মিট রোমনির সঙ্গে সাম্প্রতিক বিতর্ক-মঞ্চের স্মৃতিকে কোনও রকম গুরুত্ব দিতেই নারাজ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বরং, তাঁর চোখে ডেনভারের বিতর্ক-সভা শুধুমাত্র ‘একটি খারাপ রাত’-এর স্মৃতি ছাড়া আর কিছুই নয়। আজ এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ওবামা জানান, ওই একটি খারাপ রাত মোটেও কোনও বাড়তি সুবিধা দেবে না তাঁর প্রতিদ্বন্দ্বীকে। উল্টে ওবামার ধারণা, এই রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীটিকে হারিয়ে ৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে শেষ হাসি হাসবেন তিনিই। |
৩ অক্টোবর ডেনভারে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মিট রোমনির সঙ্গে প্রথম বিতর্ক-সভাতে যোগ দিয়েছিলেন ওবামা। তবে বাগ্মী হিসাবে খ্যাত মার্কিন প্রেসিডেন্ট সে দিন কিছুটা কোণঠাসাই হয়ে পড়েছিলেন। কী রকম? যেমন, জাতীয় আর্থিক ঘাটতি মেটানোর প্রশ্নে রোমনি সে দিন আঙুল তুলেছিলেন ওবামার দিকে। মার্কিন প্রেসিডেন্ট কার্যত কোনও উত্তর দিতে পারেননি
রোমনির অভিযোগের। আবার যে রোমনির টাকা নয়ছয়ের অভিযোগ নিয়ে আক্রমণ শুরু করেছিল ওবামার দল, সে দিন কিন্তু সেই অভিযোগ নিয়ে বিরোধীকে একটিও কথা বলেননি ওবামা। অর্থাৎ রক্ষণ এবং আক্রমণ, দু’ক্ষেত্রেই ডেনভারের বিতর্কে পিছিয়ে ছিলেন ওবামা। আর এতেই শুরু হয় সন্দেহ। প্রথম বিতর্কে রোমনির এই এগিয়ে থাকা কি নির্বাচনেও
ছাপ ফেলবে?
রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, সেই সন্দেহ দূর করতেই মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। সকালেই রেডিওতে এক সাক্ষাৎকারে তিনি জানান, ডেনভারের বিতর্কে একটু বেশিই ‘বিনয়ী’ ছিলেন। তবে সেটা ১৬ অক্টোবরের দ্বিতীয় বিতর্কে আর হবে না। নিউ ইয়র্কের মাটিতে সে দিন দ্বিতীয় বার দেখা হবে ওবামা-রোমনির। ওবামা বলেন, “এখনও হাতে চার সপ্তাহ সময়। এই বার আর আমার মতো কেউ লড়তে পারবে না।” বলেই প্রতিপক্ষের প্রতি তাঁর হালকা খোঁচা, “মঙ্গলবারের জন্য প্রস্তুতি নিন ওঁরা।”
তর্কযুদ্ধ তো বটেই, আসল নির্বাচনী যুদ্ধও যে খুব সহজ হবে না, সেটা বিলক্ষণ জানেন ওবামা। আপাতত নিউ ইয়র্কে মঙ্গলবার দিনটা কেমন কাটে তাঁর, সেটাই দেখার। |