‘ফাঁদে ফেলে ফাঁসানো হয়েছে আমাকে’

ন্তর্জাতিক ক্রিকেট দুনিয়ায় বিতর্কের ঝড় তুলে তিনি ঘুরে বেড়াচ্ছেন কলকাতা শহরের বুকেই। অনেক কষ্টে রাজি করানো গেল সাক্ষাৎকার দেওয়ার জন্য। তিনি- বাংলাদেশি আম্পায়ার নাদির শাহ। স্টিং অপারেশনের জেরে, ম্যাচ গড়াপেটা কাণ্ডে জড়িয়ে আপাতত ক্রিকেট দুনিয়া থেকে বহিষ্কৃত। বাইপাসের ধারে গভীর রাতে মোটরবাইক চেপে হাজির হলেন আনন্দবাজারের জন্য।

প্রশ্ন: এত রাতে বিদেশের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আপনার নিরাপত্তা তো যে কোনও মুহূর্তে বিঘ্নিত হতে পারে?
নাদির শাহ: শুনুন, আমি ডরপোক নই। এই পৃথিবীতে কাউকে ভয় পাই না।

প্রশ্ন: ম্যাচ গড়াপেটার অভিযোগের পর আপনি তো গোটা ক্রিকেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রে।
নাদির: বুঝলাম। কিন্তু অভিযোগটা কি প্রমাণ হয়েছে? প্রমাণ না হওয়া পর্যন্ত আমি কিন্তু দোষী নই। আইন তো সেটাই বলছে।

প্রশ্ন: টিভি ফুটেজে দেখা যাচ্ছে, আপনি বুকি সাজা সাংবাদিকের সামনে বসে বলছেন, অর্থের বিনিময়ে যে কোনও ম্যাচ গড়াপেটা করতে প্রস্তুত। এও বলেছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ অনেক ম্যাচ গড়াপেটা হয়। যেখানে পাকিস্তানের নাসির জামশেদ-এর মতো ক্রিকেটার জড়িয়ে।
নাদির: পুরোটাই আমাকে ফাঁসানো হয়েছে।

বৃহস্পতিবার রাতের বাইপাসে নাদির শাহ। আন্তর্জাতিক মিডিয়া যাঁর খোঁজে। ছবি: সুমন বল্লভ
প্রশ্ন: একটু খুলে বলুন।
নাদির: জুলাইয়ের মাঝামাঝি একদিন আমার এজেন্টকে জনৈক আমের ফোন করে বলে, শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে আম্পায়ারিং করার জন্য দিল্লিতে ইন্টারভিউ দিতে যেতে হবে। সেখানে যাওয়ার পর ওরাই আমাকে গড়াপেটার প্রস্তাব দেয়। তখন ব্যাপারটা না বুঝে কথা বলে গিয়েছি। ওদের মতলবটা বুঝতে পারিনি। আর জামশেদের কথাটা বলেছিলাম কাগজে ও রকম অভিযোগ বেরিয়েছে বলে। সে দিন বিকেলেই ঢাকা ফিরেছি। পর দিন বুঝতে পারি ওরা আমাকে ফাঁসিয়েছে।

প্র: আপনি ৪০টা এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলিয়েছেন। এত অভিজ্ঞ। তারপরেও ফাঁদে পা দিলেন কী ভাবে?
নাদির: পরিস্থিতির শিকার হয়ে পড়েছিলাম।

প্র: যখন স্টিং অপারেশনের ফুটেজ সম্প্রচার হচ্ছে, তখন কোথায় ছিলেন?
নাদির: সাউথ সিটিতে বসে বরফি দেখছিলাম। হঠাৎ ঢাকার এক বন্ধুর ফোনে খবরটা জানতে পারি।

প্র: কেঁপে গিয়েছিলেন?
নাদির: কেন? আমি তো নির্দোষ। এই তো বাইকে করে কথা বলতে এসেছি। গাড়িও নেই। ক্রিকেট জুয়ায় থাকলে গাড়িটা অন্তত আমার থাকত।

প্র: এই ঘটনার পর আম্পায়ারদের গায়ে কি দাগ পড়ে গেল?
নাদির: আপনাদের আজহার, জাডেজার নামেও অভিযোগ রয়েছে। তাতে ভারতের ক্রিকেট কলুষিত হয়েছে?

প্র: আপনি ব্যবস্থা নেবেন?
নাদির: দেশে ফিরে আইনজীবীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।

প্র: আপনার এজেন্টের নামটা কী?
প্রশ্নের উত্তর না দিয়েই বাইকে উঠে রাতের অন্ধকারে মিলিয়ে গেলেন নাদির।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.