এক ম্যাচে নির্বাসিত হলেন ব্রাজিলীয় তারকা রোনাল্ডিনহো। গ্রেমিওর সঙ্গে রোনাল্ডিনহোর ক্লাব আতলেতিকো মিনেইরোর এই ম্যাচটি ছিল ২৩ সেপ্টেম্বর। গোলশূন্য ম্যাচে রোনাল্ডিনহো তাঁর ডান পা এতটাই উপরে তুলেছিলেন যে সেটা ক্লেবারের মুখে লাগতে পারত। রেফারি অবশ্য তখন কোনও শাস্তি দেননি। পরে ভিডিও ফুটেজ দেখে ব্রাজিলের ক্রীড়া সংক্রান্ত ট্রাইবুনাল রোনাল্ডিনহোকে শাস্তি দেওয়ার কথা ভাবে। তবে আতলেতিকোর তরফে এই বিচারের বিরুদ্ধে আবেদন করা হলেও ট্রাইবুনাল বহাল রাখছে তাঁর শাস্তি। ফলে পরের ম্যাচে খেলতে পারবেন না তারকা। |