স্মারকলিপি জমা দিতে গিয়ে প্রহৃত হলেন ফরওয়ার্ড ব্লকের জনা কুড়ি কর্মী-সমর্থক। বৃহস্পতিবার গোঘাটের এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল। ফরওয়ার্ড ব্লকের স্থানীয় বিধায়ক বিশ্বনাথ কারক বিষয়টি বিধানসভায় তুলবেন বলেছেন। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
ফরওয়ার্ড ব্লক সূত্রের খবর, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ-সহ কিছু দাবি-দাওয়া নিয়ে এ দিন রাজ্য জুড়ে বিডিও অফিসে স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল। সেই মতো গোঘাটের গ্রামে গ্রামে জমায়েত হচ্ছিলেন দলের কর্মী-সমর্থকেরা। |
অভিযোগ, সকালের দিকে সানবাঁদি, শ্যাওড়া, বেলকুসুমা, পাতুলসারা, কুমুড়শা প্রভৃতি গ্রামে ওই জমায়েতের উপরেই হামলা চালায় তৃণমূলের লোকজন। ভবেশ বারিক, অসিত ঘোষ এবং পূর্ণ রায়কে ভর্তি করা হয়েছে আরামবাগ মহকুমা হাসপাতালে।
দলের গোঘাট জোনাল কমিটির সম্পাদক সামসের আলি খানের বক্তব্য, “হাজার দু’য়েক কর্মী-সমর্থকের জমায়েত হওয়ার কথা ছিল বিডিও অফিসে। এই কর্মসূচি বানচাল করতেই হামলা চালিয়েছে তৃণমূল। কয়েক জন মাত্র কর্মী-সমর্থককে নিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।” অন্য দিকে, তৃণমূলের জেলা সভাপতি তপন দাশগুপ্তের বক্তব্য, “মিথ্যা অভিযোগ। ওরা নিজেরাই মারপিট করেছে বলে খবর পেয়েছি।” |