টুকরো খবর |
স্কুল ফুটবলে জয়ী শ্রীরামপুর ইউনিয়ন
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
সম্প্রতি কলকাতা পুলিশের উদ্যোগে আয়োজিত আমন্ত্রণমূলক নক আউট স্কুল ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় হুগলি জেলার শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশন। প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছিল ‘স্কুল ফুটার’ ২০১২। রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট ৮২টি স্কুল তাতে যোগ দিয়েছিল। ফাইনালে শ্রীরামপুরের স্কুলটির মুখোমুখি হয় হালিশহরের জাটিয়া উচ্চ বিদ্যালয়। কলকাতা পুলিশ মাঠে আয়োজিত ওই খেলার নির্ধারিত সময়ে ফল ছিল গোলশূন্য। টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে জিতে বাজিমাত করে ইউনিয়ন। ফাইনালের সেরা খেলোয়াড় হয় তাদের ওয়াসিম আহমেদ। দিন কয়েক আগে মোহনবাগান মাঠে এক অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয়। ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন দলকে ৩৫ হাজার টাকা নগদ দেওয়া হয়। তাদের হাতে পুরস্কার তুলে দেন চুনি গোস্বামী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, অভিনেত্রী কোয়েল মল্লিক। পি কে বন্দ্যোপাধ্যায়, শ্যাম থাপা, সুকুমার সমাজপতি-সহ একঝাঁক প্রাক্তন তারকাও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছিলেন পুলিশ কমিশনার রঞ্জিতকুমার পচনন্দা-সহ কলকাতার অন্যান্য পুলিশকর্তারা। |
পাঁচিল দেওয়া নিয়ে উত্তেজনা
নিজস্ব সংবাদদাতা • গুপ্তিপাড়া |
একটি স্কুলের পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে উত্তেজনা ছড়াল গুপ্তিপাড়ায়। বুধবার থেকে ওই এলাকার গোঁসাইডাঙা উচ্চ বিদ্যালয় চত্বরে পাঁচিল দেওয়ার কাজ শুরু হয়েছে। স্কুল লাগোয়া একটি শিবমন্দির রয়েছে। ওই মন্দিরটিও পাঁচিল দিয়ে ঘিরে ফেলার চেষ্টা হচ্ছে, এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দাদের একাংশ স্কুলে গিয়ে বিক্ষোভ শুরু করেন। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের এ নিয়ে বচসা থেকে উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাঁচিল দিয়ে মন্দিরটি ঘেরা হলে তাঁরা আর সেখানে যেতে পারবেন না। মন্দিরটি ঘিরে দেওয়ার চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন স্কুল কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন, ছুটির পরে রাতে মন্দির চত্বরে অসামাজিক কার্যকলাপ হয়। স্কুলের নিরাপত্তার স্বার্থে পাঁচিল দেওয়া হচ্ছে। মন্দিরটি ওই পাঁচিলে ঘেরার অভিযোগ মিথ্যা। তদন্তে করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। |
গুণিজন সর্ম্বধনা
নিজস্ব সংবাদদাতা • পুড়শুড়া |
রবিবার পুড়শুড়ার সোদপুর বিবেকানন্দ কল্যাণ সঙ্ঘের উদ্যোগে ১৫তম গুণিজন সর্ম্বধনা এবং কৃতী ছাত্র-ছাত্রীদের পুরস্কার দেওয়া হল। গুণিজন সর্ম্বধনা পান বিশিষ্ট শিক্ষাবিদ হাসান ইমাম এবং পার্থসারথি বেরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জয়রামবাটি রামকৃষ্ণ সারদা মঠ ও মিশনের সন্ন্যাসী স্বামী শিবরূপা নন্দ। সভা পরিচালনা করেন শিক্ষাবিদ অমরেন্দ্রনাথ বাগ। |
শ্লীলতাহানির অভিযোগে ধৃত
নিজস্ব সংবাদদাতা • বলাগড় |
দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। বৃহস্পতিবার জিরাটের বাসিন্দা ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ বলাগড় থানার জিরাটের একটি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রীকে স্কুলের মধ্যেই খেলার সময়ে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ ওঠে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ওই ছাত্রীটিকে স্থানীয় বাসিন্দা এবং স্কুল কর্তৃপক্ষ চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে, পরে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যান। |
আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ১
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হল এক দুষ্কৃতী। বুধবার রাতে আরামবাগের কালীপুর থেকে বাবলু রানা নামে দৌলতপুরে ওই যুবককে ধরে পুলিশ। তার কাছ থেকে একটি রিভলভার ও ২ রাউন্ড গুলি পাওয়া গিয়েছে বলে জানায় পুলিশ। ধৃতের বিরুদ্ধে চারটি থানায় ডাকাতি, ছিনতাই-সহ বেশ কিছু অভিযোগ আছে। বৃহস্পতিবার বিচারক ধৃতকে ৫ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশের দাবি, বাবলু দুষ্কৃতী-চক্রে জড়িত। সাগরেদদের খোঁজ চলছে। |
ফুটবল প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
খানাকুলের নতিবপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ৮ দলীয় ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল খেলাটি হয়ে গেল রবিবার। রাজহাটি স্পোর্টিং ক্লাব ২-০ গোলে আরামবাগ স্পোর্টিং ইউনিয়নকে হারায়। গোল দু’টি করেন রাজু দে এবং উদয়নাথ চোঙদার। |
বাসস্ট্যান্ডে বোমাতঙ্ক
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
|
—নিজস্ব চিত্র। |
মালিকানাহীন তালাবন্ধ টিনের সুটকেসকে ঘিরে বৃহস্পতিবার সন্ধ্যায় বোমাতঙ্ক ছড়াল আরামবাগ বাসট্যান্ড চত্বরে। পুলিশ জানায়, বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। পুলিশ বাক্সটি ঘিরে রেখেছে। |
গুলি করে খুন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মালিপাঁচঘড়া থানার কাছে জয়বিবি রোডে নিজের বাড়ির কাছেই রাস্তায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। পুলিশ জানায়, নিহতের নাম বিজয় মাহাতো (৫৪)। তাঁর বিরুদ্ধে খুন, তোলাবাজির অভিযোগ ছিল। পুলিশের অনুমান, লোহার ছাঁট ব্যবসায় তোলাবাজি নিয়ে বিবাদের জেরে এই খুন। বৃহস্পতিবার বিজয় দুর্গাপুজোর মণ্ডপে আলো লাগানোর তদারক করছিলেন। |
চোলাই আটক |
চোলাই ব্যবসা নিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল বুধবার অশোকনগরের রাজীবপুর-বোয়ালগাছি এলাকায়। ওই দিন চোলাইভর্তি একটি গাড়ি এলাকায় ঢুকতেই গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে তাতে ভাঙচুর চালায়। গাড়িটিতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। |
|